Seven Heroes of Bangladesh (বীরশ্রেষ্ঠ)

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারায় অসংখ্য মুক্তি সেনা৷ লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা৷
বীরশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় বীরশ্রেষ্ঠ খেতাব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে। যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থানে রয়েছে ৭ জন বীরশ্রেষ্ঠের সমাধি। বিজয়ের মাসে ৭ জন বীরশ্রেষ্ঠর স্বরণে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো।

সাত জন বীরশ্রেষ্ঠের ছবি। অবস্থান: শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ চাঁপাইনবাবগঞ্জ।

:selfie: PC: Md. Azim Uddin

১) বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সি আব্দুর রউফ।
জন্মস্থানঃ জেলা:ফরিদপুর, উপজেলা: মধুখালী, গ্রাম: সালামতপুর।
জন্ম তারিখ: ১মে, ১৯৪৩ ।
পদবিঃ ল্যান্স নায়েক , কর্মস্থলঃ ইপিআর । সেক্টরঃ ১ নং।
শহীদ হনঃ ৮ এপ্রিল , ১৯৭১ তারিখে।

২) বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর।
জন্মস্থানঃ জেলা: বরিশাল, উপজেলা: বাবুগঞ্জ, গ্রাম: রহিমগঞ্জ।
জন্মঃ ৭ই মার্চ , ১৯৪৯ ।
পদবিঃ ক্যাপ্টেন , কর্মস্থলঃ সেনাবাহিনী। সেক্টরঃ ৭ নং।
শহীদ হনঃ ১৪ই ডিসেম্বর , ১৯৭১ তারিখে।

৩) বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান।
জন্মস্থানঃ জেলা: নরসিংদী, উপজেলা: রায়পুরা, গ্রাম: রামনগর।
জন্ম তারিখ: ২৯শে অক্টোবর, ১৯৪১।
পদবিঃ ফ্লাইট লেফটেন্যান্ট , কর্মস্থলঃ বিমানবাহিনী ।
শহীদ হনঃ ২০শে আগস্ট, ১৯৭১ তারিখে।

৪) বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন।
জন্মস্থানঃ জেলা: নোয়াখালী,উপজেলা: সোনাইমুড়ি, গ্রাম: বাঘপাঁচড়া।
জন্মঃ ১৯৩৪ ।
পদবিঃ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার , কর্মস্থলঃ নৌবাহিনী। সেক্টরঃ ১০ নং।
শহীদ হনঃ ১০/১২/১৯৭১ তারিখে।

৫) বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান।
জন্মস্থানঃ জেলা: ঝিনাইদহ,উপজেলা: মহেশপুর, গ্রাম: খোর্দ্দ খালিশপুর।
জন্মঃ ০২/০২/১৯৩৪ ।
পদবিঃ সিপাহী, কর্মস্থলঃ সেনাবাহিনী ।
সেক্টরঃ ৪ নং। শহীদ হনঃ ২৮\১০\১৯৭১ তারিখে।

৬) বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ মোস্তফা কামাল।
জন্মস্থানঃ জেলা: ভোলা,উপজেলা: দৌলতপুর, গ্রাম: মৌটুপী।
জন্ম তারিখ: ১৬/১২/১৯৪৭।
পদবিঃ সিপাহী ,
কর্মস্থলঃ সেনাবাহীনি । সেক্টরঃ ২ নং।
শহীদ হনঃ : ১৭\০৪\১৯৭২ তারিখে।

৭) বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ।
জন্মস্থানঃ জেলা: নড়াইল, গ্রাম: মহিষখোলা।
জন্ম তারিখ: ২৬ ফেব্রুয়ারি ১৯৩৬ ।
পদবিঃ ল্যান্স নায়েক , কর্মস্থলঃ ইপিআর ।
সেক্টরঃ ৮ নং। শহীদ হনঃ ৫ সেপ্টেম্বর ১৯৭১ তারিখে।

সূত্র: শাহ নেয়ামতুল্লাহ কলেজের ফটো গ্যালারীর তথ্য এবং ইন্টারনেট

24 Likes

Hello @Md_Azim_Uddin , Good morning.

Thanks for share this post with us. Perfect article for this Victory month ( December).

Thanks again.

2 Likes

I am happy to have your valuable comments on my post. Especially December is a valuable month for Bengalis.

@sweetnovember99

1 Like

@Md_Azim_Uddin thanks for sharing our national herod history.

2 Likes

@Md_Azim_Uddin ভাই খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখছেন। খুব ভালো হয়েছে।

1 Like

@MehadeHasan ভাই @MonirulBd ভাই আপনাদের দুইজন কেই অসংখ্য ধন্যবাদ।

2 Likes

Great :+1: brother

2 Likes

Thank you.

@Omar_Sonargaon

1 Like

সময় উপযোগী একটি পোষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ,

@Md_Azim_Uddin

আমাদের হিরোদের নিয়ে লেখার জন্য।

1 Like

ধন্যবাদ @GaziSalauddinbd ভাই।

1 Like

ভাই ৬ নং এ মোস্তফা কামাল শহীদ হন ১৭/০৪/১৯৭১ হবে ৭২ লিখেছেন…