বাংলাদেশের বড় নদী গুলোর মধ্যে অন্যতম হলো মেঘনা নদী।
লক্ষ্মীপুর জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান, মেঘনা নদীর পাড়। প্রতিদিন বিকেল বেলায়, হাজারো মানুষ সূর্য অস্ত দেখতে আসে এই নদীর পাড়ে।
আমার সব থেকে ভালো লাগার মুহূর্ত হলো, নদীর পাড়ে সারি সারি নৌকো এর দৃশ্য। যে কোনো লোকের মন খুশি হয়ে যাবে এ নৌকার সারি গুলো দেখলে।
আর আপনার মাছ ক্রয় করলে যাইতে পারেন, আলেকজান্ডার মাছ বাজার। এখানে, জেলার সব থেকে বড় ইলিশ মাছের বাজার। যা, পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।
কি ভাবে যাবো:
ঢাকা টু লক্ষ্মীপুর, রামগতির যেকোনো বাসে আসা যায়।
আপনাদের কে রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে নামিয়ে দিবে। বাজারের পাশে মেঘনা নদীর পাড়।
ভাড়া – ৫৫০ – ৬০০ /- টাকা।
খাবার এর মান:
আলেকজান্ডার বাজারে ভালো মানের অনেক খাবার হোটেল ও রেস্টুরেন্টে আছে।
কিন্তু, আমার থেকে ভালো লাগে নদীর পাড়ে, অনেক ছোট, ছোট হোটেল আছে। যা ঘরোয়া পরিবেশে রান্না করা হয়।
বিশেষ করে,
বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে
লিংকঃ
Check out this review of Bismillah Hotel And Resturent on Google Maps
https://goo.gl/maps/LtbZqvoQGui2VWDB9
বিঃদ্রঃ আমি আশা করি আপনারা এই স্থানে ঘুরতে আসলে আপনাদের থেকে অনেক ভালো লাগব।
ধন্যবাদ
Gazi Salauddin
Local guide
#BDLG.