বর্ষবরণে কুমিল্লা ১৪২৬
Cumilla University
Comilla University Road, Comilla 3506, Bangladesh
April 15, 2019 @ 09:00 (+06)
“এসো মাতি বর্ষবরণে” টাইটেলে চতুর্থ বারের মতো বাংলাদেশ লোকাল গাইড আয়োজন করতে যাচ্ছে বর্ষবরণ উৎসব মিট আপ। একই সাথে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহীতে অনুষ্ঠিত হবে এই মিটাপটি। এই মিট-আপটি হোস্ট করতে যাচ্ছি আমি মেহেদী হাসান তানভীর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, বাংলাদেশ। ফটো ওয়াক ঘরানার এই মিটআপে আমরা চেষ্টা করব বাংলার ঐতিহ্যকে তুলে ধরার আমাদের মুঠোফোন ক্যামেরাগুলোতে এবং মিটাপ শেষে শেয়ার করব কানেক্ট ফোরামে। যাতে বহির্বিশ্বের মানুষ দেখতে বুঝতে এবং শিখতে পারে আমাদের বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে। I’m Mehedi Hasan Tanvir, going to host a meet-up in Cumilla by Bangladesh local guides. The lucky number of this meet-up is 105. We’ll cover the celebration of Bangla New Year 1426.