The success story of a small cake business owner in the village.
হ্যালো লোকাল গাইড বন্ধুরা,
মাসের শেষ সময়ের মধ্যে,
আজ আপনাদের মাঝে এক জন নারী উদ্যোক্তা,ও সফল ব্যবসায়ীর কথা উপস্থাপন করবো।
পরিচয় :
নাম: পান্না আক্তার
গ্রাম : সানকিভাংগা
পোস্ট : রুপাচরা
জেলা : লক্ষ্মীপুর।
বয়স : ২৪ বছর
ব্যবসায় ধরন : কেক ব্যবসায়ী।
প্রতি ফাউন্ড কেকের মূল্য : ৪০০ টাকা
ব্যবসায় এর মূলধন : ২০০০/ টাকা
কেক ব্যবসায় শুরু দিক :পান্না আক্তার এর সাথে আমি কথা বলে যানতে পারি। সে নিজের ঘরে খাওয়ার জন্য প্রথমে একটি কেক তৈরি করে, ইউটিউবের সাহায্য নিয়ে। টা মোটামুটি ভালই হয়েছিল। এরপর থেকে তার মাথায় নতুন আইডিয়া আসতে থাকে। আমি এই কেককে বাণিজ্যিকভাবে ব্যবসায় রুপ দিবো। সে একটি বেসরকারী যুব উন্নয়ন থেকে কেক তৈরির প্রশিক্ষণ নেয়। এর পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন প্রতি মাসে ৩০ থেকে ৪০ টি কেকের অর্ডার পরে। যা থেকে সে প্রতিমাসে ১০ থেকে ১৫ হাজার টাকা ইনকাম করে।
কেক ব্যবসায় সফলতা :
পান্না আক্তার এখন একজন সফল কেক ব্যবসায়ী। তার এলাকার অনেক কেকের দোকানদার তাকে অর্ডার দিয়ে থাকে।
আমি গত ৩/৪ বছর যাবত লোকাল গাইড ও কানেক্ট ফোরামের জন্মদিনের কেক। পান্না আক্তার থেকে অর্ডার দিয়ে আসছি।
ফেসবুক লিংক:
#localbusiness
#localguideconnect
#letsguide #BDLG