The anniversary of Bangladesh Local Guides means another mega meetup is knocking on the door.

Caption: Local Guide ABDUS SATTAR (me) receiving a bag full of gifts from the host and honorable sponsor of the 200th Meetup of BDLG Local Guide Md Nasir Uddin Bhai and our favorite face Local Guide HOSSAIN SAHID ZOBURAZ Bhai is standing next to him with mic.

শুভ জন্মদিন প্রিয় কমিউনিটি

৭ই মার্চ বাংলাদেশী লোকাল গাইডস দের সর্ববৃহৎ কমিউনিটি " বাংলাদেশ লোকাল গাইডস" এর প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

বাংলাদেশ লোকাল গাইডস এর বর্ষপূর্তি মানেই দরজায় কড়া নাড়ছে আরো একটি মেগা মিটআপ। আর বাংলাদেশ লোকাল গাইডস এর মেগা মিটআপ মানেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা লোকাল গাইডস দের মিলন মেলা।

দেশের বিভিন্ন স্থান থেকে আগত নির্বাচিত কিছু লোকাল গাইডস দের অংশগ্রহণে, প্রতি বছর কমিউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেগা মিটআপ আয়োজন করা হয়ে থাকে। আশাকরি এবছরও তার ব্যাতিক্রম হবে না। @MahabubMunna অন্য সবার মতোই অধীর আগ্রহের সাথে অপেক্ষায় আছি, সেলিব্রেশন এবং মেগা মিটআপ মিটআপের ঘোষণার জন্য।

এই মিটআপ গুলোতে আমার সবথেকে ভালোলাগার বিষয় হলো, নতুন পুরাতন সবার সাথে দেখা হওয়ার সুযোগ তৈরি।

ছোট বড় সব ধরনের মিটআপে অংশগ্রহণে আমার ব্যাক্তিগত অর্জন হল, অনেক অনেক ভালো মনের মানুষ দিয়ে সমৃদ্ধ হয়েছে আমার বন্ধু তালিকা। বন্ধু সংখ্যায় অনেক বেশি তাই সবার নাম এখানে উল্লেখ করা সম্ভব হচ্ছে না। আসলে নাম প্রকাশ করি বা না করি, আশাকরি বন্ধুত্ব টিকে থাকবে চিরদিন।

২০১৭ থেকে লোকাল গাইডিং করলেও ২০১৯ এ এই কমিউনিটির সাথে যুক্ত হই, ৫ম বর্ষপূর্তি ও ১০০তম মেগা মিটআপ এর মধ্য দিয়ে। তার পর থেকে এখন পর্যন্ত প্রতিটি মেগা মিটআপ এ অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আশা রাখি আগামীতে সুযোগ হবে। সেই ১০০তম মিটআপ থেকে দিনে দিনে কমিউনিটির সাথে সম্পর্ক আরো বেশী সুদৃঢ় হয়েছে। একজন সাধারণ সদস্যদের পাশাপাশি কমিউনিটিতে ভলেন্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য কতৃপক্ষকে ধন্যবাদ :heart: যতদিন সম্ভব হবে করে যাব ইনশাআল্লাহ!

নিচে বাংলাদেশ লোকাল গাইডস আয়োজিত উল্লেখযোগ্য কিছু মেগা মিটআপ এর গ্রুপ ফটো শেয়ার করলাম। প্রিয় লোকাল গাইড বন্ধু, এর মধ্য আপনি কোন কোন মিটআপ এ অংশগ্রহন করেছিলেন এবং অভিজ্ঞতা কমেন্টস এ জানাতে পারেন।

Caption: College group photo of Bangladesh Local Guides mega meetups. Clockwise: The first photo from the top left is 7 Years of Bangladesh Local Guides, Fruitsup Bangladesh 2k19, Pre-Connect Meetup 2019 & Connect Live’19 Experience Sharing Meet-Up.

Caption: College group photo of Bangladesh Local Guides mega meetups. Clockwise: The first photo from the top left is the 100th Meetup of Bangladesh Local Guides, Celebrating 4 years of Bangladesh Local guides, 6 Years of Bangladesh local guides & Connect Day Bangladesh 2022.

Caption: College group photo of Bangladesh Local Guides mega meetups. The first photo from the top is the 200th Meetup Of BDLG, & the 150th meetup of Bangladesh Local Guides.

সবশেষে বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা :tada:

পথ দেখি, পথ দেখাই

আগ্রহের সাথে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ :heart:

Note: The photos used here are taken from the albums of various meetups of Bangladesh Local Guides

54 Likes

Congratulations Bangladesh Local Guides Community on your 9th years of celebration. @AbdusSattar well information post.

4 Likes

শুভ জন্মদিন প্রিয় কমিউনিটি।

বেশ কিছু মিটয়াপে আপনাদের সাথে দেখা করার সুযোগ হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো মিটয়াপে আবারো দেখা হবে।

4 Likes

@AbdusSattar ভাই শুভ জন্মদিন বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি। মিট আপ এর ছবিগুলো খুব সুন্দর হয়েছে।

4 Likes

শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ লোকাল গাইড সবাইকে শুভেচ্ছা :heart: @AbdusSattar

3 Likes

শুভ জন্মদিন বাংলাদেশ লোকাল গাইড :birthday:

3 Likes

Wow!!! This is an excellent and mega post for the upcoming MEGA meetup!

4 Likes

অনেক দিন পর আপনার লেখা দেখে ভাল লাগল @AbdusSattar

4 Likes

@MehadeHasan Thanks for your comments Brother

2 Likes

@Polash0001 মন্তব্যের জন্য ধন্যবাদ। ইদানিং আপনাকে মিটআপে দেখা যাচ্ছে না। আশা করি আগামী কোন মিটআপে দেখা হবে ইনশাল্লাহ!

2 Likes

@MahabubMunna আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

হ্যাঁ অনেকদিন পর লিখলাম। চেষ্টা করছি, আশাকরি আবার নিয়মিত লিখতে পারবো।

2 Likes

Congratulations #BDLG

Thank you brother @AbdusSattar

For sharing with us a informative post…

2 Likes

@RahmanAtikur সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

1 Like

@MohammadPalash আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ :heart:

2 Likes

@Mehedi_Murad_92 আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :heart:

3 Likes

@SanjayBDLG ধন্যবাদ :heart: সুন্দর মন্তব্যের জন্য।

এটা মেগা মিটআপ এর জন্য ছোট্ট পোস্ট

3 Likes

@Papel_Mahammud আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :heart:

2 Likes

শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ লোকাল গাইড

3 Likes

সবাইকে শুভোচ্ছা আমাদের সবার প্রিয় কমিউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলখ্যে। বেশ কয়েকটি কয়েকটি অনলাইন মিটআপে অংশ গ্রহনের পরে 200 তম মিটআপে স্বশরীরে যোগ দেই এবং সুন্দর ও বন্ধু সুলভ সদস্যদের সংগে পরিচয় ঘটে যা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আগমীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ

2 Likes

@rezakawser আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :heart: