মাটির পাত্রের ব্যবহার প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসছে । পৃথিবীর প্রায় সব দেশেই রান্নার কাজে, বিভিন্ন ধরনের খেলনা এবং সৌন্দর্য বর্ধনের সামগ্রী হিসেবে মাটির পাত্রের বহুল প্রচলন রয়েছে। স্বল্প মূল্য, সহজ প্রাপ্যতা এবং স্বাস্থ্য সম্মত হবার কারণে স্থান, কাল ও পাত্র ভেদে যুগে যুগে মানুষের কাছে মাটির পাত্রের জনপ্রিয়তা সর্বাধিক। বর্তমানে যান্ত্রিকতার যুগে এই শিল্পটি কালের গর্ভে হারিয়ে যাচ্ছে।
মাটির পাত্রের ব্যবহার প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসছে । পৃথিবীর প্রায় সব দেশেই রান্নার কাজে, বিভিন্ন ধরনের খেলনা এবং সৌন্দর্য বর্ধনের সামগ্রী হিসেবে মাটির পাত্রের বহুল প্রচলন রয়েছে। স্বল্প মূল্য, সহজ প্রাপ্যতা এবং স্বাস্থ্য সম্মত হবার কারণে স্থান, কাল ও পাত্র ভেদে যুগে যুগে মানুষের কাছে মাটির পাত্রের জনপ্রিয়তা সর্বাধিক। বর্তমানে যান্ত্রিকতার যুগে এই শিল্পটি কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। ছবিটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারোঘরিয়া বাজার থেকে তোলা হয়েছে।
@Ashraf_Siddik ছবি এবং বর্ণনা দুটোই অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।
@MukulR আপনাকেও অনেক ধন্যবাদ
Hi @Ashraf_Siddik ,
Thank you for posting about traditional pottery.
Please note that I have merged your duplicate post, to keep in this way Connect organized
@ErmesT you are most welcome & thanks also you