উপমহাদেশে দৈনন্দিন কাজে মাটির তৈজসপত্রের ব্যবহার হাজার বছর ধরে । যদিও এখন সিলভার আর এলুমিনিয়ামের জন্য মাটির তৈজসপত্র তেমনভাবে ব্যবহার করা হয় না , মাটির তৈজসপত্র প্রায় বিলুপ্তের পথে , তবুও অনেক মানুষ শখ করে মাটির তৈজসপত্র ব্যবহার করে থাকেন , অনেকে বা ব্যবহার করেন বাসা বাড়ি সাজাতে।
মাটির তৈজসপত্রের ব্যবহার যেমন কমেছে , তেমনি কমেছে তৈজসপত্র বিক্রির দোকানের সংখ্যা । আগে প্রতি বাজারে বাজারে তৈজসপত্রের দোকান পাওয়া যেত , এমনকি গ্রামে গ্রামে ফেরি করেও বিক্রি করা হতো তৈজস পত্র, এখন আর এসব চোখে পড়েনা।
Thank you for sharing this information with us, @NasimJ . The photos you took are great, and the design on the vases are amazing. I’m interested in clay biscuits now, what are they for?
@NasimJ Essa é uma realidade que acredito que aconteça em várias partes do mundo, aqui mesmo na minha cidade são poucos os artesãos que trabalham com o barro. Os poucos que ainda utilizam essa técnica é mais para fins artisiticos e de lazer. Falei sobre uma exposição de cerãmica de instrumentos musicais, “Do Barro ao Som” Exposição de Arte.
Gostei muito das suas fotos e de sua postagem, principalmente pelo fato de colaborar com os pequenos comerciantes.