সফলতার সাথে শেষ করে এলাম বাংলাদেশ লোকাল গাইড এর ১০০ তম মিলনমেলা

আমাদের মুল মিটাপ এর তারিখ ছিল ৮ ই মার্চ মিটাপের স্থান ছিলো বন্দরনগরী চট্টগ্রাম আর আমি গিয়েছি রাজধানী ঢাকা থেকে যার কারনে আগের দিন তথা ৭ মার্চ রাতের ট্রেনে যাত্রা শুরু করি চট্রগ্রামের উদ্দেশ্যে আমার সাথে ছিলো আরো ৬০ জন লোকাল গাইড যারা আ

মার সাথে একই ট্রেনের যাত্রি ছিলো বড়

দল হওয়াতে আমরা ট্রেন এর একটি কোচ রিজার্ভ করি

৮ মার্চ সকাল

মিটাপের দিন সকালে চট্রগ্রাম নেমে পৌছে যাই আগ্রাবাদে অবস্থিত বিক্ষাত সিলভার স্পুন রেস্টুরেন্টের সামনে এবং একে একে প্রবেশ করতে থাকি

মুল পর্ব

মুল পর্বের শুরুতে সরাসরি ভিডিও কলে আমাদের সাথে যোগদান করেন কানেক্ট মডারেটর মিসঃ সোনিয়া

অনেক প্রশ্নের জবাব তিনি দেন যা আমাদের জন্য খুভই উপকারী দিকনির্দেশনা হিসেবে কাজ করে তিনি আমাদের অভিনন্দন জানান

এর পর আমরা সকালের নাস্তা করি একসাথে

সারাদেশ এর বিভিন্ন জেলা থেকে আমরা সব মিলিয়ে ১৩০+ লোকাল গাইড একত্রিত হই সেদিন

আমরা অনেকেই ছিলাম আগের পরিচিত আবার অনেকে নতুন করে পরিচিত হই সাবার সাথে ।

অনেক সুন্দর করে সাজানো হয়েছিল আমাদের ইভেন্ট ভেনু যার কারনে অনেক আনন্দ লাগতেছিল সুন্দর পরিবেশ পেয়ে । আর আমরা বিভিন্ন আলোচনা ও অনেকের লোকাল গাইড হয়ে উঠার গল্প শোনা আর বলার পাশাপাশি মেতে উঠি সবার সাথে ছবি উঠাতে

#Bangladesh #Localguides #100thmeetup #

দুপুরের খাবার এর সময় হয় তার আগে আমরা আউটডোরে একটি মানব 100 তৈরি করি

এর পর খাওয়ার জন্য তৈরি

দুপুরের খাবারের পর লোকাল গাইড কানেক্ট নিয়ে আলোচনা হয় আমারা কিভাবে সুন্দর করে কানেক্টে পোস্ট করতে পারি তা নিয়া কথা হয় এবং কানেক্ট লাইভ ২০১৯ নিয়ে আলোচনা হয়

এর পর এক জন মডারেটর এর জন্মদিন উপলক্ষে আমারা সবাই উইশ করি

এই ভাবে আরো অনেক আয়োজনের মধ্যেই চলতে থাকে আমাদের মিটাপ

রাত হলে আমরা সবাই একত্রে ডিনার সেরে আমাদের মিটাপ অনুষ্টান শেষ করি।

অনেকেই রাতে চট্রগ্রাম শহরে থেকে যায় আবার অনেকেই যার যার মত বাড়ির দিকে ফিরে আসে সেই রাতেই

আমি সহ আরো প্রায় ৩৩ জন এক সাথে ট্রেনে ঢাকা চলে আসি

27 Likes

বাহ !

