Sharing moments of Joy : Bangladesh Local Guide Signature T-shirt camping


প্রিয় লোকাল গাইডস,
আনন্দের সাথে জানাচ্ছি, আমরা সম্প্রতি ‘বাংলাদেশ লোকাল গাইডস’ এর পক্ষ থেকে সদস্যদের জন্য t-shirt তৈরির একটি প্রক্রিয়া সম্পন্ন করেছি। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ লোকাল গাইডস’ এর ১০ম বর্ষপূর্তি মিট-আপ অনুষ্ঠিত হওয়ার পর থেকেই অনেক বাংলাদেশী লোকাল গাইড (যারা ঐ মিট-আপ এ অংশগ্রহণ করতে পারেনি) ঐ মিট-আপের টিশার্টের জন্য আমাদেরকে অনুরোধ করতেছিল। মূলত তাদের চাহিদার উপর ভিত্তি করেই টি-শার্ট তৈরীর এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। দেশের সার্বিক পরিস্থিতির কারণে দীর্ঘ অপেক্ষার পর এই কার্যক্রম সুন্দরভাবে শেষ করতে পেরে আমরা বেশ আনন্দিত।

কঠোর পরিশ্রমের মাধ্যমে যারা এই কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে সাহায্য করেছেন, আমি তাদের কয়েকজনকে ধন্যবাদ দিতে চাই। তারা হচ্ছেন- @Designer_Biswajit [ T-shirt Designer ] , @AbdusSattar , @JakariaSultan , @JohanJafar , @TanvirAhmed05

উল্লেখ্য, প্রতিটি টি-শার্টের প্যাকেটে কিছু লোকাল গাইড রিলেটেড স্টিকার, A4 সাইজে প্রিন্ট করা 2025 সালের ক্যালেন্ডার দেয়া হয়েছে। এবং সেই সাথে ‘ম্যাপে সঠিক উপায়ে কন্ট্রিবিউশন করার জন্য’ A4 সাইজের একটি করে দিকনির্দেশনা মূলক Leaflet দেওয়া হয়েছে। আশা করছি, এই দিকনির্দেশনা ভবিষ্যতে কনট্রিবিউশনের ক্ষেত্রে সহায়ক হবে।

যারা এই টি-শার্ট হাতে পেয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করছি, এই টি-শার্ট সম্বন্ধে আপনার মতামত এবং টি-শার্ট পরিহিত ছবি এই পোস্টের কমেন্টে নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করবে।

সবাইকে ধন্যবাদ!

76 Likes


I also received this t-shirt, “Thank you” from Bangladesh Local Guide

16 Likes

বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির টি শার্ট একটা ইমোশন এবারের ফেব্রিকস কোয়ালিটি ১০/১০ আর ডিজাইন এর কথা নতুন করে বলার কিছু নাই।

দিনরাত পরিশ্রম করে যারা এই ইভেন্ট টা সফল করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা রইলো।

17 Likes

বাংলাদেশ লোকাল গাইড শুধু ম্যাপিং নয় একটি আবেগ ও ভালবাসার কেন্দ্রস্থল ও বটে

12 Likes


Thanks a lots @MahabubMunna brother

14 Likes

শুধুমাত্র টি-শার্ট না, সাথে গিফট ও ছিল!

14 Likes

@MahabubMunna
এমন মহৎ উদ্যোগের সাথে যুক্ত হতে পারাটা ছিল আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
যাইহোক, গিফট আইটেমগুলো সত্যই অসাধারণ ছিল। বিশেষ করে দিকনির্দেশনা মূলক লিফলেট।

23 Likes

It feels so great to do something for this community. And obviously it is so enjoyable moment for me to serve with you all… Thank you for taking this step… Love you all :heart::heart::heart:

