ঐতিহ্যবাহী তারা মসজিদ - Star Mosque 🌟

  1. || অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন পুরান ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ ||

আঠারো শতকে নির্মিত ঐতিহ্যবাহী তারা মসজিদ পুরনো ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ। সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে।

মসজিদের গায়ে এর নির্মাণ-তারিখ খোদাই করা ছিল না। জানা যায়, আঠারো শতকে ঢাকার ‘মহল্লা আলে আবু সাঈয়ীদ’-এ (পরে যার নাম আরমানিটোলা হয়) আসেন জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান)। ঢাকার ধণাঢ্য ব্যক্তি মীর আবু সাঈয়ীদের নাতি ছিলেন তিনি। মির্জা গোলাম পীর এ মসজিদ নির্মাণ করেন। ‌মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায়।

১৮৬০ সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে, ১৯২৬ সালে, ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী, আলী জান বেপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি-টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে।

মোঘল স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে এ মসজিদে। ঢাকার কসাইটুলীর মসজিদেও এ ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উল্লেখ্য - দিল্লী, আগ্রালাহোরের সতেরো শতকে নির্মিত স্থাপত্যকর্মের ছাপ পড়ে মোঘল স্থাপত্য শৈলীতে।

মির্জা গোলামের সময় মসজিদটি ছিল তিন গম্বুজঅলা, দৈর্ঘ্যে ৩৩ ফুট (১০.০৬ মিটার) আর প্রস্থে ১২ ফুট (৪.০৪ মিটার)। আলী জানের সংস্কারের সময়, ১৯২৬ সালে, মসজিদের পূর্ব দিকে একটি বারান্দা বাড়ানো হয়। ১৯৮৭ সালে তিন গম্বুজ থেকে পাঁচ গম্বুজ করা হয়। পুরনো একটি মেহরাব ভেঙে দুটো গম্বুজ আর তিনটি নতুন মেহরাব বানানো হয়।

উইকিপিডিয়া হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী,
মসজিদের বতর্মান দৈর্ঘ্য ৭০ ফুট (২১.৩৪ মিটার), প্রস্থ ২৬ ফুট (৭.৯৮ মিটার)।

মসজিদের সম্মুখে তারা আকৃতির জলাশয় রয়েছে। জলাশয়ে স্বয়ংক্রিয় ঝর্ণা ও রঙিন বাতি লাগানো আছে। সন্ধ্যার পর ঝর্ণাটি ছাড়া হয় আর ক্রমশঃ রাতের আলোআঁধারিতে রঙিন বাতির আলোয় তৈরী হয় এক স্বর্গীয় পরিবেশ, মসজিদটিকে লাগে অপূর্ব সুন্দর!!!

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া (Wikipedia)

#BDLGCPC #connectcontest #bangladesh

For Night View & Fountain View :point_down: :point_down: :point_down:

https://youtu.be/DNw-1qwogYQ

39 Likes

কলেজে পড়ার সময় আমার এক বন্ধুর বাসা ছিল ঐদিকে। ওদের বাসায় আসা যাওয়ার সময় বেশ কয়েকবার দেখেছি এই অসাধারন সুন্দর মসজিদটি। তবে নিকট বর্তমানে দেখা হয় নাই @AbirAryan ভাই। বর্ণনা অনেক সুন্দর হয়েছে। ছবিগুলোও ভালো হয়েছে। তবে প্রায় একই রকমের ৫টি ছবি দিয়েছেন মনে হচ্ছে :grinning: :grinning: । বাকী সব অনেক সুন্দর এবং ঠিক আছে। সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

6 Likes

Dear @AbirAryan

খুব সুন্দর দৃষ্টিনন্দন ঐতিহাসিক একটি মসজিদ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছবিগুলো সবই এক রকম যদি ভিতরে দুই একটা ছবি আমাদের সঙ্গে শেয়ার করতেন এটা আরো সুন্দর হত।

3 Likes

Hello @AbirAryan ,

Thank you for sharing these photos with us, the mosque looks very beautiful! Isn’t there a minaret?

It seems that huge parts of your text have been taken from an external source and this is against the rules of Connect. In order to avoid putting your post in the off-topic section, kindly edit it using your own words.

You can edit your publication following the helpful instructions that you will find here: Edit your post - Why and How To.

Connect is all about originality! For further information, please have a look at the following link.

4 Likes

ধন্যবাদ পুরান ঢাকার ঐতিহ্য তুলে ধরার জন্য @AbirAryan

4 Likes

@MukulR ছবিগুলো লকডাউন এর সময় তোলা তাই আমিি ভেতরে প্রবেশ করতে পারিনি। ফলে ভিতর থেকে ছবি তোলা যায়নি। একদিন আপনি আসুন তখন আপনার সাথে আবার যাওয়াা যাবে, তখন ভেতরে থেকেও তোলাাা যাবে। :heart:

4 Likes

@KamalHossenR আসলে ছবিগুলো বিগত লকডাউন এর সময়় তোলা। ফলে ভিতরে প্রবেশ করতে পারিনি যার কারণেেে ভিতরের ছবি তোলা সম্ভব হয়নিি । :heart:

3 Likes

@BorrisS Thank You for informing me. :smiling_face: :heart:

5 Likes

@MahabubMunna আপনিই ত আমার অনুপ্রেরণাা বড়়ভাই। :heart:

3 Likes

ঠিক আছে রেডি থাকেন, আগামী মাসের শেষের দিকে আপনার সাথে যাব ওখানে @AbirAryan । দাওয়াতের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

5 Likes

ছবি গুলি সুন্দর হয়েছে,আর লেখাটি ও চমৎকার @AbirAryan :bangladesh: :bangladesh: :bangladesh:

2 Likes

@Ayeshashimu Thank You Api :star_struck:

2 Likes

Sorry for late reply. Thanks for sharing Dhaka old mosque details @AbirAryan .

2 Likes

আরও অন্যদিক থেকে কিছু ছবি তুলে শেয়ার করতেন। প্রথম কয়েকটি ছবি সবগুলো একই মনে হল।

ধন্যবাদ ভাই @AbirAryan

তারা মসজিদে এখনো আমার যাওয়া হয় নি। যাব এক সময় ইনশাল্লাহ। আপনি আপনার পোষ্টে খুব সুন্দরভাবে ইতিহাসটি তুলে ধরেছেন। এরকম আরও পোষ্ট করে যাবেন আশা করি।

2 Likes

অনেক সুন্দর

1 Like

@MS_Pathan করোনা কালীন সময়ে তোলায় ভিতরে প্রবেশ করতে পারিনি।

2 Likes

@Nazrulnahidfeni ধন্যবাদ ভাই।

মসজিদে কারুকার্য অসাধারণ। আপনার পোস্টের মাধ্যমে অনেককিছু জানতে পারলাম। ধন্যবাদ।

@AbirAryan খুবই সুন্দর প্রাচীন একটি মসজিদ, সুন্দর ফটোগ্রাফি, তুলে ধরার জন্য ধন্যবাদ।