ছবিঃ দেবতাখুম
দেবতাকুম বা দেবতাখুম (Debotakhum) বান্দরবান জেলার রোয়াংছড়ির কচ্ছপতলীতে অবস্থিত একটি খুম। বান্দরবানকে বলা যায় খুমের স্বর্গরাজ্য।
ছবিঃ দেবতাখুম
দেবতাখুমের সৌন্দর্য মনোমুগ্ধকর এবং রহস্যময়। অসম্ভব রকমের এডভেঞ্চারের জন্য পারফেক্ট এই দেবতাখুম।
ছবিঃ উঁচু নিচু পাহাড়ি রাস্তা
ট্রেকিং থেকে শুরু করে হিমশীতল স্বচ্ছ পানিতে বাঁশের ভেলায় কায়াকিং যেন সবকিছুর কম্বো এই দেবতাখুম।
ছবিঃ বাঁশের ভেলায় আমি
একেবারে জনকোলাহল ও নেটওয়ার্ক এর বাইরে এক ভিন্ন পরিবেশ।
ছবিঃ নেটওয়ার্কের জন্য বাঁশের তৈরি বিশেষ স্ট্যান্ড
আশেপাশের সব নিস্তব্ধতা ভেদ করে শুধু শুনতে পাবেন নিজ শব্দের প্রতিধ্বনি!! বড় বড় পাথরের গায়ে লেগে থাকা সবুজ শ্যাওলাও স্বচ্ছ পানির সাথে সূর্যের আলো ছায়ার খেলা সৃষ্টি করে মোহময় দৃশ্য।
ছবিঃ স্বচ্ছ পানিতে ভাসমান নৌকা
ছবিঃ কচ্ছপতলী বাজার
ছবিঃ শীলবান্ধা পাড়া ও আমি
দেবতাখুম যাওয়ার উপায়ঃ
যেকোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে বান্দরবান। বান্দরবান শহর থেকে রোয়াংছড়ি বাজার, রোয়াংছড়ি বাজার থেকে কচ্ছপতলী বাজার। যাতায়াতের জন্য বাস/সিএনজি/জিপ ব্যবহার করতে পারেন। কচ্ছপতলী বাজারের পর থেকে হাঁটা পথ এবং পাহাড় ট্রেকিং করে শীলবান্ধা পাড়া৷
ছবিঃ শীলবান্ধা পাড়া
শীলবান্ধা পাড়া থেকে প্রায় ১০/১৫ মিনিটের পথ হাঁটলেই দেখা মিলবে দেবতাখুমের। তারপর ভেলা নিয়ে খুমের রাজ্যে।
বি:দ্র: দেবতাখুমে যেতে হলে আপনাকে অবশ্যই লোকাল গাইড নিতে হবে। এরপর রোয়াংছড়ি থানায় ও কচ্ছপতলী আর্মি ক্যাম্পে গাইডকে সাথে নিয়ে নাম এন্ট্রি করতে হবে।