প্রায়াস ছাগলের খামার। এখানে বেশ কয়েক প্রকার ছাগল পালন করা হয়। ছাগলের মান গুলো খুব উন্নত। আলাদা আলাদা বিভাগে ভাগ করে এখানে ছাগল লালন পালন করা হয়। এখানে দেশি-বিদেশি উন্নত মানের গরু-ছাগল পালন
করা হয়। এখানে কেদারনাথ মুরগি লালন পালন করা হয়। এখানে সিকিউরিটি ব্যবস্থা ও খুব ভালো মানের। কেউ যদি এই খামারে প্রবেশ করে তাহলে অবশ্যই তাকে পরিষ্কার জীবাণু মুক্ত হয়ে প্রবেশ করতে হবে । এখানে গরু কে স্পেশাল ভাবে খাওয়ানো হয়। 24 ঘন্টা কারেন্ট এর ব্যবস্থা রয়েছে। এখানে গরু-ছাগলের বিষ্ঠা দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়। বায়োগ্যাস প্লান্টে চমৎকার খুবই ভালো মানের। গরু গরু ছাগলের খড়ের জন্য স্পেশাল খড় কাটা মেশিন আছে। জায়গাটি পশুদের জন্য খুবই স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন। ছাগলদের গোসল করানোর জন্য স্পেশাল জায়গা আছে।
আমি নতুন তাই হয়তো গুছিয়ে লিখতে পারিনি তার জন্য দুঃখিত ???
ধন্যবাদ।