শততম মিট আপ ছিল বাংলাদেশ লোকাল গাইডস এর নতুন মাইলস্টোন অর্জন।
বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের আগ্রাবাদে সিলভার স্পুন রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের নানান জেলা থেকে ১৩০-১৪০ জনের মতো লোকাল গাইড অংশগ্রহণ করেন। ১০০তম মিট আপে কানেক্ট লাইভের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে কিভাবে ম্যাপ এ ফটো আপলোড করতে হয়, কিভাবে রিভিউ লিখতে হয় বা রিভিউ লেখার নিয়ম, ৩৬০ ডিগ্রী ছবি তোলার নিয়মসহ আরও অনেক কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সব মিলিয়ে এটি ছিল একটি চমৎকার আয়োজন।
অনুষ্ঠানের খাবারের কথা না বললেই নয়, এক দিনের অনুষ্ঠানে ৫ বার খাবার দেওয়া হয়েছে। যেখানে চাইনিজ খাবার সহ মেজবানি খাবার ছিল।
ধন্যবাদ চট্টগ্রামবাসিকে যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর আয়োজন সম্ভব হয়েছে। ধন্যবাদ মাহাবুব হাসান (বাংলাদেশ লোকাল গাইডস মডারেটর) ভাইকে যার উদ্যোগে এমন আয়োজন। ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইডস এর সকল সদস্যদের যাদের অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজন পূর্ণতা অর্জন করেছে। সেই সাথে ধন্যবাদ জানাই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলকে।