[UPDATE ]
আমাদের আসন্ন 36 Walk মিট আপ হচ্ছে মূলত একটি Photo Walk যা বিশ্বব্যাপী 36 Photo Walk নামেই বহুল পরিচিত। এই walk এর আহবায়ক হচ্ছেন Paul Pavlinovich. তিনি একজন অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার এবং 'ফটোগ্রাফ মেলবোর্ন 'এর প্রতিষ্ঠাতা। একজন ফটোগ্রাফার হিসাবে ফটোগ্রাফি বিষয়ক সচেতনতা তৈরী করার উদ্দেশ্য তিনি ২০১২ সাল থেকে এটা করে আসছেন।
ফটোগ্রাফি বিষয়ে এবং এই 36 walk এর উদ্দেশ্য সম্পর্কে আরো কিছু যানতে আমাদের সাথে যোগ দিন। আপনি এবং আপনার ফটোগ্রাফার বন্ধু অথবা লোকাল গাইডস বন্ধুদেরকে আমন্ত্রণ জানাতে পারেন। বাংলাদেশের যে কেউ আমাদের সাথে এই ইভেন্ট এ যোগ দিতে পারেন। (*শর্ত প্রযোজ্য)
আগ্রহী বন্ধুদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আমরা আপনাদের কে ফিরতি মেইল এ কনফার্মেশন জানিয়ে দিবো।
★ যারা ১০০% আগ্রহী শুধু তারাই রেজিস্ট্রেশন করবেন প্লিজ, অন্যথা এড়িয়ে চলুন।
**রেজিস্ট্রেশন লিংক ঃ https://t.co/3nNY97IFma
ইভেন্ট কার্যাবলীঃ
সকাল ১২ টার মধ্যে আমরা কুমিল্লা ব্লু ওয়াটার পার্ক এ থাকব। তারপর প্রাথমিক আলোচনা এবং পরিচিতি পর্ব শেষে আমাদের ইভেন্ট শুরু করবো।
তারপর নামায এবং দুপুরের খাবারের বিরতি শেষে (আনুমানিক দুপুর ২টার মধ্যে) আমরা ব্ল ওয়াটার পার্ক ত্যাগ করবো।
২০-২৫ মিনিট এর মত আমরা হাটবো যেহেতু এটা একটা Walk আমরা জানি। Walk চলাকালীন রাস্তার আশে পাশের এলাকার কিছু ভাল ছবি সংগ্রহ করার চেষ্টা করবো।
২.৩০ মিনিটের মধ্যেই ইনশাল্লাহ আমরা ডাইনো পার্ক এ প্রবেশ করবো। ৪টার মধ্যেই আমাদের ইভেন্ট শেষ করতে পারবো ইনশাল্লাহ।
ইভেন্ট এর খরচঃ ৪০০ টাকা!!
ব্লু ওয়াটার পার্ক এর এন্ট্রি ফি ৫০ + দুপুরের খাবার ১৫০ + ডাইনো পার্ক এন্ট্রি ফি ২০০ টাকা = ৪০০ টাকা। আনুমানিক। যাতায়াত এবং রাইড ফি ছাড়া।
ব্লু ওয়াটার পার্ক এ আলাদা কোন রাইড ফি লাগবে না আর ডাইনো পার্ক এ আলাদা রাইড এর ফি ১০০ টাকা করে। যেহেতু আমরা Photo walk এ যাচ্ছ কোন রাইড এ ওঠে সময় নষ্ট না করাই ভাল। তবে চাইলে উঠতে পারবেন।
খরচ নিজ নিজ বহন করতে হবে।আমাদেরকে পে করতে হবে না সেক্ষেত্রে আপনি ইচ্ছামত খরচ বাড়াতে পারবেন, চাইলে রাইডে উঠতে পারবেন, খাবার বেশী নিতে পারবেন।
আসলে আমাদের উদ্দেশ্য লোকাল গাইডসদের সাথে মিট করা পাশাপাশি কুমিল্লার বিখ্যাত দুইটা পার্ক ভ্রমন করা এবং নতুন লোকাল গাইডসদের এই পোগ্রাম সম্পর্কে ধারনা দেওয়া।
তাছাড়া লোকাল গাইডসরা সব সময় নতুন নতুন কিছু আবিষ্কার করতে ভালবাসে। দেশের সৌন্দর্য বিশ্বের সকল ভ্রমনপিপাসুদের সামনে তুলে ধরতে ভালবাসে।
রেজিস্ট্রেশন লিংক ঃ https://t.co/3nNY97IFma
★★বিঃ দ্রঃ প্রত্যেকের সাথে ক্যামেরা অথবা স্মার্টফোন আনা বাধ্যতামূলক। মোবাইল ডাটা কিনে রাখবে।
ফটোগ্রাফারদের জন্য কুমিল্লা লোকাল গাইডস এর পক্ষ থেকে ব্লু ওয়াটার পার্ক প্রবেশ টিকেট ফ্রি।★★
আশা করছি যারা গুগল এবং লোকাল গাইডস পোগ্রাম সম্পর্কে জানতে আগ্রহী আমাদের সাথে অবশ্যই যোগ দিবেন।
ধন্যবাদান্তে
কুমিল্লা লোকাল গাইডস।
** @Kamalhasnainee @PaulPavlinovich @ShahMdSultan @OmarBD @Naiem @Golam_Kibria @MojammelR take a look here…**
Happy Guiding !!!