আমার দেখা দেওবন্দ, ভারত।

Facebook.com/humaidy

দারুল উলূম দেওবন্দ, ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় অবস্থিত।
ঐতিহাসিক একটা জায়গা।
১৮৬৬ সনে প্রতিষ্ঠিত এই ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় অনুসরণীয় ইসলামীক ইউনিভার্সিটি।
এটি প্রতিষ্ঠা করেন মুসলিম মনিষী মাওলানা কাসিম নানুতভী রহ.।
এই মাদ্রাসা থেকে যারা পড়ালেখা শেষ করেন, তারা
তাঁর নামের দিকেই ইঙ্গিত করে কাসিমী উপাধি লাগিয়ে থাকেন।

এই মাদ্রাসায় কোরআন-হাদীসের সব বিষয়বস্তু পড়ানো হয়,আরবী ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, ফার্সী ভাষা এবং ইংরেজি ভাষাও শিখানো হয়।

এই মাদ্রাসায় বর্তমানে প্রায় দশ হাজার ছাত্ররা বিভিন্ন বিভাগে পড়ালেখা করছেন, শিক্ষক আছেন প্রায় ২৫০ জন।

এখান থেকে পড়াশোনা করে লক্ষ লক্ষ আলেম উলামা বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম প্রচার করছেন।

এই মাদ্রাসায় দেখার মতো অনেক অসাধারণ বিল্ডিং আছে।

তন্মধ্যে নান্দনিক ডিজাইনের ‘মসজিদে রশীদ’ দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এই মসজিদ নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় চল্লিশ কোটি রুপী।

এটা দেখতে প্রতিদিন ই হাজার হাজার পর্যটক ভীড় করেন।

এছাড়া ঐতিহাসিক পুরাতন দাওরায়ে হাদীসের লাল বিল্ডিং টা তার ঐতিহ্য ধরে দাড়িয়ে আছে!

নতুন আরেকটা বিল্ডিং জাদীদ দাওরায়ে হাদীস ও শাইখুল হিন্দ লাইব্রেরী। এটা এখনো নির্মাণাধীন। নব্বই কোটি রুপী ব্যয়ে নির্মিত হচ্ছে এই বিল্ডিং। ইতিমধ্যেই নিচতলায় দাওরায়ে হাদীসের পড়ালেখা চালু করা হয়েছে এবং বাহিরের ডিজাইন পুরোপুরি ভাসছে।
এটাও পর্যটকদের জন্য দেখার মত একটা বিল্ডিং।

এছাড়াও মাদ্রাসার অন্যান্য বিল্ডিং, বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে সাজানো মনোরম বাগান, বিশাল বিশাল ময়দান সবগুলোই দেখার মত।

2 Likes