The 400-year-old traditional Iftar market in Old Dhaka

পুরান ঢাকার নাম মনে পরলেই যে সমস্ত বিষয় গুলো চোখের সামনে চলে আসে তারমধ্য এই ইফতারের বাজার অন্যতম। এই বছর ও সুযোগ হয়েছি এই রকমারি ঐতিহ্যবাহী এই ইফতারের বাজারে যাবার।

পুরান ঢাকার মানুষজন এম্নিতেই মশলা জাতীয় খাবার বেশী খান তারমধ্যে এই ইফতারের আইটেম এসেছে সেই মোঘম সম্রাট দের কাছ থেকে।





এখানে আপনি মশলাদার এত এত ইফতারে র আইটেম পাবেন প্রতিটা আইটেম যে সুস্বাদু তা কিন্তু নয়। তবে ইফতারে র আইটেমে বৈচিত্রতার কারনে বেশ জনপ্রিয় এই গলি। এম্নিতে সারাবছর এখানে বিভিন্ন ব্যাবসা বানিজ্য পরিচালিত হয় শুধু পবিত্র মাহে রমাদান মাসেই ইফতারে র পসরা সাজিয়ে বসেন।

এ বাজারের শুরুটা সেই মোঘল সম্রাটের আমল থেকে ইতিহাস থেকে জানা যায় তখন এত এত আইটেম ছিলোনা রাজা বাদশাহরা কাবাব আইটেম এবং মিষ্টান্ন জাতীয় খাবার ইফতারে বেশী খেতেন।






ইতিহাস থেকে যতদূর জানা যায়, ১৭০২ সালে ঢাকার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ চকবাজারকে আধুনিক বাজারে পরিণত করেন। আর এই বাজারস্থ চকবাজারের শাহী মসজিদ এর সামনেই একটি কূপ ছিল। তার চারপাশেই চেয়ার-টেবিল বিছিয়ে বিক্রি করা হতো ইফতারের বিভিন্ন আইটেম। নাজির হোসেনের ‘কিংবদন্তির ঢাকা’ বইয়ে উল্লেখ আছে, ১৮৫৭ সালের আগেই চকবাজার জমজমাট হয়। রোজার সময় মোগলাই খাবার এবং রকমারি ইফতার বিক্রি করা হতো এখানে। বিশ শতকের প্রথম দিকেও ঢাকায় ইফতারির বাজার বলতে শুধু চকবাজারকে বোঝাত।

বিংশ শতকের শুরুর দিকেও এই ধারাবাহিকতা বজায় ছিল। তবে চল্লিশের দশকে পরিস্থিতি বদলাতে থাকে। মহল্লায় মহল্লায় গড়ে উঠতে থাকে ইফতারির অস্থায়ী দোকান। এটা অবশ্য চাহিদার পরিপ্রেক্ষিতেই হয়েছিল। ১৯৪৭ সালে দেশভাগের পর ঢাকার মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইফতারির সঙ্গে যোগ হয় গ্রামবাংলার পিঠা-পুলি চপ পেয়াজু ছোলা সহ প্রচুর আইটেম। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পর্যায়ক্রমে রমজান ও ইফতারের আয়োজন ও বৈচিত্র্য বেড়ে যায় অনেক অনেক গুণ।








#localguides #localguidesbd #bangladeshlocalguide #localguideconnect #Ramadankareem #iftarmarket

32 Likes

বাহ আপনি তো চকবাজারের ইফতার সুন্দর ভাবে কভার দিয়ে ফেলছেন।

4 Likes

খুবই চমৎকার হয়েছে কিন্তু ইফতারির আগে এমন পোস্ট দিলে ত জিবে পানি চলে আসে ভাই; যাইহোক অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ @MohammadPalash

5 Likes

nostalgic place
খুব ই সুন্দর লিখসেন @MohammadPalash

4 Likes

চকবাজারের ইফতারি বাজার নিয়ে সুন্দর একটা লিখনী।
ধন্যবাদ @MohammadPalash ভাই

3 Likes

আমাদের ঐতিহ্য আমাদের পুরান ঢাকা। আর পুরান ঢাকার ইফতার মানেই ইউনিক।
তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ

@MohammadPalash

2 Likes

জীবনে একবার ই গিয়েছিলাম। দেখেই সুন্দর যা।
তবে আপনি যে সুন্দর করে ছবি দিয়েছেন লোভ সংবরন করা দায়। ধন্যবাদ @MohammadPalash ভাই

2 Likes

অই আরকি রথ দেখা কলাবেচা ভাই @MahabubMunna

জ্বিনা ভাই @AbdullahAM ইফতারে র ঠিক আগ মুহুর্তে ই দিয়েছি😊

3 Likes

জ্বি ভাই তবে অল্প কিছু আইটেমই মজার @Soykot_azam

ধন্যবাদ দেশী @Trishatishu

ধন্যবাদ প্রিয় ভাইয়েরা @AI_Khan @AbirAryan

4 Likes

Khub e sundor vabe likhecen bhai @MohammadPalash
Thank you for sharing

3 Likes

আপনি সহ অনেকের থেকেই পুরান ঢাকার এই ইফতারের বাজার সম্পর্কে জেনেছি।
তবে এখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি।
খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পুরো বিষয়টা, আপনার লিখার হাত মাশাআল্লাহ @mohammadpalash

3 Likes

চমৎকার একটি পোষ্ট @MohammadPalash ভাই

2 Likes

গত কয়েক বছর রমজানে বন্ধুদের সাথে ইফতার করতে যাওয়া হয়েছিল। এবার হয়তো যাওয়া হবে না।

1 Like