হ্যালো লোকাল গাইডস, কেমন আছেন আপনারা?
আপনারা অনেকেই কেই গ্রুপে ও কানেক্টে অভিযোগ করেন যে তাদের এডিট এপ্রুভ হচ্ছে না বা পেন্ডিং এ আছে। এটা আসলেই একটা চিন্তার বিষয় যে এত কষ্ট করে একটা এডিট করলাম আর সেটা প্রকাশিত হল না। এ অবস্থা থেকে কিভাবে বাচা যায়? আমি দুটি টিপস দিচ্ছি এই দুটো মাথায় রাখলেই আপনার এডিট প্রকাশের হার বেড়ে যাবে বলে আশা করা যায়।
-
১. যখন কোন জায়গা ম্যাপে যুক্ত করবেন তখন সেখানে উপস্থিত থাকুন ও আপনার ফোনের জিপিএস অন রাখুন।
-
২. প্লেস যুক্ত করার সময় বা এডিটের সময় কমপক্ষে একটি ছবি তুলে দিন।
-
৩. অন্যান্য তথ্য দিন। যেমন ফোন, ওয়েবসাইট, Hours, ইত্যাদি।
এই দুই টিপস মেনে চললেই বেশিরভাগ এডিটই সাথে সাথে প্রকাশিত হবে। কারন সাথে ছবি দিলে ও ওই প্লেসে উপস্থিত থাকলে জিপিএস ডাটা ম্যাপে যায় ও ওরা বুঝতে পারে যে আমরা ওই জায়গায় আছি (হাইপোথিসিস)। তাই আমারদের এডিট গুরত্ব দেয়।
আর অনেক এডিট প্রকাশিত হলে যখন মাস্টার ব্যাজ পাবেন তখন হয়ত প্রকাশিত হওয়ার হার আরো বেড়ে যাবে।
আমি নিজে এখন সবসময় এইগুলো ফলো করি ও ৯০% এর মত এডিট সাথে সাথে প্রকাশিত হয়। তবে কিছু এডিট থাকবেই যেগুলা প্রকাশিত হবে না। এইগুলা আপনার এলাকার অন্য লোকাল গাইড ফ্যাক্ট চেকে ইয়েস না দিলে আর প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই। তাই আপনিও মাঝে মাঝে ফ্যাক্ট চেক করে হেল্প করুন।
আর এ সম্পর্কিত @DeniGu এর ইংরেজিতে একটা লেখা আছে সেটা পড়ুন এখানে Why is my edit status “Pending” or “Not Applied” তবে এখানে শুধু কারণ দেয়া আছে, কিভাবে এটা থেকে উত্তরণ করা যায় তা নেই।
এই টিপস দিয়ে চেষ্টা করে দেখুন কেমন কাজ করে। আর কি হয় সেটা কমেন্টে জানাবেন আশা করি।
ভাল থাকবেন সবাই
সাইফুল (ইংরেজিতে সহজ করে সাইফ রাখছি :D)