উক্ত মোবাইল ডিভাইসে কানেক্ট এ্যাপ টু-জি এর চেয়েও অনেক বেশি স্লো কাজ করে। স্লো কানেক্টের জন্য আজ একটি পোস্ট দুইবার পাবলিস হয়ে গেছে, আবার এটিকে ডিলিট করার সুযোগও নেই।
কর্ম ব্যস্ততার এই যুগে কম্পিউটারে বসে কানেক্ট এ্যাপ ব্যবহার করার জন্য যথেষ্ট সময় আমার মতো হয়তো অনেকেরই হয় না।
তাই লোকাল গাইডস কানেক্ট এ্যাপটিকে ফোর-জি গতির এ্যাপ হিসেবে আপডেট দেখতে চাই এবং এনড্রয়েড সহ সকল অপারেটিং সিস্টেমের মোবাইল ডিভাইসে ব্যবহার উপযোগী করা হোক। আর যদি তা না করা হয়, হয়তো বা ভবিষ্যতে নকিয়া ফোনের মত কালের অতলে হারিয়ে যেতে সময় লাগবে না।
As I understand, you have duplicated the post inadvertently because of slow response from Connect app.
You can’t delete a post once created. However, you can tag a moderator to merge those.
@Ashraf_Siddik ধন্যবাদ এই পোস্ট এবং আপনার মূল্যবান ফিডব্যাক জানানোর জন্য।
প্রথমত কানেক্ট কমিউনিটি একটা ওয়েবসাইট নির্ভর ফোরাম। এর কোন অ্যাপ নেই। তবে হোম স্ক্রিন এ শর্টকার্ট করার অপশন আছে যেটাকে অনেকেই অ্যাপ মনে করে থাকে। সেই শর্টকার্ট ব্যবহারের চাইতে সবসময় গুগল ক্রোম ব্যবহারে আরো ভালো স্পিড পাবেন। তবে হ্যা, বাংলায় পোস্ট/ মোবাইলে পোস্ট করতে গেলে স্লো কানেকশন এবং টাইপিং সমস্যা লক্ষনীয়।
তাছাড়া কমিউনিটি সার্ভিস হিসাবে কানেক্ট ফোরামের কয়েক ধাপ উন্নতি অনেক প্রশংসনীয়।