ঢাকা থেকে ৭ই মার্চ রাত ৯ টার রেল গাড়িতে করে আমরা ৬৫ জন চট্টগ্রাম গেলাম খুব ভোর বেলায়, যদিও সারারাত ঘুম কম মজা বেশি হইছে তারপর সবাই খুব উতফুল্ল ছিল । যথারীতি আমাদের জন্য গাড়ি তৈরি ছিল, সেখান থেকে সোজা নাস্তার টেবিল এ ফায়সাল ভাই জা আমাদের জন্য আয়োজন করেছিলেন জামানস রেস্টুরেন্ট এ। নাস্তা শেষ করে কিছু লোকাল গাইডস চৌচালা বিচ ঘুরতে গেল আর আয়োজক টিমের সবাই শেষ সময়ের প্রস্তুতির জন্য সিলভার স্পুন এ চলে গেল যদিও আমার উপর কোন দায়িত্ব দেয়া হয়নি তবুও ভাবলাম যদি কোন কাজে লাগতে পারি তাই আমিও গেলাম।
অনুষ্ঠান স্থলে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি ছিল সবার সাথে আমিও কাজে হাত দিলাম এবং কাজ শেষ করে সবার সাথে আমিও সকল লোকাল গাইডস দেরকে স্বাগত জানালাম। প্রায় ২৫+ জেলা থেকে ১২৫+ লোকাল গাইডস অংশ নেয়, গিফট যা ছিল সবাই খুব পছন্দ করেছে।
অনুষ্ঠান শুরু হল ৯ঃ৩০ মিনিট এ- প্রথমেই কানেক্ট মোডারেটর @SoniaK আপু ভিডিও কল এ যুক্ত হলেন সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে সকলের প্রশ্নের উত্তর দিলেন। এরপর সবার পরিচিতি পর্ব শেষ করে একে একে চমৎকার সব সেশনে সাজানো ছিল অনুষ্ঠানটি Rafsanjani Rana সঞ্চালনায়। সবার অংশগ্রহণে কিছু চমৎকার খেলা ছিল খুবি আনন্দের যা পরিচালনা করে আমাদের যুবরাজ ভাই ও @anazizullah । আমরা তৈরি করি আমাদের ১০০ তম মিট আপ এর মানব লোগো ।
একে একে মঞ্চে ডাকা হয় যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন সফল করেছেন, যারা সবচেয়ে বেশি মিট আপ এ অংশ নিয়েছেন এবং একজন সফল সাইক্লিসট @YOUSUFMSEDDAT ভাইকে তাদের কাছ থেকে তাদের গল্প শোনা হয়। মঞ্চে ডেকে গল্প শোনা হয় তাদের যারা এই কমিউনিটি শুরু করে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদের চেষ্টায়, যারা সবসময় চেয়েছেন দেশের অগ্রগতি।
মোডারেটর @MahabubMunna চেষ্টা করেছেন সকল লোকাল গাইডস দের ম্যাপিং ও কানেক্ট সম্পর্কিত সকল প্রশ্নের জবাব দেয়ার। সকল মহিলা লোকাল গাইডসদের মঞ্চে ডেকে তাদেরকে অভিনন্দন জানান হয়।
সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার ছিল অনেক মজার, আর সাথে লোকাল গাইডসদের আনা মিষ্টি ও পিঠা ছিল আরো বেশি মজার। সবাইকে নিয়ে কেক কাটা হয় কমিউনিটির পঞ্চম বার্ষিকী উপলক্ষে। আমি সত্যিই অনেক আনন্দিত, আপ্লূত ও গর্বিত এই কমিউনিটির একজন হতে পেরে। এটা ছিল বাংলাদেশ লোকাল গাইডস জায়ান্ট স্ক্রিনে সবচেয়ে বড় আর ফরমাল এবং সবার অনশগ্রহনে শ্রেষ্ঠ মিট আপ।#LocalGuides, #Letsguide, #Bangladesh, #100thmeetup
Local Guide Volunteer day with Under Privileged Children -Bangladesh