খুভ কাছে থেকে জেলেদের মাছ ধরার প্রস্তুতি দেখে আসলাম কক্সবাজার জেলার শ্যামলাপুর থেকে।
তাদের মাছ ধরার ক্ষেত্র বঙ্গপসাগর।
আবহাওয়া অনুকূল থাকলে প্রায় প্রতিদিন ট্রলার নিয়ে সাগরে চলে যায় ছোট ছোট দল, একটা ট্রলারে একটা দল প্রতিটি ট্রলারে মোট ৬ জন করে যায় ৪/৫ দিন এর জন্য, এই ৪ দিনে তাদের রান্না, খাওয়া, গোছল, বাথরুম সব সাগরে।
ছবি ১ : একটি ট্রলার সাগরে যাওয়ার জন্য রেডি
প্রতিদিন সন্ধার আগে আগে ট্রলার সাগরে নেমে যায় তার আগে সকাল থেকে চলে প্রস্তুতি
ছবি ২: সাগরে যাওয়ার আগে টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করছে এক জন।
ছবি ৩: সাগর পাড়ে সারাদিন এমন জাল বিছিয়ে চলে জাল মেরামত, কোন ছেড়া ফারা থাকলে তা সুতা দিয়ে সেলাই করা হয়
ছবি ৪: ট্রলার ছাড়ার আগে সেই দিন রাতের খাবার রান্না করে নিচ্ছে সুমুদ্র পাড়ে।
এমন হতে পারে ১ম দিন রাতে যদি তারা কাংখিত পরিমান মাছ পেয়ে যায় তবে পরদিন সকালে চলে আসবে মাছ নিয়ে, যদি তা না পায় তবে ৪/৫ দিন পর্যন্ত চলবে মাছ ধরা, এই সময়ে খাওয়ার জন্য শুকনো খাবার এর পাশাপাশি চাল,ডাল,তেল পানি নিয়ে নেয়, আর জ্বালানির জন্য তেল এবং লাকড়ি থাকবে তাদের সাথে।
প্রতিটা ট্রলার সুমুদ্রপাড় থেকে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার কোন কোন সময় ৫০ কিলোমিটার পর্যন্ত সাগরে ভেতরে চলে যায়।
ছবি ৫: ধরে আনা মাছ গুলি আড়তে এনে রাখা হয়েছে বিক্রির জন্য, এখানে এখানে ইলিশ মাছ দেখা যাচ্ছে।
ছেলেদের বৈচিত্র্যময় জীবন দেখে এসেছি, তাদের মাছ ধরা দেখতে হলে তাদের সাথে সুমুদ্রে যেতে হবে ৪/৫ দিন এর জন্য প্রচুর সাহস এবং টিকে থাকার শক্তি এবং মানুষিকতা থাকা খুভ জরুরি।