Some activity and achievement on Google maps

সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন।

আমি মনজুরুল ইসলাম বাবুল। লোকাল গাইড বাংলাদেশের একজন খুদে ব্যবহার কারি। আমার লোকাল গাইড লেভেল 09

সকলের ভালোবাসায় আমি যে পর্যন্ত গিয়েছি আজ তার কয়েকটি স্কিনশট শেয়ার করছি।

সকলের ভালোবাসায় আমার লেখা অনেকের কাজে লাগাতে পারেন। সব সময় চেষ্টা করি তথ্য যুক্ত প্রয়োজনীয় রিভিউ দিতে। এটা এরকম একটি রিভিউ।

লোকাল গাইড কানেক্ট ফোরামে লেখা হয় সময় পেলে। কানেক্ট লেখার জন্য অনেকের ভালোবাসার 500 :heart_decoration: কদুস পাই।

এই পর্যন্ত ৮০০ জায়গার প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করেছি।

মোট উত্তরের পরিমাণ 8485 টি।

সবাইকে ধন্যবাদ । সকলের কাছে দোয়া কামনা করছি। যাতে ভবিষ্যতে আপনাদের উপকারের পাশাপাশি দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারি।

#LOLOCALGUIDEBANGLA

#LET’SGUIDE

#GOOGLELOCALGUIDE

#LOVETOGUIDING

25 Likes
  • @user_not_found Wow, your achievements are amazing! Congratulations :smile:
1 Like

Thank you for your Encouraging comments

** @MagdaRautenbach **

1 Like