মাটির পাত্র

মাটির পাত্রের ব্যবহার প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসছে । পৃথিবীর প্রায় সব দেশেই রান্নার কাজে, বিভিন্ন ধরনের খেলনা এবং সৌন্দর্য বর্ধনের সামগ্রী হিসেবে মাটির পাত্রের বহুল প্রচলন রয়েছে। স্বল্প মূল্য, সহজ প্রাপ্যতা এবং স্বাস্থ্য সম্মত হবার কারণে স্থান, কাল ও পাত্র ভেদে যুগে যুগে মানুষের কাছে মাটির পাত্রের জনপ্রিয়তা সর্বাধিক। বর্তমানে যান্ত্রিকতার যুগে এই শিল্পটি কালের গর্ভে হারিয়ে যাচ্ছে।

32 Likes

মাটির পাত্রের ব্যবহার প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসছে । পৃথিবীর প্রায় সব দেশেই রান্নার কাজে, বিভিন্ন ধরনের খেলনা এবং সৌন্দর্য বর্ধনের সামগ্রী হিসেবে মাটির পাত্রের বহুল প্রচলন রয়েছে। স্বল্প মূল্য, সহজ প্রাপ্যতা এবং স্বাস্থ্য সম্মত হবার কারণে স্থান, কাল ও পাত্র ভেদে যুগে যুগে মানুষের কাছে মাটির পাত্রের জনপ্রিয়তা সর্বাধিক। বর্তমানে যান্ত্রিকতার যুগে এই শিল্পটি কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। ছবিটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারোঘরিয়া বাজার থেকে তোলা হয়েছে।

13 Likes

@Ashraf_Siddik ছবি এবং বর্ণনা দুটোই অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

7 Likes

@MukulR আপনাকেও অনেক ধন্যবাদ

6 Likes

Hi @Ashraf_Siddik ,

Thank you for posting about traditional pottery.

Please note that I have merged your duplicate post, to keep in this way Connect organized

3 Likes

@ErmesT you are most welcome & thanks also you

6 Likes