খেজুর গুড়ের রসগোল্লাঃ সম্পূর্ণ চিনি ছাড়া মিষ্টি! এটা খেজুর গুড় দিয়ে তৈরি।মিষ্টিটা গরম এবং খুবই সফট !!
এই রসগোল্লা সন্ধ্যা ৭টার দিকে দোকানে আসে।ঐ সময় গেলে গরম গরম রসগোল্লা ট্রাই করতে পারবেন!
@SabbirShawon ভাই, মিষ্টি বা রসগোল্লা এমনিতেই আমার খুব প্রিয় । খেজুর গুড়ের রসগোল্লা আমি কখনো দেখি নাই। তবে জিনিসটা দেখে খাওয়ার লোভ সামলাতে কষ্ট হচ্ছে খুব । আসা করি কখনো সিলেট গেলে এটা খাবই ১১০% গ্যারান্টি। ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।