পাকড়া মাছরাঙ্গা, অনন্য এক শিকারি…
দুপুর ৩ টা হবে, বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমেছি। কিছুক্ষণ পর খেয়াল করলাম একটা পাকরা মাছরাঙা পুকুরের উপরে বিদ্যুতের তারে বসে আছে আর মাঝে মাঝে পানিতে ড্রাইভ দিচ্ছে আর একটার পর একটা শিকার ধরছে। আমরা যে নিচে কয়েকজন গোসল করছি তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই তার। সাধারণত এমনটা হয় না।
যারা পাকরা মাছরাঙ্গা চিনেন বা দেখেছেন বা এদের স্বভাব সম্পর্কে জানেন তারা জেনে থাকবেন যে, এই পাখি সোজা পুকুরের ওপরে কোন বাঁশে বা তারে বা হচ্ছে কোন গাছের ডালে বসে থাকে। আর তার তীক্ষ্ণ দৃষ্টি রাখতে থাকে পানিতে। ধরতে গেলে বেশ উপরে বসে থেকে 20/30 ফুটতো হবেই। উপর থেকে একদম শিকারির মতো টার্গেট ফিক্সড করে ড্রাইভ দেয় পানিতে, তারপর শিকার ধরে উড়ে গিয়ে বসে আবার সেখানে এবং তার শিকার খেয়ে নেয়। এভাবেই চলতে থাকে তার শিকার।
কিন্তু তার এই ড্রাইভ দেওয়া মাত্র কয়েক সেকেন্ডের কাজ। এমন ড্রাইভ ফ্রেমবন্দি করা কতটা কষ্টের কাজ সেটা কেবল যারা ওয়াইল্ডলাইফ তুলে তারাই জানে।
যাইহোক যখন গোসলে নেমে দেখলাম সে একের পর এক শিকার ধরেই যাচ্ছে, আমাদের দিকে তার খেয়াল নেই। আর ম্যাক্সিমাম ড্রাইভগুলি দিচ্ছিল আমার সামনেই, 20 30 ফুট দূরত্বেই দিচ্ছিল। তখন সিদ্ধান্ত নিলাম ক্যামেরাটা নিয়ে তাহলে পানিতে দাঁড়াই। তো উঠে গেলাম পুকুর থেকে এবং বাড়ি গিয়ে ক্যামেরাটা নিয়ে আবার পুকুরের পানিতে দাঁড়ালাম। যা বাবা দাঁড়ানোর পর আর কোন ড্রাইভ নেই। মনে হয় শান্ত হয়ে গেল।
বুক পানিতে প্রায় দেড় কেজি বা দুই কেজি ওজনের ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকা ও তার সাথে আবার ভিউফাইন্ডারে চোখ রাখা বেশ কষ্টসাধ্য কাজ। তারপর সেই ক্যামেরা যদি হয় কোন ফুল ফ্রেম বডি না ও আহমরি কোন লেন্সও না তাহলে এই পাকরার ড্রাইভ তোলা বা এমন শট পাওয়া আমার কাছে নিতান্তই ভাগ্যের ব্যাপার।
সাবজেক্ট ফোকাস হোক বা না হোক, মোমেন্ট পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ। যেটাকে বলে কিছু ছবি ডিফোকাসেও সুন্দর। আর আপনারা ১ম যে ছবিটা দেখছেন সেটা প্রায় ২ ঘন্টা ওই বুক পানিতে দাঁড়িয়ে থেকে তারপরই পেয়েছি। আলহামদুলিল্লাহ্
Drive & Splash
Pied Kingfisher || Ceryle rudis
Sarishabari, Jamalpur || May, 2022
© M Ratul Photography
Mohammad Ratul
#piedkingfisher #piedkingfishers #piedkingfisherbird #piedkingfisherphotography #kingfisher #kingfishers #hunterbirds #hunterbird #bd_birds #birdsofbangladesh