৫ আগস্ট ২০২২ বাংলাদেশ লোকাল গাইডস এর ১৯০ তম মিটাপ
২য় বারের মত মেগা মিটাপ ঢাকা এর কাছে জিন্দা পার্ক এ।
এবারো ১৩০+ লোকাল গাইড একত্রিত হয়েছিলাম
সকাল ১১ টা থেকে শুরু করে বিকেল ৬ টা পর্যন্ত চলে আলোচনা, ফান, খাওয়া-দাওয়া, খেলা, ছবি উঠানো, ঘুরাঘুরি।
আমি সকাল ৭ টায় উঠে বাশ এর কঞ্চি রেডি করি যেটা দিয়ে একটা খেলা পরিচালনা করা হবে। এদিকে আমার বাড়ি থেকে মিটাপ পয়েন্ট প্রায় দের ঘন্টার রাস্তা আমি সহ রাতুল, সাইফুল্লাহ, দুলন একত্রে মিরের বাজার থেকে জিন্দা পার্ক যাবো বলে আগেই প্লান করে রেখেছি।
সকাল ৯:১০ এ জয়দেবপুর এ রাতুল এর সাথে মিট হয় সেখান থেকে আমরা ২ জন লেগুনা করে যাই মিরের বাজার, মিরের বাজারে ছিলো সাইফুল্লাহ, দুলন এবং শাকিল।
আমরা মিরের বাজার থেকে একটি বটবিটি টেম্পু করে গিয়ে নামি জিন্দা পার্ক এর গেটের এখানে।
এতক্ষনে আয়োজক দল মিটাপ পয়েন্ট সাজিয়ে রেডি করে ফেলেছে, আবার ঢাকা থেকে ২ টি বাস করে লোকাল গাইড গন আসছে।
শুরুতে আমাদের গিফট এবং টিসার্ট বিতরণ করা হয়, আমরা সবাই আমাদের কমিউনিটির করা নতুন টিসার্ট পরে ছবি তুলতে থাকি,
এদিকে যোবায়ের ভাই মাইকে ঘোষনা করেন সবাইকে একত্রিত হয়ে চেয়ার নিয়ে বসার জন্য।
মিটাপের মুল পর্ব এখান থেকেই শুরু হয়,
মিটাপ হোস্ট বিষ্ণু মধু স্বাগত যানায় সবাইকে এবং যোবায়ের ভাই আর সজল দাদা প্রাথমিক আলোচনা করে পরিচয় পর্বে চলে যায়,
একেক করে সবাই নিজেদের পরিচয় দিতে থাকে।
পরিচয় পর্ব শেষে আমরা গ্রুপ ছবি তুলতে পাশে এক্টু বড় জায়গায় একত্রিত হই
এর পর নামাজের সময় কাছাকাছি চলে আসে এবার নামাজের বিরতি,
এই সময় নামাজ আদায় এবং পার্কের ভিতরে ঘুরে দেখার জন্য প্রায় দের ঘন্টা সময় দেয়া হয়,
২ টার দিকে দুপুরে খাবার বিতরন শুরু, সবাই খাবার নিয়ে বিভিন্ন জায়গায় বসে খাবার খায়।
খাওয়া শেষে অনেকেই কিছুটা বিশ্রাম নেয়ার চেষ্টা করে
এই সময় পচন্ড গরম লাগতেছিলো।
৩ টার পর পর যোবায়ের ভাই আবার ঘোষণা করেন সবাই আবার বসুন। এবার শুরু হবে লার্নিং পর্ব
এখানে ম্যাপিং, কানেক্ট পোস্ট এবং কমিউনিটি আরো ভালো করে সাজানো এর বেপারে মতামত প্রকাশ এবং প্রশ্ন উত্তর চলে।
এর পর পর খেলার আয়োজন শুরু হয়, ৩ টা খেলা ছিলো সবার জন্য
- সুতায় চুড়ি বেধে সেই চুড়ি বোতল এ ফেলতে হবে
- মার্বেল দৌড়, মুখে চামচ নিয়ে সে চামচে মার্বেল রেখে দৌড় দিতে হবে
- চেয়ার সিটিং, মিউজিক এর তালে চেয়ারে বসতে হবে
খেলা চলতে চলতে আমাদের জন্য লা ডেলিশিয়া থেকে বিকেলের স্নাক্স এবং বিশাল সাইজের কেক চলে আসে।
খেলা শেষে কেক কাটা হয় এবং শুরু হয় প্রেজেন্টেশন পর্ব, যারা খেলায় প্রথম হয়েছে, যারা সারা বছর কমিউনিটির জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে, যিনি সবচেয়ে বেশি কানেক্ট পোস্ট করেছে
তাদের কে কিছু গিফট প্রধান করা হয়।
এর মধ্যে বিকেল ৬ বেজে যায় আমাদের মিটাপ শেষ করার সময় চলে আসে,
আমারা আবার গ্রুপ ছবি তুলি এবং মিটাপ সমাপ্ত ঘোষণা করা হয়
এর পর সবাইকে স্নাক্স এর পেকেট বিরতন করা হয় আমরা সবার সাথে বিদায় নিয়ে বাড়ির দিকে ফেরত আসি।
সন্ধার অন্ধকার নামার আগেই সবাই মিটাপ এরিয়া থেকে বের হয়ে আসি।
মিটাপের আগে মনে হচ্ছিল সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা এত সময় কি করবো? কিন্তু বের হওয়ার সময় মন খারাপ লাগছিলো এই ভেবে যে এত তারাতাড়ি ভাল সময় কেটে কেটে গেলো মনে হচ্ছি এই সময় টা যদি আরো ১ দিন বাড়ানো যেতো তবে আরো বেশি উপভোগ করতে পারতাম।