সৈয়দপুরের ইতিহাস - ( STORY OF MY HOMETOWN )

সৈয়দপুরের ইতিহাস :earth_africa:

সৈয়দপুর থানা একটি অনেক পুরাতন থানা। ১৯১৫ সালে সৈয়দপুর থানা প্রতিষ্ঠিত হয়। ভারতের কুচ বিহার থেকে আগত মুসলিম সাইয়্যেদ পরিবার প্রথমে এ অঞ্চলে বসবাস শুরু করেন। উক্ত পরিবারের নামানুসারে প্রথমতঃ সাইয়্যেদপুর পরে সৈয়দপুর নামকরণ করা হয়।

বিগত ০৭/১১/৮২ তারিখে মান উন্নীত থানা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। এ উপজেলার আয়তন ১২১.৬৮ বর্গ কিঃ মিঃ। ২০০১ সালের আদম শুমারী অনুযায়ী মোট লোক সংখ্যা - ২,৩২,২০৯ জন। এর মধ্যে পুরুষ-১,২১,৬২৮ জন এবং মহিলা- ১,১০,৫৮১ জন। শিক্ষার হার ৪৮.৫১%।

পূর্ব পাকিস্তান আমলে সৈয়্যেদপুর সিটি টাউন ছিল। কালের চক্রে তাহা বিলুপ্ত হইয়াছে। তবে বর্তমানে প্রেক্ষাপটে সিটি টাউনের চেয়েও কাজে কর্মে জেলা শহরের রুপ নিয়েছে। সৈয়্যেদপুরে ভারতের পূর্ব অঞ্চল, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, আসাম, পশ্চিম বাংলা, রাজস্থান, কাশ্মিরের লোকজন স্থায়ীভাবে বসবাস করছেন। বিভিন্ন ভাষাভাষী লোকের একত্রে বসবাস রয়েছে।

রেলওয়েকে কেন্দ্র করে এ শহর গড়ে উঠলেও সময়ের সাথে এ শহর উত্তরাঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। পরিবহনের ক্ষেত্রে সৈয়্যেদপুর বৃহত্তর রংপুর, দিনাজপুর সহ ৮টি জেলার করিডোর বা নার্ভ সেন্টার হিসাবে পরিচিত।

এ শহরে একটি সেনানিবাস এবং বাংলাদেশের একমাত্র ইএমই সেন্টার ও স্কুল রয়েছে। এখানে একটি বিমান বন্দরও আছে। পানি উন্নয়ন বোর্ডের একটি বিভাগ এবং সড়ক ও জনপথ বিভাগের একটি উপ-বিভাগ রয়েছে। একটি ছোট আকারে বিদ্যুত উৎপাদন কেন্দ্রও রয়েছে। এখানে একটি বিসিক শিল্প এস্টেট রয়েছে। এটি সম্প্রসারণের জন্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পক্ষ থেকে জোর দাবি রয়েছে।

সৈয়দপুরের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হল সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, যা ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। সৈয়দপুরকে নীলফমারী জেলার শিক্ষার শহরও বলা হয়।

এখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা জেলার একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, এখানে ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, ব্যবসায় প্রশাসনসহ প্রধান বিষয়সমূহে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু আছে। আরও ৩টি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু আছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাভুক্ত। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ হল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সৈয়দপুর সরকারি কলেজ, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর সরকারি টেকনিক্য়াল স্কুল ও কলেজ, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল-উলুম মাদ্রাসা, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, আল ফারুক একাডেমি। এছাড়া প্রায় ৯টি কলেজ, ৫০টির উপরে প্রাথমিক, মাধ্যমিক ও কিন্ডারগার্ডেন রয়েছে।

15 Likes

ইতিহাস সমৃদ্ধ বিস্তারিত পোস্ট শেয়ার করেছেন @rahulsmoothy ধন্যবাদ ভাই।

অনেক দর্শনীয় স্থানও আছে।

আমি কখনো যাইনি।

2 Likes

@rahulsmoothy

Ein sehr informativer Beitrag mit vielen schönen Fotos welche mir gut gefallen haben.

3 Likes

Thank you! :heart: @Annaelisa

2 Likes

অবশ্যই আসবেন ভাই, নিমন্ত্রণ রইলো। :blush:

@KhanSayfullah

2 Likes

Well described post, but if you arrange each photo well for collage photo frame then post will attract more attention, anyway you are welcome to share your travel experience. @rahulsmoothy

3 Likes

সুন্দর ও তথ্যবহুল একটি পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ @rahulsmoothy

FYI: আপনি যখন কোনো পোস্টের উত্তর দেন, অনুগ্রহ করে ব্যক্তির নামের আগে “@” ব্যবহার করুন (যেমন আপনি যদি আমাকে উত্তর দেন তাহলে @AbdullahAM ব্যবহার করুন); যাতে সে আপনার উত্তর সম্পর্কে একটি বিজ্ঞপ্তি পাবে এবং তারাও আপনার উত্তর দেখতে পারে।

3 Likes

অনেক বড় পোস্ট ভাই @rahulsmoothy

অনেক সুন্দর হয়েছে।

2 Likes

**THANK YOU SO MUCH @ShailendraOjha **

3 Likes

অসংখ্য ধন্যবাদ ভাই :hugs: @AbdullahAM

2 Likes

ধন্যবাদ ভাই @MonirHB

1 Like

Hi @rahulsmoothyWelcome to Connect! If this is your first visit, you’ve come to the right place. This post will serve as a guide for everything you need to know about contributing content and engaging with the Local Guides community on Connect”. This is the first of the information that you will find in “Your guide to Connect” , the introductory Guide of the community. In there you will find all the necessary information to know how to better contribute in here.

I would like to address your attention also to The 5 core values of Connect, and especially to the number 4: “We’re original. We post our own words, photos, and videos that we’ve created just for Connect. We don’t share content that we don’t have the rights to.

Unfortunately this is not the case of this post, as the text is fully copied from Wikipedia , and most of your photos are taken from the web too.

In Local Guides Connect and in Google Maps (where you are using several copied photos too) we care about author’s right, included yours. For more information please read: How do I follow the original content guidelines on Connect?

Kindly edit your post to remove everything not originally created by you, and replace it with your own words and photos.

Also do the same by removing all the stolen photos from Google Maps

Do you have a doubt about how to do something? The Help desk is here for you,with a long list of post with detailed indications on how to post.

Good Luck

Which kind of contents we share in the community? What are Connect topics? will give you an explanation

3 Likes

@rahulsmoothy অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন, ধন্যবাদ।