আমরা অনেক সময় অনেক ফেইক লোকেশন দেখি ম্যাপে। তারপর ১ স্টার দিয়ে রিভিউতে লিখে দেই fake/spam. কিন্তু আপনি কি জানেন যে এটা ঠিক নয়? রিভিউ আর রেটিং ওই বিজনেসকেই দেয়া যাবে যেটা বাস্তবে আছে। আপ্নি যখন এমন রিভিউ দিচ্ছেন তখন নিজের অজান্তেই এটা প্রমান হচ্ছে যে এই বিজনেস আছে এবং আপনি এখানে গিয়েছিলেন বা সেবা নিয়েছিলেন।
তাই আমাদের উচিত হবে স্পাম বা ফেইক কিছু পেলে রিভিউ রেটিং না দিয়ে বরং সঠিকভাবে রিপোর্ট করা।
What you have mentioned is absolutely right, @SaifIS .
Contributions must be based on real experiences and information as per the Maps User Contributed Content Policy. That, of course, means the place you are writing a review about must be visited by you.
If you see behavior that violates the above, please report it.
As per your last suggestion, please do use the Idea Exchange section if you have an idea of improvement.