সফল ভাবে শততম মিট-আপ উদযাপন

শততম মিট আপ ছিল বাংলাদেশ লোকাল গাইডস এর নতুন মাইলস্টোন অর্জন।

বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের আগ্রাবাদে সিলভার স্পুন রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের নানান জেলা থেকে ১৩০-১৪০ জনের মতো লোকাল গাইড অংশগ্রহণ করেন। ১০০তম মিট আপে কানেক্ট লাইভের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে কিভাবে ম্যাপ এ ফটো আপলোড করতে হয়, কিভাবে রিভিউ লিখতে হয় বা রিভিউ লেখার নিয়ম, ৩৬০ ডিগ্রী ছবি তোলার নিয়মসহ আরও অনেক কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সব মিলিয়ে এটি ছিল একটি চমৎকার আয়োজন।

অনুষ্ঠানের খাবারের কথা না বললেই নয়, এক দিনের অনুষ্ঠানে ৫ বার খাবার দেওয়া হয়েছে। যেখানে চাইনিজ খাবার সহ মেজবানি খাবার ছিল।

ধন্যবাদ চট্টগ্রামবাসিকে যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর আয়োজন সম্ভব হয়েছে। ধন্যবাদ মাহাবুব হাসান (বাংলাদেশ লোকাল গাইডস মডারেটর) ভাইকে যার উদ্যোগে এমন আয়োজন। ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইডস এর সকল সদস্যদের যাদের অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজন পূর্ণতা অর্জন করেছে। সেই সাথে ধন্যবাদ জানাই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলকে।

34 Likes

@Bishnu_Modhu আহ! দেরিতে হলে পোস্ট দিয়েছেন দেখে ভাল লাগল। ১০০ এর পোস্ট যত পড়ি ভাল লাগে ভাই। :slight_smile:

4 Likes

@Bishnu_Modhu ধন্যবাদ লিখার জন্য । অনেক দেরি করে ফেলছ রিকাপ দিতে । সামনে আরো তারাতারি দিও

4 Likes

@Bishnu_Modhu খুব সুন্দর লিখা ১০০তম মিটআপ নিয়ে আশাকরি সকলেরই ভাল লাগবে।

6 Likes

ধন্যবাদ ভাইয়া @SaifIS

5 Likes

দেরি করে পোষ্ট করার জন্য দুঃখিত ভাইয়া @MahabubMunna বাস্ততার জন্য এমনটা হইছে।

6 Likes

ধন্যবাদ ভাইয়া @MdEmranulHoque

5 Likes

@Bishnu_Modhu thanks for your post. Be prepared for your exam.Best wishes for your exam.

5 Likes

Very very nice meet up i missed so much . next time i will be joint next meet up

5 Likes

Thanks a lot brother @abedin2020 Please pray for me.

7 Likes

Thanks @user_not_found

3 Likes

সামনে পরীক্ষা থাকার পরেও এভাবে মিট আপে সময় দিয়ে নিজের অসাধারণ কাজ দিয়ে সবার মন জয় করেছো । পরীক্ষার জন্যে শুভ কামনা @Bishnu_Modhu

6 Likes

ধন্যবাদ ভাইয়া @RafsanRana আপনাদের ভালোবাসার জন্যই এভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। পরীক্ষার জন্য দোয়া করবেন ভাইয়া।

3 Likes

@Bishnu_Modhu আশাকরি আপনাদের সবার সহযোগীতায় ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর মিটাপ আমরা অয়োজন করতে পারবো, ভাল থাকবেন। আপনার পরিক্ষার জন্য শুভকামনা রইল।

2 Likes