বাংলার প্রাকৃতিক সৌন্দর্য (খৈয়াছড়া ঝর্ণা, মিরসরাই, চট্টগ্রাম)

খৈয়াছড়া ঝর্নাঃ

যেদিকে তাকাই দেখি আলোড়িত আকাশ পাই সুরভিত বাতাস বিল ঝিলের কাক চক্ষু জলে। অকৃত্রিম সৌন্দর্যে ঘেরা অনাবিল পাহাড়ে আমাদের এই সোনার দেশ, বাংলাদেশ। এই বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই থানা এক প্রান্তে পাহাড় চূড়া থেকে ঝরছে এক অফুরন্ত অনাবিল সুন্দর্যে ঘেরা জলপ্রপাত যার নাম খৈয়াছড়া ঝর্না। পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলধারা এ যেন প্রকৃতির এক মায়াময় রূপের সৌন্দর্যে উম্মাদ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দর্শন মুক্ত হয়ে ওঠে হৃদয়। বেচেঁ থাকার স্বাদ যেন হয়ে ওঠে প্রবল। চারপাশে সবুজে গেরা আর তারই মাঝে পাহাড়ের চূড়া থেকে ঝরছে জলধারা এমন দৃশ্য দর্শনে জুড়ায় মন। স্বচ্ছ পানির ধারা করে পড়ছে পাহাড়ের গা বেয়ে আর শো শো শব্দে বাঁচিয়ে রাখছে পাহাড় কে।

এ পাহাড়ের জলপ্রপাত এর সৌন্দর্য অবলোকন এ প্রতিদিন জ্বর হচ্ছে হাজার হাজার শরণার্থী আর শান্ত হচ্ছে শরণার্থীর মন হৃদয় । উপর থেকে পরপর 9 টি ধাপে এই পাহাড়ি ঝরনা। পানির স্রোত যেন খরা। বছরের সবসময়ই এইজন্যেই জলপ্রপাত থাকে কিন্তু বর্ষার সময় জলপ্রপাত এর গতি থাকে প্রকট। যা সৌন্দর্যকে আরো মনমুগ্ধকর করে তোলে। চট্টগ্রাম জেলাই, মীরসরাই উপজেলা, খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তরপূর্ব পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের থেকে 4.5 কিলোমিটার পূর্বে এই খৈয়াছড়া ঝর্ণার অবস্থান। দিনের যেকোনো সময়ে এই এই ঝর্ণা অবলোকনে যাওয়া যায় সন্ধ্যার আগে সেখান থেকে ফিরে আসতে হবে। দীর্ঘ দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে পাহাড়ি ঝর্ণার গোড়ায় পৌঁছাতে হবে। হেঁটে যাওয়ার পথটি কবে পিচ্ছিল প্রকৃতির।

সতর্কীকরণ : খাবার পানি, সামান্য কিছু খাবার দাবার, পায়ের এংলেট, হাতের খুঁটি সাথে নিয়ে যাওয়া ভালো।

14 Likes

Hi @mainuddin0284 ,

Thank you for sharing your post with us. It looks like you had a great time. What did you like the most? Is it a tradition to go under the waterfall?

2 Likes

হ্যালো @InaS ,

ধন্এযবাদ আপনাকে। এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য। এমন প্রাকৃতি স্পর্শে যেতে মন সব সময় ব্যাকুল থাকে। আর না এটা আমাদের ঐতিয্য না।

1 Like

How can you reach this place @mainuddin0284 ? Is there a bus that goes there?

@InaS

এই ঝরনা টি স্থানীয় লোকজন এর মাধ্যমে প্রকাশ পায়, এরপর আস্তে আস্তে বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসু মানুষের সমাগম হয়। এবং জনপ্রিয় হয়ে ওঠে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, মীরসরাই উপজেলার খৈয়াছড়া এলাকায় পর্যন্ত বাসে আসা যায়। এরপর টেক্সি বা রিক্সা যুগে ২ কিলো মিটার পথ পাড়ি দিয়ে একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত আসা যায়। তারপর পায়ে হেঁটে আরো দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়।

দারুণ লিখেছেন‌! সাথে ছবিগুলোও হয়েছে অসাধারণ!!

ধন্যবাদ শেয়ার করার জন্য। @mainuddin0284

1 Like

অসংখ্য ধন্যবাদ @LyricMitra আপু।

1 Like