The beauty of Kaptai Lake and meetup"

#photo1 cover photo of Welcome to Bangladesh Local Guide’s meet up venue Bargee Valley Lake

কাপ্তাই লেকের সৌন্দর্য্য এবং বাংলাদেশ লোকাল গাইড এর মিটাপ দুটোর বর্ননা দেয়াই আমার জন্য বেশ মুশকিল এবং কাকতালীয় ভাবে এ নিয়ে কাপ্তাই লেকে আমার তিনবার যাওয়া এবং বাংলাদেশ লোকাল গাইডের মেগা মিটাপে তৃতীয়বারের মত অংশগ্রহণ করা। কাপ্তাই লেকের সৌন্দর্য্য যেমন আমাকে মোহিত করে ঠিক বাংলাদেশ লোকাল গাইডের মিটাপগুলোও আমাকে খুব অবাক করে একটা কমিউনিটি এডমিন মডারেটর প্রতিটা সদস্য কতটা আন্তরিক হলে এরকম ফলপ্রসূ মিটাপ আয়োজন করতে পারে তাই বিশদ বর্ননা দেয়া আসলেই আমার জন্য খুব খুব মুশকিল।এবারের মিটাপের টাইটেল ছিলো Exploring Kaptai’s Hidden Gems: A Local Guides Gathering লোকাল গাইডের এ এক দারুন মিলনমেলা যেখানে সারাদেশ থেকে বাছাইয়ের মাধ্যমে প্রায় ৪৭ জন লোকাল গাইড অংশগ্রহণ এর সুযোগ পেয়েছে আমিও তারমধ্য একজন সৌভাগ্যবান। এবারের মিটাপ আয়োজনে একটু ভিন্নতা ছিলো কারন পুরো মিটাপের প্লান করা হয়েছে কাপ্তাই লেক কে ঘিরে তার সাথে ছিলো ক্যাম্পিং এবং তা এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

#photo2 Some of the mesmerizing views of the Kaptai Lake completed our meetups

#photo3 One of the parts of this meetup was eating litchi from the litchi garden"

#photo4 Our camping ground is enthralled by the picturesque surroundings and the view of the lake all around"

#photo5 An important food organizing committee of Meetup very sincere in this regard,

#photo6 kayaking in kaptai lake with Bangladesh local guude,

আমরা মুলত ঢাকা থেকে সবাই বাস যোগে রাঙামাটির উদ্দেশ্য রওনা হই এবং এবং পথিমধ্যে কিছু লোকাল গাইড কে তুলে নেই কয়েকজন চট্রগ্রাম থেকে যোগ দেয় আমরা ভোরে রাঙামাটি র রিজার্ভ বাজার নেমে সকালের নাশতা সেরে বোট নিয়ে চলে যাই কাপ্লাই লেক এক্সপ্লোর করতে এবং দুপুরের খাবার খেয়ে বিকেলে মিটাপ পয়েন্ট বার্গি ভ্যালি তে প্রবেশ করি পর্যায়ক্রমে সবাই গোসল সেরে ফ্রেশ হয়ে বিকেল হাল্কা নাশতা করে রিসোর্টে র আশেপাশে ঘুরে বেড়ায় সেই সাথে চলে গাইডিং আড্ডা। বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির সিনিয়র গাইডগন যথেষ্ট আন্তরিক এবং হেল্পফুল আমরা গাইডিং ম্যাপিং সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখতে পারি এবং রাতের খাবারের পরে শুরু হয় মিটাপের গুরুত্বপূর্ণ পার্ট বিভিন্ন প্রশ্নত্তোর পর্ব স্প্যাম মুক্ত কন্ট্রিবিউশন কিভাবে করা যায় কিভাবে নিজেদের দক্ষতা কে আরো বাড়ানো যা তা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য। এভাবে সবাই সবার কাছ থেকে কিছু শিখার পাশাপাশি নিজেদের মধ্যে একটি আন্তরিকত সম্পর্কের সুচনা র মধ্যে দিয়েই মুলত আমাদের মিটাপের পর্ব শেষ হয়।ধন্যবাদ জানাই বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি কে আয়োজক কমিটি কে এবং প্রতিটা সদস্য কে যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি প্রাণবন্ত উৎসবমুখর মিটাপের আয়োজন সম্পন্ন হয়।

#localguidesbd #localguides #bdlg210 #kaptai #localguidesconnect #letsguide

62 Likes

@MohammadPalash Thanks for the post.

2 Likes

Thanks for the comment @SanjayBDLG

2 Likes

দারুণ লিখেছেন ভাই। সবকিছুই অসাধারণ ছিল।

3 Likes

ধন্যবাদ @alhasanriaz ভাই

1 Like

অনেক মিস করলাম মিটআপ

1 Like

লেখাটি সুন্দর :purple_heart: :purple_heart: :purple_heart: ভাই @MohammadPalash

2 Likes

নেক্সট ইন শা আল্লাহ @Arif_Hossain1

ধন্যবাদ আপা @Ayeshashimu

@MohammadPalash ভাই দারুন পোস্ট। লিচু বাগান থেকে লিচু পেরে খাওয়াটা সেই ছিল :metal: :metal:

2 Likes

Awesome Post Brother @MohammadPalash

khub valo somoy keteche :smiling_face_with_three_hearts::smiling_face_with_three_hearts:

1 Like

সবকিছুই অসাধারণ ছিল।

1 Like

একদম সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে @rashedul-alam @Papel_Mahammud @zoburaz

1 Like

অনেক সুন্দর লিখেছেন। একটি পোষ্ট এর মাধ্যমে পুরো মিটআপ এর সারাংশ তুলে ধরেছেন।

ধন্যবাদ @MohammadPalash

1 Like