দুই চাকায় লোকাল গাইড নোয়াখালী-লক্ষিপুর ভ্রমন

পরিকল্পনা ছিলো নোয়াখালী লক্ষিপুর হাজিগঞ্জ একদিনে সাইকেল ভ্রমনে বের হবো ।

প্লেন করেছি গুগল ম্যাপ এর সহায়তায় ।

২১-০৬-২০১৯ইং সকাল ৬টায় রওনা দেই নোয়াখালীর উদ্দেশ্যে ।

সকাল ৮টা ৩০মিনিটে আমরা পৌছেঁ যাই লাকসাম প্রথমে নাস্তা করে একটু রেস্ট নেই আমরা ৩জন । আমার পার্টনার হিসেবে ২জন ছিলো ।

সকাল ১০ টা ৪৫মিনিটে নোয়াখালী সড়ক বিভাগে প্রবেশ করি তারপর দুই প্রান্তের গ্রামীন পরিবেশ দেখতে দেখতে ১১টা ৩০মিনিটে পৌছেঁ যাই ২৭৮বছর প্রায় পুুুুরোনো বজরা শাহী মসজিদে।

মসজিদের মনোমুগ্ধকর সুন্দর আমার মন কেরে নেয়।

সময় সল্পতার কারণে বেশিক্ষন এখানে থাকতে পারিনি কিন্তুু ক্যামারা বন্ধি করতে ভুলিনি আমি ।

এখান থেকে বাহির হয়ে স্থানিয়ে একটি হোটেলে কিছুক্ষন রেস্ট ও খাবার খেয়ে আবারো রওনা দেই লক্ষিপুর এর উদ্দেশ্যে ।

দুপুর ২টা ৩০মিনিটে নোয়াখালী ত্যাগ করার জন্যে তৈরী হই । তখন আর আমার কোন পার্টনার নাই। একা একা মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে বিকাল ৪টা ৩০মিনিটে পৌছেঁ যাই লক্ষিপুর সদরে ।

লক্ষিপুর সদরে লেইট না করে দালাল বাজার জমিদার বাড়ীর উদ্দেশ্যে ছুটে চলি আমি আর আমার সাইকেল।

বিকাল ৫টায় পৌছেঁ যাই ধ্বংসাক্তক সেই পুরোনো দালাল বাজার জমিদার বাড়ীতে ।

জমিদার বাড়ীর অপরিস্কারই বুঝাযায় যে এখানে মানুষ কমি আসে।

কিছুক্ষন জমিদার বাড়ী প্রদক্ষিণ করি এবং কিছু ছবি তুলে নতুন কিছু আবিস্কারের চেষ্টা করে । বিকাল হয়ে যাওয়া এখানেও বেশিক্ষন থাকা সম্ভব হলো না।

এবারের গৌন্তব্য হাজিগঞ্জ আমার স্কুল বন্ধুর সাথে দেখা করবো এবং এই রোডে কুমিল্লা আসবো।

বিকাল ৫টা ১৩মিনিটে দালাল বাজার জমিদার বাড়ী ত্যাগ করি এবং হাজিগঞ্জের দিকে রওনা করি।

সন্ধা ৭টা ৩৫মিনিটে হাজিগঞ্জ অপেক্ষাকৃত বন্ধুর সাথে দেখে। এখানে ও বেশি সময় দিতে পারলাম না কারণ কুমিল্লা ব্যাক করতে হবে ।

হাজিগঞ্জ থেকে সন্ধা ৭টা ৪৫মিনিটে রওনা করি কুুমিল্লার উদ্দেশ্য। সন্ধা থেকে রাত যত ঘনিয়ে আসছে কুমিল্লার চিন্তা তত বাড়ছে।

রাত ১০টা ২৮মিনিটে কুমিল্লা রুমে প্রবেশের পর সারাদিন কি করেছি চিন্তা করেছি।

তবে দিন শেষে ভালো একটা দিন ফেলাম এতেই সন্তুষ্টি।

Check out my activity on Stravaদিন শেষে আমার এক্টিভিটি

বজরা শাহী জামে মসজিদের আমার লেখা রিভিউ

দালাল বাজার জমিদার বাড়ি আমার লেখা রিভিউ

বজরা শাহী জামে মসজিদের ৩৬০ডিগ্রি

59 Likes

অনেক ভাল হয়ছে, আগামিতে আরো এমন চমৎকার কিছু চাই :purple_heart::purple_heart::purple_heart:

3 Likes

Hi @MehediMozumdar ,

I’ve just released your post and it’s now publicly visible. Our spam filters are intentionally strong so that content on Connect is quality, but sometimes the filters indeed flag good posts. Sorry your post was impacted. You can visit the Why was my Connect post marked as spam? article to learn more.

By the way, it looks like you had a wonderful adventure! The Bajra Shahi Mosque is just breathtaking! Do you often go on bike trips with friends?

2 Likes

ধন্যবাদ @SalmanAhmedSaif ভাই আশা করি সাথে থাকবেন। ইনশাাআল্লাহ্ আরো ভালো পোষ্ট হবে

1 Like

@DeniGu ধন্যবাদ আমার পোষ্টি দৃশ্যমান কারার জন্যে।

হ্যাঁ আমি আমার বন্ধুের নিয়ে প্রায়ই সাইকেল ভ্রমেনে যাই।

আবারো ধন্যবাদ।

2 Likes

ধন্যবাদ @ShafiulB ভাই সাপোর্ট দেওয়ার জন্যে

2 Likes

Hi @MehediMozumdar

Nice report and amazing pictures from interesting place.

Your cycling performance is admirable.

Regards from Slovakia.

Karol

2 Likes

হ্যালো @KarolT ধন্যবাদ।

এই ছবি গুলো বাংলাদেশের ঐতিহ্য বজরা শাহী জামে মসজিদের।

3 Likes

@MehediMozumdar তুমি চরম কিছু শেয়ার করছো। আশাকরি বহুদূর যাবো একসাথে ।

1 Like

@ShafiulB ভাই ধন্যবাদ আপনাদের সহযোোগী য় আশা করি অনেক দূূূর এগিয়ে যেতে পারবো

2 Likes

ধন্যবাদ @ShafiulB ভাই আপনাদের সহযোগিতয় আশা করি একদিন বহুদূর যেতে পারবো

2 Likes

Nice post @MehediMozumdar and very beautiful Mosque.

1 Like

@bdmafuz ধন্যবাদ ভাইয়া
আশা করি সাথে থেকে সাপোর্ট দিবেন এগিয় যাওয়ার জন্যে।

1 Like

@MehediMozumdar , ভ্রমন সব সময়ই আনন্দদায়ক, এতে শেখার থাকে অনেক কিছু। নিজের শেখাটাকে অন্যের জন্য শেখার উপকরন করাই জ্ঞানীদের কাজ। ধন্যবাদ।

2 Likes

ধন্যবাদ দাদা সাথে থাকার জন্যে…

1 Like

ধন্যবাদ @Siddiqui-BA দাদা আশা করি সবসময় সাথে থাকবেন

1 Like

Wow! Your stamina level is so high can be guessed easily! carry on guiding! best wishes for you!

ধন্যবাদ ভাই

1 Like

@Kamalhasnainee ভাই মসজিদটি আসলে দেখার মত।

1 Like