আমাদের মুল মিটাপ এর তারিখ ছিল ৮ ই মার্চ মিটাপের স্থান ছিলো বন্দরনগরী চট্টগ্রাম আর আমি গিয়েছি রাজধানী ঢাকা থেকে যার কারনে আগের দিন তথা ৭ মার্চ রাতের ট্রেনে যাত্রা শুরু করি চট্রগ্রামের উদ্দেশ্যে আমার সাথে ছিলো আরো ৬০ জন লোকাল গাইড যারা আ
মার সাথে একই ট্রেনের যাত্রি ছিলো বড়
দল হওয়াতে আমরা ট্রেন এর একটি কোচ রিজার্ভ করি
৮ মার্চ সকাল
মিটাপের দিন সকালে চট্রগ্রাম নেমে পৌছে যাই আগ্রাবাদে অবস্থিত বিক্ষাত সিলভার স্পুন রেস্টুরেন্টের সামনে এবং একে একে প্রবেশ করতে থাকি
মুল পর্ব
মুল পর্বের শুরুতে সরাসরি ভিডিও কলে আমাদের সাথে যোগদান করেন কানেক্ট মডারেটর মিসঃ সোনিয়া
অনেক প্রশ্নের জবাব তিনি দেন যা আমাদের জন্য খুভই উপকারী দিকনির্দেশনা হিসেবে কাজ করে তিনি আমাদের অভিনন্দন জানান
এর পর আমরা সকালের নাস্তা করি একসাথে
সারাদেশ এর বিভিন্ন জেলা থেকে আমরা সব মিলিয়ে ১৩০+ লোকাল গাইড একত্রিত হই সেদিন
আমরা অনেকেই ছিলাম আগের পরিচিত আবার অনেকে নতুন করে পরিচিত হই সাবার সাথে ।
অনেক সুন্দর করে সাজানো হয়েছিল আমাদের ইভেন্ট ভেনু যার কারনে অনেক আনন্দ লাগতেছিল সুন্দর পরিবেশ পেয়ে । আর আমরা বিভিন্ন আলোচনা ও অনেকের লোকাল গাইড হয়ে উঠার গল্প শোনা আর বলার পাশাপাশি মেতে উঠি সবার সাথে ছবি উঠাতে
#Bangladesh #Localguides #100thmeetup #
দুপুরের খাবার এর সময় হয় তার আগে আমরা আউটডোরে একটি মানব 100 তৈরি করি
এর পর খাওয়ার জন্য তৈরি
দুপুরের খাবারের পর লোকাল গাইড কানেক্ট নিয়ে আলোচনা হয় আমারা কিভাবে সুন্দর করে কানেক্টে পোস্ট করতে পারি তা নিয়া কথা হয় এবং কানেক্ট লাইভ ২০১৯ নিয়ে আলোচনা হয়
এর পর এক জন মডারেটর এর জন্মদিন উপলক্ষে আমারা সবাই উইশ করি
এই ভাবে আরো অনেক আয়োজনের মধ্যেই চলতে থাকে আমাদের মিটাপ
রাত হলে আমরা সবাই একত্রে ডিনার সেরে আমাদের মিটাপ অনুষ্টান শেষ করি।
অনেকেই রাতে চট্রগ্রাম শহরে থেকে যায় আবার অনেকেই যার যার মত বাড়ির দিকে ফিরে আসে সেই রাতেই
আমি সহ আরো প্রায় ৩৩ জন এক সাথে ট্রেনে ঢাকা চলে আসি