দারুণ ফুটিয়ে তুলেছেন দিনটাকে । @Mazharul_BDLG

3 Likes

@Sajal_das ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য এর জন্য।

5 Likes

@Mazharul_BDLG সামারি টা সুন্দর হইছে । আশা করি আমরা সামনে আরো ভাল কিছু করতে পারব আপনাদের সহযোগিতায়

5 Likes

ধন্যবাদ ভাই @Mazharul_BDLG এমন সুন্দর ভাবে মিট আপ এর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

7 Likes

@Mazharul_BDLG ভাই আপনার পোস্টটি অনেক ভাল হয়েছে। বিশেষ করে ধারাবাহিকভাবে যেভাবে আপনি ছবির নিচে বর্ননা দিয়েছেন পড়তে বেশ ভাল লাগল।

১০০ তম মিটআপ নিয়ে আমার পোস্টটি পড়তে পারেন এখানে Recap:100th Meetup of Bangladesh Local Guides

3 Likes

এই অনন্য আয়োজন এর অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। ধন্যবাদ আপনাদের যারা অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠান সফল করতে সাহায্য করেছেন।

#LocalGuides #BDLG #100THMEETUP

8 Likes

@Mazharul_BDLG , সূন্দর লেখাটির জন্য অনেক ধন্যবা। @ShahriarRaihan , @SaifIS , @MdEmranulHoque , @MahabubMunna , সবাইকে ধন্যবাদ সূন্দর মন্তব্যের জন্য।

3 Likes

@MahabubMunna আপনাকে ধন্যবাদ । মোবাইলে লিিিি অনেক কস্ট্টেখাখাখ

3 Likes

অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমি মিস করছি। Next time যাবো । আরো মজা হবে। আরো অনেক কিছু জানা হবে।

3 Likes

সুন্দর পোস্ট। আপনার মতন একজন পাগলা লোকাল গাইড পেয়ে জাতী খুব আনন্দিত। আশাকরি সামনেও সাথেকরে ওড়না নিয়ে আসবেন সবাইকে নাচানুর জন্য :stuck_out_tongue: … আরেকজন পাগলা লোক ছিল পেছনে বসা আমার নতুন দোস্ত ওসি মোহাম্মদ কপাল পুড়া জাহিদ। উনার সাথে সেইসময় অনেক মজা করসিলাম আমরা ২ জন। ঘুমের টাইম না হইলে ওই ওসিরেও নাচাইতাম আমরা :stuck_out_tongue:

4 Likes

লাল ওড়না নাকি আপনার ছিল ??? @Mazharul_BDLG তাহলে ত আরেকদিন নাচা নাচি মিট আপ দিতে হয়

3 Likes

@MahabubMunna হা হা হা ওড়না ছাড়া তো ভাই কোন খানেই যান নাই। ট্রেনেও ওড়না ছিল সাথে আর ইভেন্টে তো দেখছেনই :smiley:

1 Like

তাহলে নেসট একটা ওড়না নিত্ত হবে :slight_smile: @SaifIS কি বলেন

2 Likes

@MahabubMunna হ্যা, দরকার হলে ওড়না বাধ্যতামূলক করাহবে :smiley:

@MahabubMunna জি ভাই ইমন ভাই একদিন এক পোস্টে বলছিল যাত্রা পথে জমিয়ে মজা হবে তাই মজায় অংশ নেয়ার জন্য উর্না নিয়ে ছিলাম ৷ আর সেদিন ১০ মিনিট ফ্লোর পেলে আরো

কিছু চমক দেখাতে পারতাম

6 Likes

@afrademon ধন্যবাদ ভাই আপনাকেে। । সে দিন আপনাকে না পেলে এত আনন্দ করা সম্বভ হইত না । আপনি তো গুরু

5 Likes

@Mazharul_BDLG সে দিন মজা করতাম অনেকে নাকি বাস ধরবে আর কাছা কাছি সিটির যারা ছিল ব্যাক করবে তাই ডিনার দিতে যেয়ে সব এলোমেলো হয়ে গেছিল । সামনে মজা হবে :slight_smile:

3 Likes

গ্রুপে মজার লোক খুব কম যদিও। সব বিয়াইত্তা পাব্লিক। নাচলে বউ দৌড়ানি দিবো এইরাম আরকি :stuck_out_tongue:

লাস্টে আপ্নারে খুজে এনে স্টেজে কিন্তু আমিই উঠাইসিলাম :v @MahabubMunna

পরেরবার সিঙ্গেল নাচামু @Mazharul_BDLG এর সাথে :wink:

4 Likes

@afrademon আপনার মত নাচতে পারলে বিয়াইত্তা হোক আর আমার মত জম্মের সিংগেলই হোক, সবাই নাচত :smiley:

তবে স্টেজে হালকা নাচ্ছিলাম কিন্তু :slight_smile:

2 Likes