ইলিশ খেতে মাওয়া ঘাট সাথে ফটোওয়াক আর ম্যাপ এডিটিং

বাংলাদেশ লোকাল গাইডস এর ১১৬ তম মিটআপ মাওয়াঘাটে অনুষ্ঠিত হয়েছে। এই মিটআপে প্রায় ১৩ জন লোকাল গাইড অংশগ্রহণ করে।

এই মিটআপের মূল আকর্ষন ছিলো মাওয়া ঘাটে পদ্মার ইলিশ দিয়ে লাঞ্চ করা এবং পদ্মা রিসোর্টে ঘুরা ।।

এই মিটআপে আমি শরীয়তপুর জেলা থেকে অংশগ্রহণ করি। আমার বাসা থেকে প্রায় ৩৭ কিঃ মিঃ দূরে ছিলো মিটআপ ভ্যানু। যেটি আমি ২৫ কিঃ মিঃ বাইকে এবং ১২ কিঃ মিঃ লঞ্চে ভ্রমন করে মিটআপে আসি ।।

মিটআপে আমি সকাল ১১টা ৩০মিনিটে আসি, আসার পরে সবার সাথে কুশল বিনিময় হয়। এরপরে সিমু আপু আমাদের চকলেট দেয়, সেই সাথে আমরা একটি ফটোওয়াক করে ফেলি, নতুন প্লেস এড ও মিসিং ইনফর্মেশন এড করি ।।

সবাই আসার পরে আমার ইলিশ মাছ দিয়ে লাঞ্চ করার জন্য দোকানে যাই, সেখানে ৩টি বড় পদ্মার ইলিশ মাছ নেয়া হয়।।

ইলিশ মাছ রান্না হতে হতে আমার ম্যাপ নিয়ে সকল সমস্যা আলোচনা করি, কিভাবে ম্যাপে কন্ট্রিবিউট করতে হবে, রিভিও লেখার সময় কোন বিষয় মাথায় রাখতে হবে, একটি নতুন প্লেস কিভাবে এড করলে তারাতারি পাবলিশ হবে এবং আগামি দিনের কার্যবলি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

এর মধ্যে আমাদের খাবার চলে আসে। আমরা পদ্মার তাজা ইলিশ মাছে, বেগুন ভাজা, মাছের ভর্তা দিয়ে দিয়ে আমরা লাঞ্চ করি।

পদ্মার তাজা ইলিশ মাছটা খেতে অনেক সুস্বাদু লেগেছে কারন এই পদ্মার ইলিশ পুরো দেশ জুরে বিখ্যাত। (পদ্মার ইলিশ নিয়ে পরবর্তিতে একটি পোষ্ট দিবো)

দুপুরে ইলিশ মাছ দিয়ে লাঞ্চ করে কিছু সময় বিশ্রাম নিয়ে আমরা পদ্ম রিসোর্টে ঘুরতে যাই।
পদ্মা রিসোর্টে আমরা লেগুনা দিয়ে যাই এরপর ট্রলার দিয়ে নদী পার হয়ে পদ্মা রিসোর্টে যাই।

সেখানে আমরা একটি ফটোওয়াক করি, এবং নিজেদের অনেক ছবি তুলি, অনেক ফান করি।

সত্যি সেখানে অনেক সময় টা ভালো কেটেছিল। এরপর ঘুরতে করতে পাঁচটা বেজে যায়। তখন আমরা বাসায় ব্যাক করার জন্য রওনা দেই। মাওয়া ঘাট থেকে সবাইকে বিদায় দিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিই।

বাসায় আসার সময় পদ্মা নদী থেকে সূর্যাস্ত খুবই সুন্দর দেখা যাচ্ছিল। পদ্মা সেতুর পিলার গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আমার জীবনের স্বরনীয় একটি দিন হয়ে থাকবে এই মিটআপটি।

ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইডস টিমকে এমন সুন্দর একটি মিটআপ আয়োজন করার জন্য।

@MahabubMunna,

42 Likes

@SunMoon চমৎকার ধারাবাহিক বর্ননা! ওইদিন কি হয়েছিল তা এই প্রথম পোস্ট পড়ে জানলাম। মিস করেছি ভাই। আসলে এত্ত গরম দেখে যাইনি। আমার আবার রোদ আর গরম ভয় লাগে :smiley:

2 Likes

সারাদিন অনেক মজা করেছি ধন্যবাদ এতো সুন্দর করে লেখার জন্য😍

7 Likes

@SaifIS আপনাকে অনেক মিস করছি ভাই। তবে যাই বলেন এত আনন্দের মাঝে গরম কেনো ব্যাপার ছিল না। মিস করে ফেলসেন।

2 Likes

@Ayeshashimu ধন্যবাদ আপু, আপনার দেয়া চকলেট গুলো অনেক মজার ছিল।

3 Likes

অনেক সুন্দর ভাবে পুরো মিট আপের বিস্তারিত তুলে ধরার জন্যে ধন্যবাদ @SunMoon

5 Likes

সুন্দর হইছে আগের থেকে লেখালেখির হাত আর ভাল হইছে । সামনে আরো আরো ভাল হবে আশা করি @SunMoon

4 Likes

@SunMoon এতো সুন্দর একটি মিটআপ করার জন্য আপনাদের ধন্যবাদ।

6 Likes

@SunMoon Thank you for sharing this recap with us. I feel like I was there with you guys. Detailed description and nice photos. Thanks again for sharing your experience with us.

2 Likes

Good Job brother _Our Bangladesh Local Guide_in spite of my absence enjoy the meet-up by the post of you. Thanks a lot . Take care and Carry on.

3 Likes

Excellent detail post Brother @SunMoon

I missed this program for a family program.

Hope to see you all in next meetup.

Thanks for your great post.

Thanks again.

#LetsGuide #LocalGuides #LocalGuidesConnect

4 Likes

ইশ! কত্ত মজা করেছেন আপনারা। আমারও কত ইচ্ছে ছিল যাওয়ার। কিন্তু যাওয়া হলো না ঢাকার বাইরে থাকায়। ইলিশের ছবি দেখে জিভে জল এসে গেছে। ধন্যবাদ আমাকে ছাড়াই এত্ত এত্ত মজা করার জন্য। @SunMoon

3 Likes

@ShovanPaul & @GaziSalauddinbd ধন্যবাদ ভাই, দোয়া করবেন।

1 Like

@MahabubMunna ধন্যবাদ ভাই, আপনার সাপোর্ট পেয়ে এত দূর আসা। সব সময় দোয়া করবেন।

@Shatu ধন্যবাদ দাদা।

@Ant_Bad_Yogi thank you so much for your comment. I always try to share my experience with other local guides in Local guides connect.

1 Like

@MdAtikuzzamanLimon সমস্যা নাই, পরবর্তী মিটআপে ইনশাআল্লাহ দেখা হবে।

2 Likes

@LyricMitra হুম আপু । আপনি থাকলে আরো ভালো হতো। সবাই মিলে অনেক মজা করেছি। তবে পরবর্তী মিটআপে থাকার চেষ্টা করবেন

2 Likes

দারুণ লিখেছিস :smiley: @SunMoon

গাছের ছবিটা মজার ছিল <3

6 Likes

@anazizullah ধন্যবাদ ভাই, আপনাকে অনেক মিস করছিলাম।

1 Like