হ্যালো ওয়ার্ল্ড কেমন আছেন সবাই,
আশা করি ভালো আছেন।আজ আমার একটি ছোট ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করবো।দিনটি ছিলো 8/12/20019 সকাল সকাল ঘুম থেকে উঠে আগের দিন করে রাখা বাজার সদাই নিয়ে আমরা সাতজন একটি গাড়ি নিয়ে রওয়ানা দিলাম চায়ের দেশ সিলেটের উদ্দেশ্যে।গাড়িতে চরেই আমরা ঠিক করলাম কোথায় গেলে আমরা আবার রাত দশটার মধ্যে নরসিংদীতে ফিরে আসতে পারবো,অবশেষে আমরা সাতছড়ির দিকে রওয়ানা হলাম।দুই ঘন্টার মধ্যে আমরা তেলিয়াপাড়ায় পৌঁছে গেলাম।সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি ও অন্যান্ন আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে নিলাম।কিছু সময় পরে আমরা তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধা সৃতিস্তম্ভে/বুলেট চত্বরে পৌছালাম। এটি মূলত এ অঞ্চলের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারিদের সৃতিচারণে নির্মিত বুলেট স্তম্ভ।
ক্যাপশনঃ সিমেন্ট দিয়ে নির্মিত বুলেট স্তম্ভ ( Photo taken by local guide-- @RaselSa)
ক্যাপশনঃ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারিদের নামের তালিকা @@ *@@*সৃতি স্তম্ভের সামনে রয়েছে ওয়াই,এল আকৃতির একটি বিশাল লেক।
ক্যাপশনঃ লেক এর মাঝে ফোটে থাকা লাল শাপলা ( Photo taken by local guide-- @RaselSa)বুলেট স্তম্ভটির পিছনদিকে রয়েছে বৃটিশদের নির্মিত একটি বাংলো,এবং সামনের দিকে রয়েছে শান বাধানো দৃস্টিনন্দন লেক।আর দু’দিকে রয়েছে চা বাগান।
ক্যাপশনঃ বুলেট চত্বরের পাশের চায়ের বাগান ( Photo taken by local guide-- @RaselSa)বুলেট স্তম্ভে দুই ঘন্টা অতিবাহিত করার পরে আমরা সাতছড়ির দিকে রওনা হলাম। আধা ঘণ্টা পর সেখানে পৌঁছে গেলাম।রান্নার যায়গা নাই বিধায় আমরা চন্ডি নামক এলাকায় গেলাম।সেখানে একদিকে রয়েছে চা বাগান, মাঝখানে রয়েছে একটি নদী এবং অপর দিকে রয়েছে রাবার বাগান। রৌদ্রময় দিন থাকার কারনে আমরা শুকনো নদী পার হয়ে রাবার বাগানে চলে গেলাম।নদীতে পানি না থাকার কারনে সহজে ঐ পাড়ে পোছে গেলাম।রাবার বাগানে আমরা নিজেরা রান্নার আয়োজন করলাম।আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি ছিলো কিন্তু রান্না করার জন্য এক কিলোমিটার দুর থেকে কষ্ট করে পানি আনতে হয়েছিল।
বিকেলে কয়েকজন চা বাগান ঘুরে দেখতে বেরিয়ে পরলাম।
ক্যাপশনঃ নওয়াব খান টি এস্টেট এর বাগানের একটি গাছের ফটো ( Photo taken by local guide-- @RaselSa)
চা বাগান ঘুরে দেখার সময় একটা জিনিস আমার চোখে পড়ে যেটা আমি জীবনেও দেখিনি, সেটা হলো চায়ের ফুল।
ক্যাপশনঃ দেখতে অনেকটা পেয়ারা ফুলের মতো চা ফুল ( Photo taken by local guide-- @RaselSa ) ক্যাপশনঃ রাতের আধারে ঝলমলে চা ফুল ( Photo taken by local guide-- @RaselSa )অবশেষে পিকনিক শেষ করে আমরা সন্ধার পরে নরসিংদির উদ্দেশ্যে রওয়ানা দিলাম।বন্ধুরা এই ছিলো আমাদের সাতজনের সাতছরি পিকনিক ভ্রমণ নিয়ে লেখা একটি গল্প,অন্য আরেক দিন আসবো অন্য একটি বিষয় নিয়ে।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন সুখী হোক সকলের পথচলা। আপনিও আপনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করুন।







