লোকাল গাইডস এর মিলনায়তন

লোকাল গাইডস এর মিলন মেলা। দিনটা ছিল ৮/৩/২০১৯ আন্তর্জাতিক নারী দিবস। লোকাল গাইডস এর ১০০ তম মিট আপ অনুষ্ঠিত হয় বন্দর নগরী চট্টগ্রামে। যথাসময়েই মিট আপ এর আনুষ্ঠানিকতা শুরু হয় আইডি কার্ড বিতরনের মধ্য দিয়ে। একসাথে ১২৫ জনের মতো লোকাল গাইডস উপস্থিত ছিলেন।

আমাদের মডারেটর সোনিয়া বিনতে খোরশেদ আপুর সাথে সরাসরি ভিডিও এর মাধ্যমে লোকাল গাইডস এবং আয়োজকদের শুভেচ্ছা প্রদান করেন। বাংলাদেশ লোকাল গাইডস এর কিছু নক্ষত্র তাদের অভিজ্ঞতা এবং অভিব্যক্তি প্রকাশ করেন যা আমাদের জন্য অতিভ প্রয়োজনীয় ছিল। মোট কথা স্মরনীয় একটা দিন ছিল।

#Bangladesh

#BDLG

#100thmeetup

27 Likes

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার অভিমত শেয়ার করার জন্য। কানেক্ট মডারেটর এর নাম সোনিয়া বিনতে খোরশেদ @Bokor_Rahman

2 Likes

@Bokor_Rahman ছট করে ভাল বর্ণনা লিখেছেন ভাই। আরেকটু বিস্তারিত লিখলে ভাল হত যদিও :slight_smile:

আমার পোসটি পড়তে পারেন নিচের লিংক থেকে :blush:

1 Like

@MahabubMunna অসংখ্য ধন্যবাদ পোস্টটিতে লাইক এবং কমেন্ট করার জন্য। আমার ভুলের জন্য দুুঃখিত।

@SaifIS ধন্যবাদ আপনার অভিমত এর জন্য। পোস্টটি কয়েকবার হাইলাইট করতে হইছে নতুবা এমন একটি সফল মিটআপ এর জন্য আরও লিখা হত। জি অবশ্যই দেখব।

1 Like