বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি পল্লি ও নদি ভ্রমন৷

০৯.১২.২০১৯ইং সকাল ৯.০০ টা নাগাদ ২৫ জনের সদস্য নিয়ে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ভ্রমনের উদ্দেশ্যেে রওনা হই। এম.বি ময়ূর লঞ্চে আমাদের কাঙ্খিত যাত্রা শুরু করি। নদী পথের এই যাত্রা কে আরও প্রানবন্ত করতে আমরা দুটো ঐতিহ্যবাহী স্থান জমিদারবাড়িও জামদানীপল্লী পরিদর্শনের সুযোগ পেয়ে, সেখানে আমরা পুরনো জমিদারবাড়ির নিদর্শন দেখতে পেয়েছি।

এখন আমরা জামদানীপল্লী তে যাওয়ার জন্য রওনা দিলাম,সেখানে পৌঁছাতে আমাদের একঘন্টা লেগেছি। অবশেষে আমাদের কাঙ্খিত স্থানে যাওয়ার সুযোগ হলো। সেখানে আমরা জামদানী কারখানা ঘুরে দেখলাম, জামদানী শাড়ি যে এতটা সুন্দর হতে পারে তা এখানে না আসলে কখোনই বুঝতে পারতাম না।

এরপর আমরা আবার লঞ্চে ফিরে আসি। শুরু হলো আমাদের দুপুরের খাবারের আয়োজন মেনুতে ছিল লালশাক ভাজি বেগুনভতা, সবজি, মুরগীভুনা,ডাল,সাথে চা কফি তো ছিলোই,পরন্ত বিকেলে আমাদের চলছিল নানা বিনোদনমূলক নাটিকা,গানের কলি খেলা সাথে ছিল আলুর চিপস, সবজি পাকোড়া।

আসা যাওয়ার পথে আমরা নদির দু পাড়ের মনোরম দৃশ্য উপভোগ করেছিলাম৷ এছাড়া নদির উপর ভাসমান কারগো শিপ দেখেছি৷

এভাবেই আমাদের লঞ্চ ভ্রমণ শেষ হয়ে যায়। সবাই আমাদের মত লঞ্চভ্রমণ করতে পারেন। আমার লেখায় ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি৷ এটা আমার প্রথম কোন লেখা কানেক্টে৷

20 Likes

অনেক সুন্দরভাবে আপনার লেখা হয়েছে। দারুনভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ @sujanaislam

3 Likes

@sujanaislam অসাধারণ ডিটেইল সহ পোস্ট। অনেক ধন্যবাদ কানেক্ট এ আমাদের ঐতিহ্য তুলে ধরার জন্য।

9 Likes

@sujanaislam বর্ণনা এবং ছবি, সবকিছু অনেক অনেক সুন্দর হয়েছে। চালিয়ে যান।

5 Likes

Excellent writing, keep it up! @sujanaislam

12 Likes

নৌ ভ্রমণের অভিজ্ঞতা চমৎকার করে বর্ণনা করেছেন। লিখা অনেক ভালো হয়েছে, ছবিগুলো অনেক সুন্দর। আমারও ইচ্ছা আছে জামদানি পল্লী ও সোনার গাঁ জাদুঘর দেখতে যাওয়ার। সময়, সুযোগ করে অবশ্যই যাবো।

@sujanaislam আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

15 Likes

@sujanaislam যাতায়াতের ব্যবস্থা ও খরচ সম্পর্কে একটু ধারণা দিলে, অনেকেই উপকৃত হতো।

14 Likes

বেশ কিছুদিন ধরে জামদানি পল্লি যাবার প্লান করছিলাম। আপনার পোস্ট হেল্পফুল হবে, @sujanaislam । ধন্যবাদ আপনাকে।

4 Likes