লোকাল গাইডস এর মিলন মেলা। দিনটা ছিল ৮/৩/২০১৯ আন্তর্জাতিক নারী দিবস। লোকাল গাইডস এর ১০০ তম মিট আপ অনুষ্ঠিত হয় বন্দর নগরী চট্টগ্রামে। যথাসময়েই মিট আপ এর আনুষ্ঠানিকতা শুরু হয় আইডি কার্ড বিতরনের মধ্য দিয়ে। একসাথে ১২৫ জনের মতো লোকাল গাইডস উপস্থিত ছিলেন।
আমাদের মডারেটর সোনিয়া বিনতে খোরশেদ আপুর সাথে সরাসরি ভিডিও এর মাধ্যমে লোকাল গাইডস এবং আয়োজকদের শুভেচ্ছা প্রদান করেন। বাংলাদেশ লোকাল গাইডস এর কিছু নক্ষত্র তাদের অভিজ্ঞতা এবং অভিব্যক্তি প্রকাশ করেন যা আমাদের জন্য অতিভ প্রয়োজনীয় ছিল। মোট কথা স্মরনীয় একটা দিন ছিল।
#Bangladesh
#BDLG
#100thmeetup




