মাতৃভাষা দিবস উদযাপন মিটআপ
Comilla Town Hall
Comilla, Bangladesh
February 21, 2019 @ 00:00 (+06)
আসন্ন মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের লোকাল গাইডস কন্ট্রিবিউশনে ভিন্নতা আনতে পারি। ★ কিভাবে বাংলাতে ফোরাম পোস্ট এবং ভাল মানের কন্ট্রিবিউশন করতে পারি তা নিয়ে আলোচনা করতে পারি এবং বাংলায় অন্তত ১০ টা রিভিউ লিখতে পারি। ★ কীভাবে মাতৃভাষা বাংলার চাহিদা প্রসার করতে পারি। ★ কীভাবে বাংলা মাতৃভাষার মাধ্যমে ম্যাপে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি এসব আলোচনা নিয়েই থাকছে আমাদের মিট-আপ তাহলে আমাদের বাংলায় রিভিউ লেখার দক্ষতা বাড়ানোসহ সহজে আপনার রিভিউ অন্যদের কাছে তুলে ধরতে পারেন।তারপর আপনার নিজ নিজ মিট আপ বা কার্যাবলী অনুযায়ী কানেক্ট ফোরামে একটা রিকেপ পোস্ট দিতে পারি। আশা করি সকলেই আমাদের সাথে যোগ দিবেন নিজ নিজ অবস্থান থেকে।