"যৌবন হারা এক ভুবনেশ্বর নদ/নদীর গল্প"

ছবিটি ভুবনেশ্বর নদীর করুন চিত্র,৯০ দশকের জোয়ান টকবগে তরুন নদের আজ এই করুণ অবস্থা। এলাকার মুরুব্বিদের মুখে গল্প শুনতাম এ নদী দিয়েও বড় বড় ট্রলার,ছোট ছোট জাহাজ চলাচল করতো,অগভীর নদী ছিলো এটি।এই নদীকে পদ্মানদীর বাইপাস নৌপথ হিসেবে ব্যবহার করতো মাঝিরা,পদ্মার উত্তাল ঢেউ আর দিশেহারা শ্রোতের বিপদ এরাতে স্বল্প পরিসরে দারুন সহায়ক ছিলো এই ভুবনেশ্বর। দৈর্ঘ্য ও প্রস্থে ছোট নদী হলেও এটি ছিলো অপরুপ সৌন্দর্যের রাজা। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা বুক দিয়ে বয়ে গেছে এ নদ। উপজেলায় একটি কলসি আকৃতি দিয়ে বয়ে গেছে আকাঁবাকাঁ হয়ে পাশের আরেকটি উপজেলায়। সবচেয়ে মজার বিষয় হলো ভুবনেশ্বর নদীর যেখানে উৎপত্তি সেখানেই তার পতন। চরভদ্রাসন উপজেলার জাকেরশ্বর নামক স্থানে পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে চরভদ্রাসন উপজেলা হয়ে সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের কাছে আবার পদ্মা নদীতেই পতিত হয়েছে। সম্ভবত সে কারণেই এটাকে নদ বলা হয়। এই তো সেদিনেরেই কথা ২০০৪-২০০৮ তখনও দেখেছি নদীর ব্যাপক গভীরতা ,নদীর বুকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ , কত সাতার কেটেছি এ নদে। দল বেধেঁ গোসলে আসতাম, ঘন্টার পর ঘন্টা হৈ হুল্লোড় লাফালাফি, মাছ ধরা, আরো কত কি! সেগুলো এখন কেবলই অতীত ।

এখনকার নদীর অবস্থা উপরের স্থিরচিত্রের মতোই, বছরের পর বছর পলি মাটি পরার ফলে নদী এখন আর নদী নেই ,চাষাবাদের ভূমিতে পরিণত, নদীর নাব্যতা সংকট । নদীর নাব্যতা ফিরিয়ে আনতে আজও কোন খননের কাজ দেখিনি। এখন বর্ষাকালেই তেমন পানি দেখা যায় না এ নদীতে। আর বাকি মৌসুম গুলোতে হয় চাষাবাদ । নদীর পানি প্রবাহের জন্য নদী এখন খালে পরিনত হয়ে গেছে । নদীর যৌবন নিস্তেজ হয়েছে সেই ২০১০ সালের পর থেকেই । এখন নদী মোটামুটি মানুষের দখলে চলে গেছে, নদীতে বাড়িঘর,নদীতে চাষাবাদ। সবচেয়ে আরেকটি মজার বিষয় হলো এলাকার বেশির ভাগ মানুষই এই নদীর নাম জানে না। সবাই এটাকে গাং নামেই চিনে।

এ যেন এক যৌবন হারা বৃদ্ধ নদ,

সবার প্রিয় ভুবনেশ্বর নদ❤

11 Likes

ধন্যবাদ @Sourovalmamun আমাদের সাথে share করার জন্য। অনেক সুন্দর ছবি।