স্থানীয় বাজারে জনপ্রিয় বেকারি আইটেম এর একটি দোকান এ বাজারে বেকার আইটেম এর একাধিক দোকান রয়েছে।
আমরা,যারা গ্রাম গঞ্জে জন্ম এবং বড় হয়েছি তারা এই বেকারি আইটেম এর সাথে বেশ পরিচিত। শৈশবের অনেক স্মৃতিও গেথে আছে বিশেষ করে আমার মামার একটি বেকারি কারখানা ছিলো সেই সুবাদে প্রচুর প্রচুর বেকার আইটেম খাওয়া হয়েছে। কালের বিবর্তনে তা আর খুব একটা চোখে পরে নাহ। ছবিগুলো মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবিবাজারে অবস্থিত মাঝে মাঝে যখন সামনে দিয়ে যাই খুব আবেগপ্লুত হয়ে যাই ভাবি আবার যদি সেই ছোট বেলায় ফিরে যেতে পারতাম।
এ বেকারি গুলোর একটা বিষয় হচ্ছে অনেকটা লাইভ বেকারি বলা যায় দোকানের পিছনের তাদের কারখানা ওইখানেই সব আইটেম তৈরি হয় তাই গরম এবং একদম ফ্রেশ পাওয়া যায়।
এটাকে আমরা পেটিস বলি এটা দুই ধরনের হয় মিষ্টি এবং ঝাল।
উপরোক্ত আইটেম ছাড়াও এখানে রুটি,মিষ্টি বিস্কুট, ঝাল বিস্কুট ফ্যামিলি ব্রেড সহ বিভিন্ন আইটেম পাওয়া যায় এবং তা ১০৳ থেকে শুরু হয় তাই স্থানীয় বাচ্চারা সহ বিভিন্ন শ্রমজীবী মানুষ অনায়েসেই তা ক্রয় করতে পারে।
রুটি আমার একটি প্রিয় খাবার যা কলা দিয়ে খেতে খুব সুস্বাদু লাগে। রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে আমি কলা দিয়ে রুটি প্রায় খেয়ে থাকি।ধন্যবাদ আমাদের সাথে বেকারীর দোকান নিয়ে বিস্তারিত লিখার জন্য।
Terima kasih sudah berbagi @MohammadPalash . Saya dan keluarga juga suka sekali dengan aneka olahan roti.semua yang dijual di toko ini terlihat enak ya.
Kami punya beberapa toko roti dan pastry favorite di berbagai tempat dan negara, seperti yang bisa dilihat di foto di bawah ini, Sourdough bread dari Don Bakeshop Grand Indonesia dan pastries enak yang saya nikmati di Boulangerie Eric Emery (may favorite in Geneva, Switzerland!)