বাংলাদেশ লোকাল গাইড এর 128 তম মিট আপ আয়োজন করা হয়েছিল " Let’s Revise our history again" টাইটেলে বারো ভূঁইয়ার সাম্রাজ্য বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয় ।ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আগের দিন হওয়াতে অনেকেই আর অংশগ্রহণ করেনি তবুও আমরা 17 জন একত্রিত হয়েছিলাম 31 জানুয়ারী ,2020 ।
মিট আপে মূল কার্যক্রমগুলো যা ছিল
- Photowalk & Maps editing
- Discussion about local guides program and Google maps
- Explore historical landmark
- Visit fork and craft fair
বিস্তারিত বর্ননার আগে এক নজরে মিট আপ সার সংক্ষেপ
Meetup Name: Let’s revise our history again
BDLG meetup no :128
Total Attendee : 17
Contribution fee : 5$ /400bdt
Coverage Area : Tipordi Road [ Photowalk & map editing ]
Goaldi Mosque , Panam nagar , Sonargaon Museum , folk and crafts fair
এবার শুরু করব প্রত্নতত্ত্ব এবং ঐতিহাসিক স্থানগুলোর ছবি এবং বর্ণনা দিয়ে। সর্বশেষে লিখব ফটো ওয়াক ম্যাপ এডিটিং এবং ডিসকাশন নিয়ে
গোয়ালদি মসজিদ
সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসন আমলে ১৫১৯ সালে মোল্লা হিজাবের খান প্রতিষ্ঠা করেন । স্থানীয়দের ভাষায় গোয়ালদি মসজিদ কিংবা গোয়ালদী গাইবি মসজিদ হিসেবে পরিচিত পেলেও এই মসজিদের আরেক নাম রয়েছে হোসেন শাহ মসজিদ হিসেবে বিভিন্ন ইতিহাসভিত্তিক নথিপত্রে।
ছোট্ট এ মসজিদে সর্বসাকুল্যে 50 জন নামাজ পড়ার মতো ব্যবস্থা থাকলেও বর্তমানে ব্যবহার করা হয় না।মসজিদের ভিতরে প্রবেশ করার মত সব সময় উন্মুক্ত থাকে না তবে আমরা ভাগ্যক্রমে এবার উন্মুক্ত পেয়েছিলাম। ভিতরের ডিজাইন অনেকটা মোগল আমলের সাথে মিল রয়েছে এবং মেহরাব ষাট গম্বুজ মসজিদের সাথে একই ধরনের পাথরের ডিজাইনের তৈরি।
এই মসজিদটি প্রদর্শন করার জন্য কোন প্রকার টিকিট কেনার প্রয়োজন হয় না।
Picture : A photo collage there Panam nagar few photo and few ruins building picture, Local guides mahabub stand in a tunnel
১৫ শতকের দিকে ঈশা খাঁ যখন বাংলার রাজধানী সোনারগাঁ কে ঘোষণা করেন তখন তিনটি নগর তৈরি করেন তার মাঝে একটি পানাম এছাড়া অন্য দুটি নগর ছিল বড়নগর এবং খাস নগর ।
পরবর্তীতে এইখানে ব্রিটিশদের আনাগোনা এবং মসলিন কাপড়ের জন্য বিখ্যাত হতে শুরু করে এবং ব্রিটিশ ব্যবসায়ীগণ ঘাঁটি গেড়ে বসে। অনেকদিন নীল ব্যবসায়ীদের দখলে ছিল এই নগরী।
Picture : panam nagar some ruins building photo collage
১৮ শতকের শুরুর দিকে হিন্দু ব্যবসায়ীদের বসবাসের স্থান ছিল এই পানাম নগর এখনো কিছু পুরনো বাড়ি ঘরের দেয়ালের ধ্বংসাবশেষে তার চিহ্ন মিলে।
এখনো প্রায় ৬০/৭০টি ধ্বংসাবশেষ বাড়ি রয়েছে এই পানাম নগরে।পানাম নগরে প্রবেশ টিকিট ১৫ টাকা জন প্রতি বিদেশি দের জন্য ১০০ টাকা ,বাহিরে গাড়ি পারকিং বাবস্থা আছে ।
সর্দার বাড়ি
এটি যাদুঘর ও এই কমপ্লেক্স এর ভিতরে অবস্থিত এক অপুরুপ দিজাইনের প্রাচীন বাড়ি যা হয়েকবছর আগে আবারসংস্কার করে সকলের জন্য খুলে দেয়া হয়েছে । এর জন্য আবার আলাদা টিকিট নিতে হবে যার মূল্য ১০০ টাকা
Picture: folk and crafts museum inside some picture in a photo collage
সোনারগাঁ কারু ও শিল্প জাদুঘর
শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালের সোনারগাঁয়ের বর্তমানে জাদুঘরের স্থানে এক পুরনো বাড়িতে শুরু করেন ওর কারুশিল্প কাজ যা ১৯৮১ সালে ১৫০ বিঘা জায়গা নিয়ে তৈরি হয় চারু ও কারু শিল্প একাডেমি। এর ভিতর শতাধিক বছর পুরনো সরদার বাড়ি রয়েছে।
