The 200th Meet-up countdown starts.

বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি সম্পর্কে আমার ধারনা: ভুল থেকে আমার যাত্রা শুরু। গুগল ম্যাপ্স ব্যবহার করার সময় দেখি বিভিন্ন বিষয়ের পয়েন্ট দেয়া হয়। অবুঝ মনে পয়েন্টের আশায় অনেক ভুল ম্যাপিং করেছি। তারপর একদিন ফেসবুকে বাংলাদেশ লোকাল গাইড এর সন্ধান পাই। গ্রুপ এ এসে আমার সব ধারণা পালটে যায়। সুন্দর কমিউনিটির অংশ হয়ে যাই। শিখতে থাকি ম্যাপিং। মানুষ কে পথ দেখানোই প্রধান উদ্দেশ্য আমাদের। নতুন প্লেস এড, ছবি, রিভিউ, রেটিং ইত্যাদি বিষয় শিখেছি লোকাল গাইডস এ এসে। কোনো কিছু না বুঝলে কমিউনিটি মেম্বাররা সাহায্য করেছে। এখানে এসে লোকাল গাইডস কানেক্ট সম্পর্কে জানতে পারি। ১১১ তম মিটাপে প্রথম অংশ গ্রহনের সুযোগ পাই।

আন্তরিকতা আরোও বেড়ে যায়। সিনিয়রদের কাছ থেকে নতুন বিষয় শিখতে পারি। এখন রোডম্যাপার এর সাথেও যুক্ত আছি।

কেন আমি ২০০ তম মিটাপে অংশগ্রহণ করতে চাচ্ছি:

মিটাপ মানেই মিলনমেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার লোকাল গাইড মিটাপে উপস্থিত হয়। সকলের সাথে মিশে নতুন কিছু শেখা যায়। ২০০ তম মিটাপে উপস্থিত হয়ে আরোও শিখতে চাই। তাছাড়া মিটাপে সরাসরি প্রশ্ন করা যায়, যা সিনিয়ররা উত্তর দিয়ে সহায়তা করে থাকেন। এছাড়া আনন্দ বিনোদন সব মিলিয়ে একটি মেগা উৎসব। আর সংখ্যা যেখানে ২০০, সেখানে চমক তো থাকবেই, চমকের আশায় আছি।

#meetup200 #bdlg200 #bdlg #bangladeshlocalguides #localguidesbd

52 Likes

ভুল থেকে যদি দারুন কিছু হয় ভুলই ভালো। শুভ কামনা রইলো ভাই @JakariaSultan

2 Likes

@MohammadPalash

প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে শিখছি। :heart:

1 Like

সব গুলো মিটআপ ছিলো স্মৃতিময়।

ধন্যবাদ @JakariaSultan