The story of the small traders of Medina/ Support small business[Trip To saudi part--4]

Caption: ক্ষুদ্র ব্যাবসায়ীর কাছ থেকে ক্রয়ের একটি মুহুর্ত।

আস সালামুওয়ালাইকুম সবাইকে" আমার সৌদি আরব সফরের এবারের পর্বে মদীনা শহরের রাস্তার পাশে ছোট ছোট উদ্দ্যেক্তা ব্যাবসায়ীদের চিত্র তুলে ধরার চেষ্টা করবো ইন শা আল্লাহ।

মুলত মদীনায় মসজিদে নববী সংলগ্ন এলাকাতে রাস্তার পাশে প্রচুর ছোট ছোট ব্যাবসায়ী। ছোট ছোট তিন চাকা দুই চাকার ভ্যান গাড়িতে করে বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষনে ব্যাস্ত থাকেন কেও আতর বিক্রি করছে কেও চা কফি কেও জুতো পাঞ্জাবি টুপি নামাজের বিছানা কেও আবার ভ্যানিটি ব্যাগ চকলেট খেজুর ফলমুল বিক্রি করছেন এরা মুলত আরবের বাহিরের লোক ভিনদেশী প্রবাসী স্থানীয় আরবি খুব কম।

Captionঃ হাতের চুড়ি ব্রেসলেট তাসবীহ র পসরা।

শহরের বড় বড় শপিং মল থেকে এদের কাছে আপনি একদমই ন্যায্য মুল্যে পন্য ক্রয় করতে পারবেন যদিও পন্যের গুনগত মান আমার কাছে একই মনে হয়েছে। এখানে আপনি দুই দুই থেকে পাচ রিয়ালে আতর দশ রিয়ালে সুগন্ধি বিশ রিয়ালে জুতো বিশ থেকে ত্রিশ রিয়ালে জুব্বাহ পাঞ্জাবি। দশ রিয়ালে ব্যাগ পনেরো থেকে বিশ রিয়ালে নামাজের বিছানা পাবেন। আমি এখান থেকে টুপি জুব্বাহ তসবিহ সহ বিভিন্ন পন্য ক্রয় করেছি এবং খুব খুশী।

Captionঃ খুদ্র ব্যাবসায়ীদের পন্যর একটি কোলাজ ছবি।

Captionঃ আতর/ পারফিউম বিক্রেতা।

Captionঃ ভ্যানে করে খেজুর বিক্রয়ে ব্যাস্ত একজন বিক্রেতা।

ক্ষুদ্র উদ্দ্যেক্তাদের ক্রয় বিক্রয়ের মজার একটা অংশ আমাকে দারুনভাবে আকর্ষিত করেছে বা ক্রেতা আকর্ষনের দারুন কিছু বাক্য তারমধ্য উল্লেখযোগ্য হচ্ছে লে লো লেলো হাসারা(দশ) রিয়াল লেলো খামছা(পাচ) রিয়াল লে লো এভাবেই তারা ক্রেতাদের ক্রমাগত ডাকতে থাকেন। তবে একটা জিনিস এখানে সব প্রায় একদাম কোন দরদাম চলে নাহ।

Captionঃ জুতোর দোকান।

Captionঃ স্বল্প মুল্যে বোরকা হিজাব কেনাকাটা করছে মহিলারা।

Captionঃ ভ্যানে করে চকলেট বিক্রি।

Captionঃ ভ্রাম্যমাণ কফি শপ।

ভ্রাম্যমাণ এই দোকানটি পরিচালনা করেন একজন স্থানীয় আরবি মহিলা এবং তার মেয়ে তারা পালাক্রমে দোকানে সময় দিয়ে থাকেন। আমি তাদের কাছে চা কফি ব্লাক কফি আইসক্রিম সহ বিভিন্ন পানীয় জাতীয় আইটেম পাওয়া যায়।

Captionঃ মেয়েদের চুড়ি গহনার দোকান।

Captionঃ একজন ফল বিক্রেতা।

Captionঃ ক্রেতাদের পদাচারনায় জমজমাট ক্ষুদ্র ব্যাবসা।

একটা ব্যাপার খুব উপলব্ধ আমাদের আশেপাশে র এই অংশের ব্যাবসায়ী বলি আর লোকজনই বলি এরা ব্যাবসা করে খুব আহামরি জীবন যাপন বা ভোগ বিলাস করতে পারে নাহ। ভিনদেশী প্রবাসী মানুষগুলো এক প্রকার জীবন যুদ্ধেই প্রতিদিন লিপ্ত হয় আপনি আমি আমরা যদি তাদের ব্যাবসা সম্প্রসারণে সহযোগিতা র হাত বাড়িয়ে দেই তাহলে হয়তো তাদের জীবনমান আরোও উন্নত হতে পারে।

#BDLG #BangladeshLocalguide #Localguideconnect #Supportsmallbusiness #Letsguide

45 Likes

Hello dear @SunMoon bro

3 Likes

@MohammadPalash ভাই আপনার লেখা ও ছবির মাধ্যমে আপনার ভ্রমন বিবরণী আমাদের সংগে ভাগ করার জন্য ধন্যবাদ

3 Likes

ধন্যবাদ প্রিয় @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই ভালোবাসা নিবেন।