13 Likes

বাংলাদেশ লোকাল গাইড আমাদের ইমোশন, এক প্লাটফর্মে সমমনা অংখ্য লোকাল গাইড।
বাংলাদেশ লোকাল গাইডের লগো সম্বোলিত টি-শার্ট গায়ে জড়াতে পেরে নিজে গর্বীত অনুভব করছি।
কাপড়ের কোয়ালিটি ও টি-শার্টের ডিজাইন নিয়ে আলাদাভাবে বলার কিছুই নেই, বরাবরের মতোই সেরা।

7 Likes


আমরাও এই টিশার্ট পেয়েছি৷ এতো সুন্দর টিশার্ট এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ।
#BDLG #Bangladesh
Love for the Team :rose:

12 Likes


আস্সালামুয়ালাইকুম,
ধন্যবাদ জানাই আপনাদের সবাই কে যাদের অক্লান্ত পরিশ্রমে এই টি-শার্ট কার্যক্রম সুন্দর ভাবে সমাপ্তির পথে। আমি সিলেটে থেকেও, মিট আপে অংশগ্রহণ করতে পারি নি, তাই অনুরোধ করেছিলাম। আমার পরিহিত কোন ছবি না থাকায় আপলোড করতে পারছি না।
“পথ দেখি পথ দেখাই”
এই ছোট শব্দগুলোর মধ্যে অনেক বিশালতা লোকিয়ে আছে।
সঠিক দিক নির্দেশনা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ।

7 Likes


আমিও সংগ্রহ করলাম বাংলাদেশ লোকাল গাইড এর সিগনেচার টি শার্ট, কয়েক বছর আগে থেকে গুগল ম্যাপে দোকান, মার্কেট, ও বিভিন্ন পরিচিত ও অপরিচিত স্থান এড করা শুরু এবং বিভিন্ন ফুড রিভিউ করতে খুবই ভালো লাগতো,তবে না বুঝতে পেরে অনেক মানুষ সহ ছবি ও যেকোনো কিছুই আপলোড দিয়ে দিতাম, বাংলাদেশ লোকাল গাইড এর ফেসবুক পেইজ এই ক্ষেত্রে আমার অনেক সহোযোগি হয়েছে, এখানে ভাইদের বিভিন্ন পোস্ট ফলো করে অনেক কিছু জানি এবং চর্চা করি এখন সঠিক ভাবে ম্যাপে কন্ট্রিবিউট করতে , কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো সকল পরিশ্রমী ভাইদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ঘরে বসে এত সুন্দর টি শার্ট সাথে আরও উপহার প্লাস নির্দেশনা পেয়েছি।
@MahabubMunna

12 Likes

@AbubakarCtg6027 লোকাল গাইড কানেক্ট ফোরামে লিখার জন্য আপনাকে ধন্যবাদ,
অনুগ্রহ করে Title টি আরো সুন্দর করে ডিটেলস লিখুন যাতে সকলে বুঝতে পারে।

এছাড়া Description এ আপনি বাংলাদেশ লোকাল গাইডের সাথে আছেন কতদিন যাবৎ কনট্রিবিউশন করছেন ইত্যাদি সহ Details এ লিখুন তাহলে সকলের বুঝতে সুবিধা হবে না হলে পরবর্তীতে দেখা যাবে পোস্ট মার্জ হয়ে গেছে

9 Likes

The TShirt looks fabulous @AbubakarCtg6027
Congratulations :bouquet:

9 Likes

Thank you for sharing with us the beautiful t-shirt created by and for the community, @AbubakarCtg6027
I want to inform you that I am merging your post in the Topic created by @MahabubMunna for this scope: Sharing moments of Joy : Bangladesh Local Guide Signature T-shirt camping

8 Likes


9 Likes

ধন্যবাদ, @MahabubMunna @Designer_Biswajit @AbdusSattar সহ যারা অনেক পরিশ্রম করেছেন। :heartpulse::heartpulse:

8 Likes

Thanks brother

2 Likes

@ErmesT thanks a lots

2 Likes


11 Likes