০৯.১২.২০১৯ইং সকাল ৯.০০ টা নাগাদ ২৫ জনের সদস্য নিয়ে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ভ্রমনের উদ্দেশ্যেে রওনা হই। এম.বি ময়ূর লঞ্চে আমাদের কাঙ্খিত যাত্রা শুরু করি। নদী পথের এই যাত্রা কে আরও প্রানবন্ত করতে আমরা দুটো ঐতিহ্যবাহী স্থান জমিদারবাড়িও জামদানীপল্লী পরিদর্শনের সুযোগ পেয়ে, সেখানে আমরা পুরনো জমিদারবাড়ির নিদর্শন দেখতে পেয়েছি।
এখন আমরা জামদানীপল্লী তে যাওয়ার জন্য রওনা দিলাম,সেখানে পৌঁছাতে আমাদের একঘন্টা লেগেছি। অবশেষে আমাদের কাঙ্খিত স্থানে যাওয়ার সুযোগ হলো। সেখানে আমরা জামদানী কারখানা ঘুরে দেখলাম, জামদানী শাড়ি যে এতটা সুন্দর হতে পারে তা এখানে না আসলে কখোনই বুঝতে পারতাম না।
এরপর আমরা আবার লঞ্চে ফিরে আসি। শুরু হলো আমাদের দুপুরের খাবারের আয়োজন মেনুতে ছিল লালশাক ভাজি বেগুনভতা, সবজি, মুরগীভুনা,ডাল,সাথে চা কফি তো ছিলোই,পরন্ত বিকেলে আমাদের চলছিল নানা বিনোদনমূলক নাটিকা,গানের কলি খেলা সাথে ছিল আলুর চিপস, সবজি পাকোড়া।
আসা যাওয়ার পথে আমরা নদির দু পাড়ের মনোরম দৃশ্য উপভোগ করেছিলাম৷ এছাড়া নদির উপর ভাসমান কারগো শিপ দেখেছি৷
এভাবেই আমাদের লঞ্চ ভ্রমণ শেষ হয়ে যায়। সবাই আমাদের মত লঞ্চভ্রমণ করতে পারেন। আমার লেখায় ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি৷ এটা আমার প্রথম কোন লেখা কানেক্টে৷