মিট আপ আয়োজন কমিটির পক্ষ থেকে। ছবিঃ @GaziSalauddinbd
হাই,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো।
আজ আমি আপনাদের মাঝে, আমার একটি অভিজ্ঞতা শেয়ার করবো। তা হলো, ১৬১ তম মিট আপ এর খানা পিনা।
বাংলাদেশ লোকাল গাইড এর সব মিটআপ এ ভালো মানের খাবার থাকে। বরাবরের মতো এবার এর মিট আপ কিছু অংশে কম ছিলো না।
এবারে খাওয়াতে ভিন্নতা ছিলো।
নাস্তার ছ****বিঃ
প্রজেক্ট হিলশা এর পক্ষ থেকে নাস্তা। ছবিঃ@GaziSalauddinbd
প্রজেক্ট হিলশা একটি উন্নত মানের খাবার হোটেল। এই হোটেল বাংলাদেশের মধ্যে সব থেকে বড়। এটি আমাদের মিট আপ এর স্থান। মিট আপ এর মধ্যে হোটেল কতৃপক্ষের থেকে আমাদের নাস্তা করানো হয়। তা খুব ই সুস্বাদু ছিলো । আখের জুস ও চিকেন স্টিক। যার স্বাদ ছিলো অতুলনীয়।
মিট আপ শেষ হওয়ার আগ মূহুতে মিট আপ এর আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের সবাই কে উন্নত মানের নাস্তা দেওয়া হয়। যা আমার কাছে খুব ভালো লাগছে।
#projectHilsha.
#letsguides
#bdlg #7yearsofbdlg
#connectlive