প্রত্যাশা আর প্রাপ্তির অপূর্ব মেলবন্ধন বাংলাদেশ লোকাল গাইড এর শততম মিটআপ।

সমগ্র বাংলাদেশের লোকাল গাইড গণের দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটিয়ে গত ৮ ই মার্চ ২০১৯ এ অনুষ্ঠিত হল বাংলাদেশ লোকাল গাইড এর শততম মিটআপ। আর এই মিটআপ সফল করার জন্য কিছু নিবেদিত প্রাণ লোকাল গাইড অনেকদিন ধরে কাজ করে গেছেন নিরন্তর। আমি সত্যিই গর্বিত সেই লোকাল গাইড দের একজন হতে পারে। তার চেয়ে বেশি গর্বিত বাংলাদেশ লোকাল গাইড এই শততম মিটআপ টি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই চট্টগ্রাম মহানগরীতে করাতে পেরে।

এই মিটআপ সুযোগ করে দিয়েছে সমগ্র বাংলাদেশের ১০০ জন এরও অধিক লোকাল গাইড এর সাথে মিলিত হবার আর অভিজ্ঞতা বিনিময়ের। প্রত্যেক লোকাল গাইড গণ ভাগাভাগি করেছেন তাদের অভিজ্ঞতা, দিক নির্দেশনা দিয়েছেন নানা বিষয়ে, জানিয়েছেন তাদের অর্জনের কথা, উৎসাহিত করেছেন নতুন নতুন লোকাল গাইড দের কে কিভাবে আরো সুন্দর ও পরিকল্পিতভাবে লোকাল গাইডিং প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যায়, হয়েছে নানা আলোচনা এবং দিয়েছেন পরামর্শ।

উদাহরণ হিসেবে কিছু চুম্বক চিত্র এখানে উপস্থাপন করা হলো-

সকল সুপারম্যান গান যারা নিরন্তন কাজ করেছেন এই মেয়েটাকে সফল করার জন্য

আগের রাতে ভেন্যু প্রস্তুতির কাজ চলছে মজা করে

#BDLG #100thmeetup #Local Guides

My Earlier Connet Ports

96th Meetup of BD Local Guides

Very Joyful Evening of Local Guides of Chittagong & Cox’s Bazar.

Cox’s Bazar Local Guides Meet Recap

19 Likes

ধন্যবাদ ভাই আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য । আমরা খুব ই অভিভুত আপনাদের আতেথিয়তায় , রাত জেগে কাজ করছেন আসলে এমন কজনে করে । চট্টগ্রাম এর আয়োজক দের কাছে বাংলাদেশ লোকাল গাইড চির কৃতজ্ঞ হয়ে থাকবে @ShahriarRaihan

4 Likes

অসীম কৃতজ্ঞতা আপনাদের প্রতি আপনারা যারা ঢাকা থেকে কষ্ট করে এসে আমাদের লোকাল গাইডিং কর্মকাণ্ড কে আরও সমৃদ্ধ করেছেন

5 Likes

@ShahriarRaihan আপনাকে ও আপানাদের চট্টগ্রামের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পোস্টটি লিখে আবারো ইভেন্টের কথা মনে করিয়ে দিলেন।

1 Like

অসাধারণ পোস্ট। আপনাদের চট্রগ্রাম বাসীর কথা সারাজীবন মনে থাকবে :heart: @ShahriarRaihan

5 Likes

@ShahriarRaihan It was a great chance to meet you Chattogram local guides and taking your hospitalization feel like home to us. Thanks to all CTG Local Guides.

3 Likes

@ShahriarRaihan ভাই, আপনাদের খুব মিস করতেছি, বিশেষ করে আপনাদের আথিতেয়তাকে

2 Likes

ধন্যবাদ ভাই কমপ্লিমেন্টের জন্য ভবিষ্যতে লোকাল গাইডিং কার্যক্রমকে আরো অনেক দূর এগিয়ে নেয়ার প্রত্যয় জানাচ্ছি।

4 Likes

ধন্যবাদ ভাই, ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করার আশা রাখছি

4 Likes