দেশের বিভিন্ন জেলার ১৪০ জনের ও বেশি লোকাল গাইডদের নিয়ে অনুষ্ঠিত হলো শততম মিটআপ । শুক্রবার ৮ ই মার্চ ২০১৯ চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সিলভার স্পুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় শততম মিটআপ এবং পঞ্চম তম বর্ষপুর্তি অনুষ্ঠান ।
বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির উদ্যোগে আয়োজিত হয় এই শততম মিটআপটি । এবং এই কমিউনিটি টি বাংলাদেশের সবচেয়ে বড় লোকাল গাইডস কমিউনিটি।অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি যুক্ত হন কানেক্ট মডারেটর সোনিয়া বিনতে খোরশেদ তিনি গুগল ম্যাপস, স্ট্রিট ভিউ, গুগোল কানেক্ট ফোরাম এবং কানেক্ট লাইভ ২০১৯ সহ বিভিন্ন বিষয়ে লোকাল গাইডগনদের সাথে আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মিটআপে বাংলাদেশের শীর্ষস্থানীয় লোকাল গাইডগণ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠান শুরুর পূর্বে কিছু লোকাল গাইড সদস্যরা মিলে ঘুরে আসলাম “চৌচালা বিচ” থেকে । সকালের মিষ্টি আবহাওয়া মন মুগ্ধকর পরিবেশ ছিল।
বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সারাদিন ঝাঁক-জমক ভাবে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির আয়োজক দের যাদের অক্লান্ত পরিশ্রমে এরকম একটি বিশাল অনুষ্টানের আয়োজন করা হয়েছে।