The combination of delicious food met the 161st. Hilsa in the project.

মিট আপ আয়োজন কমিটির পক্ষ থেকে। ছবিঃ @GaziSalauddinbd

হাই,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো।

আজ আমি আপনাদের মাঝে, আমার একটি অভিজ্ঞতা শেয়ার করবো। তা হলো, ১৬১ তম মিট আপ এর খানা পিনা।

বাংলাদেশ লোকাল গাইড এর সব মিটআপ এ ভালো মানের খাবার থাকে। বরাবরের মতো এবার এর মিট আপ কিছু অংশে কম ছিলো না।

এবারে খাওয়াতে ভিন্নতা ছিলো।

নাস্তার ছ****বিঃ

প্রজেক্ট হিলশা এর পক্ষ থেকে নাস্তা। ছবিঃ@GaziSalauddinbd

প্রজেক্ট হিলশা একটি উন্নত মানের খাবার হোটেল। এই হোটেল বাংলাদেশের মধ্যে সব থেকে বড়। এটি আমাদের মিট আপ এর স্থান। মিট আপ এর মধ্যে হোটেল কতৃপক্ষের থেকে আমাদের নাস্তা করানো হয়। তা খুব ই সুস্বাদু ছিলো । আখের জুস ও চিকেন স্টিক। যার স্বাদ ছিলো অতুলনীয়।

মিট আপ শেষ হওয়ার আগ মূহুতে মিট আপ এর আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের সবাই কে উন্নত মানের নাস্তা দেওয়া হয়। যা আমার কাছে খুব ভালো লাগছে।

#projectHilsha.

#letsguides

#bdlg #7yearsofbdlg

#connectlive

25 Likes

@GaziSalauddinbd ভাই, অনেক সুন্দর লিখেছেন। ছবিগুলোও দেখার মত হয়েছে। আবার দেখা হবে আশা করি। ভালো থাকবেন।

3 Likes

ধন্যবাদ

@MukulR ভাই

আমিও আশাবাদী আগামী কিছুদিনের মধ্যে দেখা হবে।

1 Like

Hi @GaziSalauddinbd ,

thank you for sharing this special good quality breakfast you had in your last meetup. Do you often visit this hotel? And is it a typical breakfast you can find somewhere else in Bangladesh?

The packaging looks like very clean and organized.

2 Likes

Good for subject change post. lokkhir deser manush lokkhir moto kaj korlen @GaziSalauddinbd

1 Like

Hi,

@LuigiZ You will be very happy that our meetup was at the country’s largest hotel project Hilsa.

Link map : Project Hilsa
https://maps.app.goo.gl/mVXZsfMezzHR4QCX6.

1 Like