প্রিয় লোকাল গাইডস,
আনন্দের সাথে জানাচ্ছি, আমরা সম্প্রতি ‘বাংলাদেশ লোকাল গাইডস’ এর পক্ষ থেকে সদস্যদের জন্য t-shirt তৈরির একটি প্রক্রিয়া সম্পন্ন করেছি। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ লোকাল গাইডস’ এর ১০ম বর্ষপূর্তি মিট-আপ অনুষ্ঠিত হওয়ার পর থেকেই অনেক বাংলাদেশী লোকাল গাইড (যারা ঐ মিট-আপ এ অংশগ্রহণ করতে পারেনি) ঐ মিট-আপের টিশার্টের জন্য আমাদেরকে অনুরোধ করতেছিল। মূলত তাদের চাহিদার উপর ভিত্তি করেই টি-শার্ট তৈরীর এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। দেশের সার্বিক পরিস্থিতির কারণে দীর্ঘ অপেক্ষার পর এই কার্যক্রম সুন্দরভাবে শেষ করতে পেরে আমরা বেশ আনন্দিত।
উল্লেখ্য, প্রতিটি টি-শার্টের প্যাকেটে কিছু লোকাল গাইড রিলেটেড স্টিকার, A4 সাইজে প্রিন্ট করা 2025 সালের ক্যালেন্ডার দেয়া হয়েছে। এবং সেই সাথে ‘ম্যাপে সঠিক উপায়ে কন্ট্রিবিউশন করার জন্য’ A4 সাইজের একটি করে দিকনির্দেশনা মূলক Leaflet দেওয়া হয়েছে। আশা করছি, এই দিকনির্দেশনা ভবিষ্যতে কনট্রিবিউশনের ক্ষেত্রে সহায়ক হবে।
যারা এই টি-শার্ট হাতে পেয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করছি, এই টি-শার্ট সম্বন্ধে আপনার মতামত এবং টি-শার্ট পরিহিত ছবি এই পোস্টের কমেন্টে নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করবে।
@MahabubMunna
এমন মহৎ উদ্যোগের সাথে যুক্ত হতে পারাটা ছিল আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
যাইহোক, গিফট আইটেমগুলো সত্যই অসাধারণ ছিল। বিশেষ করে দিকনির্দেশনা মূলক লিফলেট।
It feels so great to do something for this community. And obviously it is so enjoyable moment for me to serve with you all… Thank you for taking this step… Love you all
আস্সালামুয়ালাইকুম,
ধন্যবাদ জানাই আপনাদের সবাই কে যাদের অক্লান্ত পরিশ্রমে এই টি-শার্ট কার্যক্রম সুন্দর ভাবে সমাপ্তির পথে। আমি সিলেটে থেকেও, মিট আপে অংশগ্রহণ করতে পারি নি, তাই অনুরোধ করেছিলাম। আমার পরিহিত কোন ছবি না থাকায় আপলোড করতে পারছি না।
“পথ দেখি পথ দেখাই”
এই ছোট শব্দগুলোর মধ্যে অনেক বিশালতা লোকিয়ে আছে।
সঠিক দিক নির্দেশনা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ।
আমিও সংগ্রহ করলাম বাংলাদেশ লোকাল গাইড এর সিগনেচার টি শার্ট, কয়েক বছর আগে থেকে গুগল ম্যাপে দোকান, মার্কেট, ও বিভিন্ন পরিচিত ও অপরিচিত স্থান এড করা শুরু এবং বিভিন্ন ফুড রিভিউ করতে খুবই ভালো লাগতো,তবে না বুঝতে পেরে অনেক মানুষ সহ ছবি ও যেকোনো কিছুই আপলোড দিয়ে দিতাম, বাংলাদেশ লোকাল গাইড এর ফেসবুক পেইজ এই ক্ষেত্রে আমার অনেক সহোযোগি হয়েছে, এখানে ভাইদের বিভিন্ন পোস্ট ফলো করে অনেক কিছু জানি এবং চর্চা করি এখন সঠিক ভাবে ম্যাপে কন্ট্রিবিউট করতে , কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো সকল পরিশ্রমী ভাইদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ঘরে বসে এত সুন্দর টি শার্ট সাথে আরও উপহার প্লাস নির্দেশনা পেয়েছি। @MahabubMunna
@AbubakarCtg6027 লোকাল গাইড কানেক্ট ফোরামে লিখার জন্য আপনাকে ধন্যবাদ,
অনুগ্রহ করে Title টি আরো সুন্দর করে ডিটেলস লিখুন যাতে সকলে বুঝতে পারে।
এছাড়া Description এ আপনি বাংলাদেশ লোকাল গাইডের সাথে আছেন কতদিন যাবৎ কনট্রিবিউশন করছেন ইত্যাদি সহ Details এ লিখুন তাহলে সকলের বুঝতে সুবিধা হবে না হলে পরবর্তীতে দেখা যাবে পোস্ট মার্জ হয়ে গেছে