প্রাকৃতিক স্বর্গভূমি সিলেট

বাংলাদেশের প্রাকৃতিক স্বর্গভূমি হিসেবে পরিচিত, আজকে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলবো।

প্রথমে আমরা ভ্রমণের যাত্রা নিয়ে বলি,

আমরা ৬ বন্ধু ঢাকা থেকে রাত ৯.৩০ এ উপবন এক্সপ্রেস এ করে রওয়ানা দি, সকালে ৬.৩০ এ সিলেট গিয়ে পৌছাই।

ছবি. সিলেট রেলওয়ে স্টেশন

পরে আমরা হোটেলে ফ্রেস হয়ে নাস্তা করে বের হই। উদ্দ্যেশ্যে ছিলো কোথাও থাকার ব্যবস্থা করা।

কারণ আমরা দু দিন ঘুরবো তাই এক বন্ধুর বাসায় উঠি।

ছবি। শাহজালাল এর মাজার

শহরের পাশেই শাহাজালাল মাজার।

সিনজি করেই যাওয়া যায়।

ছবি। শাহ পরান এর মাজার

যা শহর থেকে এক্টু দুরেই অবস্থিত।

চা বাগান এ লেখক।

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য এ চা বাগান , সিলেটের আনাচে কানাচে প্রচুর চা বাগান রয়েছে।

এর পরে আমরা রওনা দি রাতারগুল সোয়াম ফরেস্ট।

ছবি রাতারগুল সোয়াম ফরেস্ট

ছবি। ওয়াচ-টাওয়ার থেকে রাতারগুল সোয়ামফরেস্ট

রাতারগুল যেতে হলে সিলেট থেকে সিনজি রিজার্ভ করে রাতারগুল যাবে।। এর পর রাতারগুলের ভিতরে ঘুরতে হলে আপনাকে নৌকা ভাড়া করতে হবে এক্টি নৌকা ভাড়া ৬০০ শ টাকা। নৌকা ছাড়া ঘুরতে ও পারবেন না।

ছবি। সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক।

ঘুরে আসতে পারেন বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয় এ যা ধুমপান মুক্ত ক্যাম্পাস

এর পর সিলেটের #বিছনাকান্দি ও জাফলং সাদা পাথরের জায়গায় যেতে পারেন যা সিলেটের উল্লেখযোগ্য ঘুরার জায়গা।

20 Likes

@sazid4 last 2 years ago I visited Sylhet. Amazing place & thanks for sharing your journey a to z details information. I liked your post.

9 Likes

খুব সুন্দর লিখেছেন ভাই @sazid4

5 Likes

ভালো লিখেছেন, ধন্যবাদ

1 Like

Thanksdear @MehadeHasan vai

1 Like

ধন্যবাদ @SabbirShawon ভাই :bangladesh: :heart:@

2 Likes

ধন্যবাদ প্রিয় @AminGazi :bangladesh: :heart:

3 Likes