#Support Small Business Delicious bakers items in local market

স্থানীয় বাজারে জনপ্রিয় বেকারি আইটেম এর একটি দোকান এ বাজারে বেকার আইটেম এর একাধিক দোকান রয়েছে।

আমরা,যারা গ্রাম গঞ্জে জন্ম এবং বড় হয়েছি তারা এই বেকারি আইটেম এর সাথে বেশ পরিচিত। শৈশবের অনেক স্মৃতিও গেথে আছে বিশেষ করে আমার মামার একটি বেকারি কারখানা ছিলো সেই সুবাদে প্রচুর প্রচুর বেকার আইটেম খাওয়া হয়েছে। কালের বিবর্তনে তা আর খুব একটা চোখে পরে নাহ। ছবিগুলো মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবিবাজারে অবস্থিত মাঝে মাঝে যখন সামনে দিয়ে যাই খুব আবেগপ্লুত হয়ে যাই ভাবি আবার যদি সেই ছোট বেলায় ফিরে যেতে পারতাম।

এ বেকারি গুলোর একটা বিষয় হচ্ছে অনেকটা লাইভ বেকারি বলা যায় দোকানের পিছনের তাদের কারখানা ওইখানেই সব আইটেম তৈরি হয় তাই গরম এবং একদম ফ্রেশ পাওয়া যায়।

নরম নরম বন রুটির উপর নারিকেল দেয়া সুস্বাদু একটি বেকার আইটেম।

ক্রীম বন রুটি এটা গরম গরম খেতে খুবই মজাদার বিশেষ করে বিকেল সন্ধ্যার নাশতা হিসেবে জনপ্রিয়।

ক্রীম রোলের ছোট বেলায় খাওয়া বেকার আইটেমের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলো।

এটাকে আমরা পেটিস বলি এটা দুই ধরনের হয় মিষ্টি এবং ঝাল।

উপরোক্ত আইটেম ছাড়াও এখানে রুটি,মিষ্টি বিস্কুট, ঝাল বিস্কুট ফ্যামিলি ব্রেড সহ বিভিন্ন আইটেম পাওয়া যায় এবং তা ১০৳ থেকে শুরু হয় তাই স্থানীয় বাচ্চারা সহ বিভিন্ন শ্রমজীবী মানুষ অনায়েসেই তা ক্রয় করতে পারে।

গুগল ম্যাপ্স লিংক:arrow_right: :arrow_lower_left: ://maps.app.goo.gl/dy7LoPb3m9vCkttz9

#Bdlg #Localguide #Bangladeshlocalguide #Supportsmallbusiness #Localguideconnect #Letsguide

60 Likes

@MohammadPalash es sieht auch alles sehr lecker aus, man bekommt sofort Appetit

8 Likes

সবগুলো খাবারই দেখতে খুব সুন্দর ও সুস্বাদু মনে হচ্ছে @MohammadPalash

ইফতারের পরে পোস্ট করার জন্য ধন্যবাদ।

7 Likes

উপস্থাপন সুন্দর হয়েছে

6 Likes

রুটি আমার একটি প্রিয় খাবার যা :banana: কলা দিয়ে খেতে খুব সুস্বাদু লাগে। রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে আমি কলা দিয়ে রুটি প্রায় খেয়ে থাকি।ধন্যবাদ আমাদের সাথে বেকারীর দোকান নিয়ে বিস্তারিত লিখার জন্য।

6 Likes

Very nice post @MohammadPalash

Dishes are looking very tasty.

5 Likes

Fantastic post

4 Likes

অনেক সুন্দর একটি পোষ্ট। আপনার পোষ্ট এর মধ্যে ক্রিম রোলটি আমার খুবই প্রিয় একটি খাবার। যা এখন ও পাইলে আমি এর স্বাদ নিতে ভুলি না।

ধন্যবাদ @MohammadPalash

ক্ষুদ্র ব্যবসায় কে সাপোর্ট করার জন্য।

3 Likes

Terima kasih sudah berbagi @MohammadPalash . Saya dan keluarga juga suka sekali dengan aneka olahan roti.semua yang dijual di toko ini terlihat enak ya.

Kami punya beberapa toko roti dan pastry favorite di berbagai tempat dan negara, seperti yang bisa dilihat di foto di bawah ini, Sourdough bread dari Don Bakeshop Grand Indonesia dan pastries enak yang saya nikmati di Boulangerie Eric Emery (may favorite in Geneva, Switzerland!)

saya tag @Velvel yang juga pecinta kuliner, termasuk aneka roti

4 Likes

Wow All item are delicious @indahnuria

জ্বি ভাই মনের কথা বলেছে অলটাইম এর রোল টাও খুব পছন্দের @GaziSalauddinbd

Thank for the lovely comment @Tandrima2

3 Likes

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়েরা আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য র জন্য @Aslam_hossain @NasimJoy @

1 Like

@MohammadPalash Your added tropic are excellent. Thanks for sharing with us.

1 Like