জাদুঘরের ভিতরে রয়েছে বাংলাদেশের বিভিন্ন সমসাময়িক দেশি সংস্কৃতির পোশাক গহনা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং বাড়িঘরের বিভিন্ন সাজসজ্জা উপকরণের সম্ভার।
বাংলাদেশের চারু কারু শিল্পীদের জীবন চিত্রপট নিয়ে ডামি তৈরি করে রেখেছে জাদুঘরে । ২য় এবং ৩য় তলায় ২ টি ভিন্ন রকমের এই ধরনের চিত্রপট দেখা মিলবে
জাদুঘর এরিয়াতে প্রবেশ করতে টিকিট মুল্ল ৫০ টাকা , বাহিরে পার্কিং বাবস্থা আছে আর ভিতরে পাবলিক টয়লেট আছে , হুইল চেয়ার নিয়ে নিচতলা আর আসে পাশে ঘুরতে পারবে ।
এছাড়া লাইব্রেরিও উন্মুক্ত মঞ্চ রয়েছে , বিক্রয় প্রদর্শনী আছে একটি সেখান থেকে হস্তসিল্প জিনিষ কেনা যাবে ,
ছবিতে কুমার , তাত শিল্পী ও শীতল পাটির কারিগরের কর্মচিত্র ধারন করা হয়েছে
চারু ও কারুশিল্প মেলা
প্রতিবছর মাঘ এর শুরুতে বসে মাসব্যাপী চারু ও কারুশিল্প মেলা সোনারগাঁয়ের চারুকারু শিল্প একাডেমি কমপ্লেক্সে , এখানে তুলে ধরা হয় বাংলাদেশের যত প্রকার চারুকারু শিল্প রয়েছে সেগুলো দেখার পাশাপাশি কেনার সুযোগ রয়েছে। প্রতিদিন বিকেলে মেলার পাশাপাশি চলে দেশীয় খেলার অনুষ্ঠান এবং অন্যান্য দেশেও সামাজিক চিত্রপট নিয়ে নাটক। আপনাকে মনে করে দিবে বাংলার সেই গোলাভরা ধান আর ঐতিহ্য সমৃদ্ধ বাংলার কথা।
মেলার এক পাশে বসেছিল নিমকি মুরি মুরকি আর জিলাপির দোকান , জিলাপি ভাজা দেখেই আমার জিবে জল চলে এসেছিল অনেক কষ্টে তা সনবরন করে ফিরে এসেছিলাম
গ্রামীণ খেলা ও নাটিকা
সোনারগায়ের স্থানিয় ২ বিদ্যালয়ের ছাত্রি রা মেতে উঠেছিল বউচি খেলায় । এছাড়া এক প্যান্ডেলে নাটিকার মাধ্যমে তুলে ধরা হয়েছিল গ্রামীণ দৃশ্যপট গ্রামীণ বিচার , বিয়ে ও অন্য উতসব গুলো
এবার আসি ফটোওয়াক, ম্যাপ এডিটিং আর আলোচনা পর্ব নিয়ে।
আমরা যারা ঢাকা থেকে গিয়েছিলাম এবং নারায়ণগঞ্জের লোকাল গাড়ির জন্য আমরা সকলে মিলিত হয়েছিলাম টিপরদী বাসস্ট্যান্ডে। সেখান থেকে সকলে মিলে ফটোওয়াক শুরু করি এবং ম্যাপ এডিটিং।সকলে বিভিন্ন স্থাপনার ছবি তুলি এবং খুঁজে বের করি কোন কোন স্থান গুলো এখনো যুক্ত করা হয়নি আমি বেশ কয়েকটি স্থান যুক্ত করেছি।
প্রথম পর্যায়ে ছিল 1 দশমিক 4 কিলোমিটার ফটো ওয়াক । জুম্মার নামাজ এবং খাবারের পরে আমরা পানাম থেকে সোনারগাঁ পর্যন্ত দ্বিতীয় ফটো ওয়াক করি যা ছিল প্রায় আধা কিলোমিটার এর মত। নামাজের পূর্বে আমরা পানাম সিটির ভিতরে বসে সকলে আলোচনা করি লোকাল গাইড এবং ম্যাপ এর বিষয়বস্তু নিয়ে যত শত একে অপরের সাথে আলোচনা এবং সমস্যা সমাধানের।
আমার কন্ট্রিবিউশনের একটি স্ক্রিনশর্ট
দুপুরের খাবার:
আমাদের দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছিল পূর্বে হট চিকেন নামে এক রেস্টুরেন্টে, এখানে আমরা পূর্ব থেকেই সেট মেনু করে রেখেছিলাম। বিশ্রাম এবং খাওয়া-দাওয়া মধ্যবর্তী পর্বের কয়েকটি ছবি কলেজ করে দেয়া হল।
আমাদের তোলা কিছু গ্রুপ ছবির কলেজ দেয়া হল
কোথায় কত খরচ
যাতায়ত
ঢাকা গুলিস্তান থেকে মোগড়া পাড়া বাস ভাড়া ঃ ৪৩/৪৫ টাকা
যে বাস গুলো যায় : স্বদেশ , দোয়েল [ হকি স্টেডিয়াম গেট থেকে ]
গোয়ালদি মসজিদ গেলে চৈতি কম্পোজিট নেমে রিক্সা / হেটে যাওয়া যায়
গোয়ালদি মসজিদ থেকে পানাম হেটে গেলে ১০ মিনিট লাগে
পানাম থেকে মিউজিয়াম ২ নাম্বার গেট ৫ মিনিট হাটার পথ
মিউজিয়াম থেকে মোগড়া পাড়া বাস স্ট্যান্ড - ১৫ টাকা জন প্রতি ইজি বাইকে
টিকিট
গোয়ালদি মসজিদ : free
পানাম নগর : 15tk
সোনারগাঁ জাদুঘর : 50tk
জাদুঘরের ভিতর সর্দার বাড়ির টিকিট আলাদা : 100tk
সর্বশেষে ধন্যবাদ না জানালে তারা হচ্ছেন এই মিটআপের হোস্ট @MehadeHasan আর সাথে সার্বিক সহযোগিতা করেছেন @AbdusSattar ভাই.