সাক্ষাত্কারের নাম: বাংলাদেশ ভারত বন্ধুত্ব সাক্ষাৎ
অবস্থান: বিশ্ব বাংলা গেট রেস্তোরাঁ
অ্যাকশন এরিয়া আই, নিউটাউন, নিউ টাউন, পশ্চিমবঙ্গ, ভারত
মানচিত্র অবস্থান: বিশ্ব বাংলা গেট রেস্তোরাঁ
সময়: ৪ঃ০০ পিএম - ৫ঃ০০ পিএম
তারিখ: 11 জুন, ২০১৯
পঞ্চম বারের মত আয়োজন হয়ে গেল বাংলাদেশ এবং ভারত ফ্রেন্ডশিপ মিটআপ বিশ্ববাংলা রেস্টুরেন্ট, নিউ টাউন কলকাতায়। ২০১৬ সালে থেকে শুরু হওয়া এই মিট আপ ২০১৯ সালে ৫ম বারের মত আয়োজন করা হয়েছিল। উক্ত মিটআপে বাংলাদেশ থেকে আমরা দুইজন এবং ইন্ডিয়া থেকে ছয়জন লোকাল গাইড অংশগ্রহণ করেছিলাম। প্রথমেই আমরা দুই বাংলার লোকাল গাইডদের সবার সঙ্গে পরিচয় পর্ব শেষ করে নিই।
এরপর আমরা ম্যাপিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি,ফটো ওয়াক করেছি এবং বিভিন্ন ফিচারের কথা তুলে ধরি যা আমদের জানা অজানা ছিল, মডারেটরগণ আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দিয়েছেন এবং আমরা কিভাবে লোকাল গাইড এ কন্ট্রিবিউট করবো তার উপরে সুন্দর ভাবে আলোচনা করেছেন। অনেকে কানেক্ট লাইভে পোস্ট করতে বুঝিনা বা পোস্ট করতে জানি না সে বিষয়েও মডারেটররা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।
কিভাবে আমরা কানেক্ট লাইভে পোস্ট করব কি টাইপের পোস্ট কানেক্ট লাইভে আমরা করতে পারবো উক্ত বিষয়ে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। এছাড়াও মিটআপে আমরা কানেক্ট লাইভ নিয়ে আলোচনা করি। এবং সবশেষে আমরা দুই বাংলার মধ্যে মুদ্রা পরিবর্তন করি এবং ইন্ডিয়া লোকাল গাইড দের বাংলাদেশে আসার নিমন্ত্রণ জানাই।