Small traders and cottage industry entrepreneurs

ক্ষুদ্র ব্যবসায়ী ও কুটিরশিল্প উদ্যোক্তা

হ্যালো লোকাল গাইড বন্ধুরা
আপনাদের সাথে অনেক বিষয় নিয়ে আমি বিগত বছর গুলোতে আলোচনা করেছি।
বিভিন্ন রকমের পোস্ট করেছি আমি কানেক্ট ফোরামে।
আজ কে আমি এমন এক জন নারীর জীবন সংগ্রাম, নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। যে একজন নারী উদ্যোক্তা এবং কুটির শিল্পের মাধ্যমে আরো পাঁচজন(০৫) নারীর কর্মসংস্থান যুগিয়েছে।
আমেনা বেগম অজপাড়াগাঁয়ের এক জন গৃহবধূ। তার অভাবের সংসার চালানো জন্য, বাঁশ এর মোড়া তৈরি করে বিক্রি করেন। আমেনা তার এই ক্ষুদ্র ব্যবসায় তে আরো কিছু হত দরিদ্র মহিলাকে সহযোগী হিসাবে নিয়োগ দেন। তারা কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে।


তৈরির করার নিয়ম :
গ্রামঞ্চলের নারী-পুরুষরা নকশী মোড়াগুলো নির্মাণ করে থাকেন। বর্ষার সৃজনে, বৃষ্টির জন্য বাহিরে কাজ করা যায় না। এই বর্ষার সৃজনে ঘরে বসে দিন পার করতে হয়। একেকটি মোড়া নির্মাণে স্মৃতি হয়ে থাকে সেই জানা অজানা ছোট-বড় অসংখ্য গল্প। একেকটি গল্পের মধ্যে তৈরি হয় এক একটি নতুন মোড়া।
একটি মোড়ায় গাঁথা হয় ৯০-১০০ টি বাঁশের শলা। সেই একেকটি শলার গাঁথনিতে তৈরি হয় গল্প। সেই গল্পে থাকে কারো সুখ, কারো দুঃখ, থাকে জীবনের গল্প।
মোড়া তৈরির উপকরণ সমূহ :
১. বাঁশ
২. সাইকেল এর টায়ার (পুরাতন)
৩.প্লাস্টিক এর ফিতা



বিক্রির স্থান ও মোড়ার মূল্য :
সুন্দর এই হস্ত শিল্প গুলো স্হানীয় বাজারে বেশ চাহিদা আছে। মোড়ার বিভিন্ন সাইজ আছে। যেমন: ৮ ইঞ্চি, ১০ ইঞ্চি, ১ ফুট, ১৮ ইঞ্চি (স্কয়ার ফুট)
এইসব মোড়ার দামও বিভিন্ন রকমের ৫০০/টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত আছে।

মোড়া তৈরির মজুরী:
এক জন নারী সপ্তাহে ৩/৪ টি মোড়া তৈরি করতে পারে। যা তারা মজুরী হিসাবে ৮০০/ থেকে ১০০০/ টাকা উপার্জন করে।
মাসে ৪ থেকে ৫ হাজার টাকা উপার্জন করে।

পরিশেষে বলা যায় আমাদের বেশি বেশি ইকো ফ্রেন্ডলি জিনিস ব্যবহার করতে হবে।

#smallbusiness
#localguideconnect
#letsguide #bdlg
#10yearslocalguide

23 Likes

A very interesting and inspiring post, @GaziSalauddinbd . Her perseverance and determination to prove herself are admirable.

We seem to have forgotten that eco-friendly products are necessary these days, and many Asian nations have been doing so for a very long time. We are now following their lead in order to preserve the eco-balance. This type of examples always inspire us to follow.

Cheers!

2 Likes

ক্ষুদ্র উদ্দোক্তাদের প্রশংসা জানাই আমার পক্ষ থেকে।
খুবই সুন্দর ও প্রশংসনীয় কাজ।
জেনে আনন্দিত হবেন যে, আমি স্কুল জীবনে এই একই মোড়া বানাতে পারতাম। আমাদের ঘরে বানানো মোড়া এখনো বিদ্যমান। এইসব ক্রিয়েটিভ কাজ আমার অত্যন্ত ভালো লাগে৷ ধন্যবাদ @GaziSalauddinbd ভাই সুন্দর উপস্থাপনার জন্য।

2 Likes

Inspiring post @GaziSalauddinbd

2 Likes

@GaziSalauddinbd Nice post

1 Like

আমার এখনও মনে আছে - আমি যখন স্কুলে পড়তাম আমাদের বাসায় এই রকম ৪/৫ টা মোড়া ছিল। প্লাস্টিকের চেয়ার এর ব্যবহার বাড়ার সাথে-সাথে এই আরাম দায়ও জিনিসটা এখন হারায় যাইতেছে। ধন্যবাদ ভাই এই রকম একটা ভালো শৈল্পিক জিনিস এর কথা মনে করিয়ে দেয়ার জন্য।

2 Likes

@GaziSalauddinbd প্রেরনাদায়ক সুন্দর একটি পোষ্ট ভাই

1 Like

আমাদের দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান অনস্বীকার্য।
উচ্চশিক্ষিত লোকজন কর্পোরেট বিজনেসের সাথে জড়িত হলেও বেশিরভাগ অল্পশিক্ষিত মানুষ জড়িত থাকে ক্ষুদ্র ও কুটির শিল্পে।
বড় বড় কোম্পানি তাদের উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশের ক্ষতি করলেও কুটির শিল্প সবসময় পরিবেশ-বান্ধব।
ধন্যবাদ @GaziSalauddinbd ভাই আপনার লেখার জন্য।

1 Like

আপনার কথা গুলো সত্য। আমাদের দেশের গ্রামের বাজারে এখনও এই কুটির শিল্প গুলোর চাহিতা বেশি।
ধন্যবাদ @Al_Khan

1 Like

I want to promote this through local guides like us. That eco-friendly products will flourish. So that the impact of plastic on our environment will be reduced.
Thank you very much @AjitThite

1 Like

খুবই সুন্দর পোস্ট ভাই @GaziSalauddinbd

1 Like