photo : the train
হাজারো গল্পের প্রারম্ভ আর সমাপ্তির সাক্ষী এই নাটোর ট্রেন স্টেশন। (কাল্পনিক কথা)
কাচাগোল্লার জন্য বিখ্যাত এলাকা হিসেবে সত্যিকার অর্থেই নিজের খ্যাতি ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছে অবিরত তবে এখনও এর স্বাদ কিছুটা খুঁজে পেতে চাইলে আপনাকে দুপুর ১২:০০ টা র মধ্যেই বা তার পূর্বেই যেতে হবে কালীতলা/কালীবাড়ী (দুইটার মধ্যে একটা সঠিক, কনফিউজড) তে। যা নাটোর ট্রেন স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরত্বের ভিতরেই।
কিন্তু আমার জানামতে সেখানে মন্দির প্রাঙ্গণে বসে কাচাগোল্লা খাওয়ার সুব্যবস্থা নেই। তবে আপনার চাহিদা মত পরিমাণ কাচাগোল্লা তারা প্যাকেট করে আপনাকে দিবে এবং সেটা নিয়ে আপনি সরাসরি নাটোর রাজবাড়ী অথবা উত্তরা গণভবনে গিয়ে স্বপরিবারে সেটার স্বাদ আস্বাদন করতে পারেন। আর খাবার গ্রহণ করার পরে আশাহত হবার সম্ভাবনা নেই বললেই চলে।
(বি দ্রঃ …)