The delhi stories - Hazrat Qutubuddin Bakhtiyar kaki Dargah[Palashinendlessdestinations]

প্রথমেই জানাই সবাইকে ঈদ মুবারক বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা লোকাল গাইড বন্ধুগন এবং গুগলার মডারেটর সহ সকলকে ঈদের শুভেচ্ছা।

তৃতীয়বারের মত ভারত ভ্রমনে এবারে আমার উদ্দ্যেশ্য ছিলো ভারতবর্ষের বিখ্যাত অলী আওলিয়াগন এর দরগাহ জিয়ারত করা সেই লক্ষ্যে দিল্লিতে নেমে ২য় দিন প্রখ্যাত সূফী হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারত করি। পরবর্তীতে যাই হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহ এর দরগাহ তে। যেহেতু আমার উদ্দ্যেশ্য ই ছিলো এখানে তাই তাদের নিয়ে পুর্বে প্রচুর পরিমাণ ইতিহাস এবং জীবনী নিয়ে বিভিন্ন ব্লগ দেখি তাই দরগাহ র মুলে প্রবেশ করার সাথে সাথেই মনে হয় যেন এ আমার পুর্ব চেনা কোন অলিগলি।

ভারত ভ্রমনের এই পর্বে আমি যাই দিল্লি- পাঞ্জাব- হরিয়ানা- রাজস্থান।






আমি মুটামুটি খুব সকাল সকালই চলে যাই যার দরুন মানুষ জন প্রায় ছিলোইনা বলা যায়। মুল ফটকে প্রবেশ করতেই আলাদা এক ভালোলাগা কাজ করে। বিশেষ করে প্রবেশ পথ আমাকে খুব আকর্ষন করে আমি যেন ফিরে যাই সে সময় টাতে যখন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহ তার ভক্তদের নিয়ে আমার সামনে দিয়েই হেটে যাচ্ছেন।

একনজরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহঃ :down_left_arrow:

কুতুবুল আকতাব হজরত খাজা সৈয়দ মুহাম্মাদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকী (রাহঃ) আরেকটি নাম ছিলো মালিক উল মাশায়খ। তিনি ছিলেন ইসলামিক ইতিহাসের একজন মহান সুফি সাধক । তিনি এয়োদশ শতাব্দীর শুরুর দিকের চিশতিয়া তরিকার একজন বিশাল বড় ওলি ছিলেন। তিনার নামে দিল্লির বিখ্যাত কুতুব মিনার তৈরি করা হয়। আগে আজমির ও নাগাউর এই সব যায়গায় চিশতিয়া তরিকা সিমাবদ্ধ ছিল কিন্তু তিনার চিশতিয়া শিষ্যত্ব গ্রহনের পরে চিশতিয়া তরিকা দিল্লি ও নানা স্থানে ছড়ে যায়। তিনার বিখ্যাত শিষ্য হজরত ফরিদউদ্দিন গাঞ্জেসাকার।

হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী (রাহঃ) ১১৭৩ সালে গিরিস্তানের উশ নামক এক স্থানে জন্ম গ্রহণ করেন। তিনার পিতার নাম কামালউদ্দিন তিনি খাজা বখতিয়ার কাকি (রাহঃ)। এর যখন দেড় বছর বয়স ছিল তখন তিনি মৃত্যু বরণ করেন। তিনার নাম বখতিয়ার এবং কাকী ও কুতুবুদ্দিন তিনার উপাধি হিসাবে দেওয়া হয়। তিনি সৈয়দ অর্থাৎ প্রিয় নবী হজরত মুহাম্মাদ (সাঃ)-এর বংশের। তিনি হুসাইন ইবনে আলী হয়ে মুহাম্মাদ (সাঃ)-এর বংশে মিলিত হন।





বেশ একটা সময় দরগাহ তে অতিবাহিত করি চারিদিক টা এত সুন্দর বিভিন্ন কারুকার্য দেখতে দেখতে ভালো একটা সময় পার করি। অত:পর জিয়ারত শেষ করে কুতুব মিনার দেখার উদ্দ্যেশ্য বেড়িয়ে পরি।





যারা জিয়ারতে যাবেন তাদের উদ্দ্যেশ্যে মনে রাখবেন এটা একটি ধর্মীয় স্থাপনা কারোও ধর্মীয় মূল্যবোধে আঘাত হয় এমন কাজ হইতে বিরত থাকবেন। জুতা মুল ফটকের বাহিরে রেখে যাবেন অথবা ব্যাগে করে নিয়ে যাবেন। কেও কোন প্রকার বিরক্ত করলে কর্তৃপক্ষ কে অবহিত করবেন।

দিল্লিতে ২য় দিন নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ তে আমার লিখা পড়তে পারেন↙️
https://www.localguidesconnect.com/t/the-delhi-stories-nizamuddin-auliya-dargah-palashinendlessdestinations/471209?u=mohammadpalash

দিল্লিতে প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে লিখা পড়তে পারেন :down_left_arrow:
https://www.localguidesconnect.com/t/hello-india-new-delhi-palashinendlessdestinations/470159?u=mohammadpalash

#Bdlg #localguides #localguidesbd #bangladeshlocalguide #delhistories #Qutubuddinbakhtiyarkakidargah #localguideconnet #letstguide

21 Likes

Eid Mubarak Bhai @MohammadPalash

3 Likes

ভাল লিখেছেন। ছবিগুলোও সুন্দর হয়েছে। ধন্যবাদ @MohammadPalash

3 Likes

@MohammadPalash ঈদ মোবারক । সুন্দর একটি পোষ্টের জন্য

2 Likes

ঈদ মোবারক ভাই

2 Likes

The pictures are amazing, brother. I will go to India after this Eid and will also visit these shrines there.

2 Likes

সবাইকে আবারোও ঈদের শুভেচ্ছা আশা করি সকলে খুব সুন্দর সুন্দর মুহুর্ত উপভোগ করছেন @HasanBTB @Papel_Mahammud @RazzuilbakyRozzub @rashedul-alam @PushpaKhan

2 Likes