অরিজিনাল সাগর সুইটস এর একজন কর্মী ছানা মিষ্টি প্যাকেট করছে পাঁশে দাড়িয়ে আছে কয়েকজন লোকাল গাইড [ Mahabub Hasan ]
আমি কিংবা বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি কোন কিছু আয়োজনে চেষ্টা করে মিট আপ কে সাফল্যমণ্ডিত করতে Local Guides এর Mission Vision গুলো কভার করার । তাই বড় আয়োজনে চেষ্টা করা হয় লোকাল গাইড পরিচালিত বা স্মল বিজনেস সাপোর্ট করতে তাদের থেকে কোন কিছু তৈরি করার মাধ্যমে ।
২০০ তম আয়জনের জন্য আমরা গিয়েছিলাম সাতক্ষীরা জেলায় , ওই অঞ্চলের মিষ্টি বেশ বিখ্যাত তাই আমরা কয়েকটি দোকানে বিভিন্ন রকমের মিষ্টি অর্ডার করেছিলাম ফিরত আসার সময় সংগ্রহ করব বলে ।
এই ই মাঝে হটাত দেখা হয়ে যায় " অরিজিনাল সাগর সুইটস " এর মেহেদি ভাইয়ের সাথে উনি ও এক জন লোকাল গাইড, প্রায় ২ বছর আগে আমাকে তাদের প্রতিষ্ঠানের সন্দেশ খাওয়ানর ইচ্ছা প্রকাশ করেছিল , কিন্তু ঘটনা ক্রমে ২৪ তারিখ দেখা হয়ে যায় আর তার মিষ্টি দোকান থেকে সবাই অল্প অল্প করে বেশ কিছু আইটেম ক্রয় করি ।
অরিজিনাল সাগর সুইটসের ভেতর আমি [ Mahabub Hasan ] ও লোকাল গাইড মেহেদি
সাতক্ষীরা অঞ্চলে মিষ্টির ধরন বাংলাদেশের অন্য জেলাগুলো থেকে ভিন্ন এখানে বেশ কিছু স্পেশাল আইটেম রয়েছে যেগুলোর স্বাদ ও অন্যান্য গুণগত কারণে সম্পূর্ণ ভিন্ন । উল্লেখযোগ্য আইটেমের মাঝে হচ্ছে খেজুরের রস মিশ্রিত সন্দেশ, গুড়ের প্যারা সন্দেশ, ছানা এবং বেশ কয়েক রকমের মিষ্টি।
সাতক্ষীরার বিখ্যাত গুড়ের সন্দেশ
যেহেতু আমরা দুই দিনের সফরে সাতক্ষীরা অবস্থান করছিলাম তাই সকলেই চেষ্টা করেছিলাম স্থানীয়দের থেকে এমন কিছু সংগ্রহ করতে , এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা কিছুটা লাভবান হন এবং আমরাও তাদের তৈরি উপকরণ থেকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারি ।
মিষ্টির দোকানের কর্মীদের সাথে কথা বলছে উপস্থিত লোকাল গাইড সদস্যবৃন্দ
আমরা যারা লোকাল গাইড কার্যক্রমের সাথে যুক্ত আমরা চাইলেই পারি আমাদের সমাজের আশেপাশের ছড়িয়ে থাকা স্মল বিজনেস শুরু করেছে তাদের সাহায্য করতে , এর জন্য অতিরিক্ত কোন কিছুর প্রয়োজন নেই আপনি আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো তাদের কাছ থেকে কিনলেই তাদের সাহায্য হয়ে যাবে।
এছাড়া আপনার ম্যাপ এডিট ফটো কন্ট্রিবিউশন ও রিভিউ দ্বারা তাকে আরো সাহায্য করতে পারেন বিশ্বস্ততা বাড়াতে ও পরিচিতি লাভের ক্ষেত্রে
মিষ্টি আইটেম কিনে খাচ্ছেন একজন লোকাল গাইড সদস্য [Mahabub Hasan Munna ]