আমি অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত চট্টগ্রামের উৎসাহ দীপ্ত অনেকগুলো লোকাল গাইড কে একসাথে পেয়ে। যারা প্রত্যেকেই অত্যন্ত প্রতিশ্রুতিশীল উত্তরোত্তর ভালো লোকাল গাইডিং কর্মকাণ্ড উপহার দেওয়ার জন্য।
আজকের মিটআপে আমরা ফটোওয়াক করেছি চট্টগ্রামের নিউমার্কেট থেকে কোতোয়ালী মোড় পর্যন্ত আর সংগ্রহ করেছি স্থাপনাগুলো সংক্রান্ত নানা বিধ তথ্য। সকলে মিলে চেষ্টা করেছি চট্টগ্রামের এই অঞ্চলের অনেকগুলো ঐতিহাসিক স্থাপনা কে এক্সপ্লোর করতে ও স্থাপনা গুলোর তথ্যগুলোকে আরো সুন্দর হবে ম্যাপে উপস্থাপন করতে। যাতে ভবিষ্যতের যেকোনো ভ্রমণকারী তার প্রয়োজনীয় তথ্যগুলো আরও সঠিকভাবে পেতে পারে।
এই মিটআপ এ আমরা লক্ষ্য নির্ধারণ করেছি প্রত্যেক জন লোকাল গাইড যাতে একটা ন্যূনতম পয়েন্ট অর্জন করতে পারি আর প্রদত্ত তথ্যগুলো যাতে সঠিক এবং নির্ভুল হয় সেটার মান নিশ্চিত করতে।
আমরা আলোচনা করেছি তথ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা যে সাধারণ ভুলগুলো করে থাকি তা এড়িয়ে চলা, ছবিগুলো কি করে আরো অর্থবোধক হয় পরবর্তী ভ্রমণকারীর কাছে প্রয়োজনীয় হয়।
এখানে উল্লেখ্য যে আজকে আমরা পেয়েছি দুইজন নতুন লোকাল গাইড কে যারা আজই রেজিস্ট্রেশন করেছেন এবং তারা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে ভবিষ্যতে লোকাল গাইডিং কর্মকাণ্ডকে এগিয়ে নেয়ার জন্য আগ্রহী।
এটা ছিল বাংলাদেশ লোকাল গাইড এর ১২৬ তম মিটআপ।
উপরফজলে রাব্বি
আরাফাত খান
সায়ান আজাদ
মহসিন
জাহেদ
জোবায়ের
আতাউল করিম
আবদুল্লাহ আল নোমান
ইনজামাম
আবির আহ্মেদ অনি
রায়হান
দুঃখিত, আর যাদের নাম গুলো মনে করতে পারেনি
নিচে উল্লেখিত লোকাল গাইড উপস্থিত থেকে আমাদের লক্ষ্য করেছেন অত্যন্ত মূল্যবান তাদের সকলের প্রতি যারা তাদের দৈনন্দিন নানা কর্মব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বের করে বাংলাদেশ লোকাল গাইড এর ১২৬তম মিটআপ কে সমৃদ্ধ করেছেন।



