রমজান মাস, মহান আল্লাহ্ তাআলা মুসলমানদের জন্য একমাস রোজা ফরজ করেছেন। সারাদিন রোজা রেখে সন্ধায় ইফতার করা অশেষ সওয়াবের। কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোও সওয়াবের কাজ। সারা বিশ্বের সুসলমানগন তাই রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়ে থাকে সামর্থ অনুসারে। গতকাল আমার গ্রামে এক ধনাঢ্য ব্যক্তি জাঁকজমক পূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেন। সেখান থেকে ক্লিক করা এই ছবি।
26 Likes
ধন্যবাদ @Siddiqui-BA আল্লাহ সুবহানাহুওয়াতাআ’লা আমাদের সকলের রোজাকে কবুুল করুন।